![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবছি শুধু তোমায় নির্জনে
তুমি বিনা ভাবনা আমার অচল হয়ে থাকে।
আহার নিদ্রা সব গেল উদাস মোহনায়
অন্তর দিয়ে বসে আছি কি করিগো উপায়।
জীবন আমার বৈরাগী হলো, হলো যাযাবর
নিজ নগর ছেড়ে খুঁজি তোমারী নগর।
ছাড়লাম যে জীবন তরী তোমার তরীর নীড়ে
গৃহ কুঞ্জে দিও ঠাঁই তোমারী পদতলে।
দুঃখ তোমার কেড়ে নিলাম সুখ দিলাম ঢেলে
এভাবে সুখী জীবন আনন্দ উচ্ছােস।
©somewhere in net ltd.