![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধুদের সাথে আড্ডা, বেরাতে যাওয়া বা কোন উৎসবে নিজে পরিপাটি করে সাজার অন্যতম একটা কারন ছবি তোলা। ছবি তোলার পর দেখতে থাকি কোন ছবিটা প্রফাইল পিকচার আর কোনটা কভার ফটো। এর জন্য দেখা যায় অনেকে নিজের ছবি নিজেই তুলছেন!!! আপনার নিজের তোলা ছবিটা আপনার কাছে ভাল লাগল কিন্তু অন্যর দৃষ্টিতে সেটা কি আসলেই সুন্দর!!!!!!!!
♣♣♣নিজের ছবি নিজে তোলার ক্ষেত্রে কিছু সতর্কতা♣♣♣
♠♠♠আয়নার সামনে দাড়িয়ে নিজের
ছবিঃ
ডিজিটাল
ক্যামেরা কিংবা স্মার্টফোনের
আধিক্য থাকাতে অনেকে
আয়না বা প্রতিবিম্ব জাতীয়
বস্তুর সামনে ক্যামেরা সহ নিজের
ছবি তুলে থাকেন। সেক্ষেত্রে নিজের
মুখ মণ্ডলের আগে ক্যামেরাই প্রাধান্য
পায় বেশি,প্রকৃত
পক্ষে নিজের
ক্যামেরা ছবিতে উপস্থাপন করতেই এই
কাজ টি করে থাকেন। এধরণের আচরন প্রকৃত অর্থে
ছেলেমানুষী।
♠♠♠মুখের বিশেষ ভঙ্গিঃ
অনেকেই দেখা যায়
নিজের
ছবি নিজে তুলতে গিয়ে মুখের
বিভিন্ন ভঙ্গি করেন।
আপনাকে মনে রাখতে হবে কেও
আপনাকে এভাবে দেখে প্রশংসা করে না এক্ষেত্রে প্রশংসার
বদলে বিরূপ মন্তব করে।
মুখে হাসের মত ঠোট
করে ভঙ্গিমা দিয়ে
নিজেকে অন্যের কাছে হাসির পাত্র
করবেন না।
♠♠♠প্রায় নগ্ন ভঙ্গিমায়ঃ
নিজের
ছবি তুলতে গিয়ে নিজেকে প্রায় নগ্ন
অবস্থায় উপস্থাপন করে ফেলেন।
আপনাকে মনে রাখতে হবে এতে আপনি
আপনার ব্যক্তিত্ব হারাচ্ছেন। এধরণের
ভঙ্গি দিয়ে ছবি তোলার
সবচেয়ে বাজে উদাহারন
সেলিব্রেটিরা। কিছু তো অন্তত
পক্ষে নিজের ব্যক্তিগত বলতে বজায়
রাখুন! এধরণের
ভঙ্গি দিয়ে ছবি তোলা থেকে বিরত
থাকুন ।
♠♠♠উদ্ভট জায়গায়ঃ
অনেক মনে করে নিজের টয়লেট
কিংবা বাথরুমে নিজের
ছবি নিজে তুলে তা সোশ্যাল
মিডিয়াতে দেয়া স্মার্টনেস!
এটি মোটেই স্মার্টনেস নয়
এটা আপনার বিকৃত মানসিকতার পরিচয়। সেখানে গিয়ে আপনি ছবিতে
পোস দিচ্ছে তা আপনার কুরুচির পরিচয়
দিচ্ছে অন্য কিছু নয়।
পরিশেষে সুস্থ ও সুন্দর হোক সবার প্রযুক্তির পথ চলা!!!!
২| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৬
মোমেন মুন্না বলেছেন: নাবিক আপনার চলার পথের সু দৃষ্টির জন্য ধন্যবাদ!!!!!!
৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৩
জেরিফ বলেছেন: কথা গুলো ভালো লাগলো
৪| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৫
এস.কে.ফয়সাল আলম বলেছেন: একমত।
এই রকম ছাগলামী মার্কা ছবি তোলা ফ্রেন্ড সম্ভবত সবারই ফ্রেন্ড লিষ্টে ২/১ জন বা তারও বেশি আছে
৫| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২১
হেডস্যার বলেছেন:
একমত।+++
বাথরুম ও যে ছবি তোলার জন্য একটা যায়গা হইতে পারে, এই হাল আমলের কিছু ছাগীর ফেসবুকের ছবি না দেখলে বিশ্বাস যাইতাম না।
৬| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৮
মোমেন মুন্না বলেছেন: ধন্যবাদ জেরিফ!!!!
৭| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
মোমেন মুন্না বলেছেন: ঘটনা সত্য!!! আলম ধন্যবাদ
৮| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
মোমেন মুন্না বলেছেন: হেড স্যার কায়দামত ঠ্যাগানো দিতে হবে!!!
৯| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮
সুমন কর বলেছেন: ভাল হয়েছে।
১০| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০২
মোমেন মুন্না বলেছেন: ধন্যবাদ!!!!
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৭
পথহারা নাবিক বলেছেন: ভালো একটা পোষ্ট দিছেন!! অনেক্রে দেখি বেশী স্মার্ট ছবি তুলতে যাইয়া পুরা দিলদার মার্কা ছবি তুলে!!