![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তথ্য প্রযুক্তির সাথে চলে আমাদের সারা বেলা। সকালে বাইরে নেমে যানযটে আটকে আছি। শেয়ার করে দেই সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে। কোন মনরম জায়গায় ঘুরতে গেলাম সাথে সাথেই চেক-ইন দিয়ে জানিয়ে দিলাম সবাইকে। কোন ব্যাপারই এখন একার না সবার সাথে শেয়ার করাটাই এখন প্রধান বিষয় সবার কাছে। এসব করতে করতে আমরা ভূলে যাই আমাদের ব্যাক্তিগত বলে একটা ব্যাপার আছে যে গুলো শেয়ার করার ফলে এখন না হোক কোননা কোন সময় নিজেকে বিব্রত হতে হবে কিংবা হয়ে যেতে পারে মারাত্মক সর্বনাশ বিশেষ করে আমাদের দেশে মেয়েদের এ সমস্যা আর বেশি।
যে সব বিষয় মনে রাখবেনঃ
প্রতি মুহুর্তের আপডেটঃ
আপনি অনলাইনে থাকতে ভালোবাসেন
তার মানে এই নয় যে, আপনার সবকিছু
ফেসবুকের মতো সামাজিক
যোগাযোগমাধ্যমে প্রকাশ করতে হবে।আপনার দৈনন্দিন
ভালোলাগা, খারাপলাগা, হাস্যরস
ইত্যাদি সামাজিক
যোগাযোগমাধ্যমে প্রকাশ করায়
কোনো বাধা নেই। কিন্তু যদি এই মার্কেটে কেনাকাটা করতে গেলাম,
চায়ের দোকানে বসলাম
ইত্যাদি প্রতি মুহূর্তে
প্রকাশ শুরু করেন তাহলে তা বিপদ
ডেকে আনতে পারে।
ব্যাংক একাউন্টের বিস্তারিতঃ
অনলাইনে বিল পরিশোধ
করবেন, সে ক্ষেত্রে ব্যাংকের
বা বিল গ্রহণকারীর নিজস্ব
ওয়েবসাইটে করা যেতে পারে। কিন্তু
কখনোই আপনার অ্যাকাউন্ট নম্বর, এটিএম
কার্ডের বিস্তারিত, পিন নম্বর
কিংবা এ ধরনের কোনো তথ্য
অনলাইনে প্রকাশ করবেন না।
অন্তরঙ্গ ফটো ও ভিডিওঃ
আপনার বর্তমান সময়ে সঙ্গীর
সঙ্গে যদি কোনো অন্তরঙ্গ ভিডিও
বা ছবি অনলাইনে পোস্ট করেন
তা আপনাকে ভোগাবেই। অনলাইনের কোনো কিছু সম্পূর্ণ
ডিলিট করা যায় না। যে মুহূর্ত
আপনার ভাইবোন
বা পিতামাতাকে দেখে ফেলতে পারে ।
ফোন নাম্বার ও বিস্তারিত
ঠিকানাঃ
অনলাইন বন্ধুদের খুব
ভালোভাবে বিশ্বাস করলেও এ
ঝুঁকিটি কখনোই নিতে যাবেন না। এ
ক্ষেত্রে আপ্নারভঅতিরিক্ত সরলতা
মহা বিপদ ডেকে আনতে পারে।
কাউকে আক্রমণ করাঃ
আপনার যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ
থাকে, তাহলে সেই ব্যাক্তিগত ঝামেলা নিয়ে তাকে অনলাইনে কোনো আক্রমণ
করা উচিত নয়। এতে ঝামেলা বাড়বে ছাড়া কমবে না।
সুস্থ হোক সুন্দার হোক সবার ভার্চুয়াল দুনিয়ার পথ চলা।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০২
মোমেন মুন্না বলেছেন: ধন্যবাদ আপনাকে । মোবাইল থেকে লিখলাম ভূলের জন্য ক্ষমা প্রার্থী।
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২০
সুমন কর বলেছেন: সহমত। ভাল বলেছেন।
৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১১
মোমেন মুন্না বলেছেন: ধন্যবাদ আপনাকে!!!!!
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০
মোঃ আনারুল ইসলাম বলেছেন: ভাল লাগল জেনে।