![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাড়া দে !
কিসের ভাড়া?
নৌকার ভাড়া। ব্যাডা খুচরা টাহা আছে, ব্যাবাক নোট!
কত?
১০ টাহা দে!!!
এই সংলাপ গুলো মুখস্ত নেই এমন মানুষ পাওয়া খুজে পাওয়া যাবে না ।
আমাদের নতুন প্রজম্নের অভিনেতা মোশারফ করিম!! হাটতে চলতে উঠতে বসতে বাস্তব জগতের সব ক্ষেএে কোননাকোন ভাবে তার সংলাপ গুলো মিলে যায়। হলে হোক আর ছুটিতে বাড়িতে হোক সব বন্ধুদের মাঝে সমান জনপ্রিয়। মাঝেমাঝে ভাবি কেবল আমরাই মনে হয় ব্যাপারটা নিয়ে বেশি আলোচনা করি কিন্তু আর অবাক হই কেবল আমরা না বড় ছোট সবারই এক অবস্থা। নাটক কিংবা চলচিএ বিষয়ে আমার দক্ষতা কম তবে সব অভিনয়ে সমান পারদর্শী এমন অভিনেতা আমি দেখিনি।
কয়েক বছর আগের নাটক গুলোর সাথে তুলনা করলে দেখতে পাই অভিনয়টা অতটা সহজ -সাবলিল ভাব ছিল না যেটা আমারা মোশারফ করিমের নাটকে পাই।
আমার এই নগন্য লেখার মাধ্যমে তার গুনের কথা লিখে শেষ করতে পারব না। অত্যন্ত আবেগের বসে লিখলাম, কারন আমার বাড়িও বরিশাল।
©somewhere in net ltd.