নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোমিন মেহেদী

মোমিন মেহেদী

মোমিন মেহেদী৤ রাজনীতিক-কলামিস্ট-ব্লগার ও শিল্প উদ্যোক্তা হিসেবে বাংলাদেশের তরুণ সমাজের কাছে জনপ্রিয় হয়ে উঠছেন ক্রমশ৤ সত্যকে সত্য আর মিথ্যেকে মিথ্যে বলার বলিষ্ঠতা আছে তার। আর একারনেই পদে পদে প্রতিবন্ধকতা তৈরী করে কেউ কেউ। দেশের প্রধান কবি শামসুর রাহমানের স্নেহধন্য মোমিন মেহেদী বঙ্গবন্ধু লেখক পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার আন্দোলন জোটের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত। পাশাপাশি একটি বৃহৎ ছাত্র সংগঠনের শীর্ষস্থানিয় নেতা হিসেবে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনি নতুনধারা বাংলাদেশ-এনডিবি’র চেয়ারম্যান-এর দায়িত্ব পালন করার সাথেসাথে প্রচারিতব্য একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের নির্বাহী পরিচালক হিসেবেও কাজ করছেন। তিনি দৈনিক যুগান্তর, সমাচার, খবরপত্রসহ বিভিন্ন কাগজে কাজ করে অভিজ্ঞতার ভান্ডারকে সমৃদ্ধ করার চেষ্টা করেছেন। ১৯৮৫ সালের ২৮ আগস্ট ময়মনসিংহে জন্মগ্রহনকারি মোমিন মেহেদীর পৈত্রিকনিবাস বরিশালের মেহেন্দীগঞ্জে। তার প্রথম লেখা প্রকাশিত হয় ১৯৯৫ সালে দৈনিক ইত্তেফাকে। বর্তমানে তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৪৪। এরমধ্যে ডিভোর্স (২০০৫), শকুনেরা উড়ছে (২০০৬), জীবনজুড়ে যুদ্ধ (২০০৭), কাকতাড়–য়ার দেশে (২০০৭), ভুল করেছি ভালোর আশায় (২০০৯), এই চাকাটা ভালোবাসার (২০০৯), ছন্দ ছড়ায় বঙ্গবন্ধু (২০০৯), সাহসের জোস্নায় শান্তজ সুখ (২০১০), যে শহরে তুমি নেই (২০১০), আমাদের পিতা তিনি আমাদের মিতাও, দেয়ালে টাঙানো রোদ(২০১১), +ভূত –ভয়, সময়কথন, বৃত্ত ত্রিভুজ এবং ভালোবাসা, বঙ্গবন্ধু ও বাংলাদেশে নারী, কাগজের ভূত(২০১২) উলে¬খযোগ্য। তিনি ভালোবাসেন তার জীবনসাথী শান্তা ফারজানাকে আর শান্তজ গল্পকে। অনন্ত সাহসের পথে নির্ভিক পথিক মোমিন মেহেদীর মূল লক্ষ্য সাংবাদিকতা, লেখালেখি, গান, গল্প, নাটকের সাথেসাথে রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে স্বাধীনতার সুখকে প্রতিষ্ঠিত করা। তিনি সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্মাননা (২০০১), মেহেন্দীগঞ্জ ফাউন্ডেশন স্বর্ণপদক (২০০২), অর্নিবান সম্মাননা (২০০৩), বাংলাভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র সম্মাননা পুরস্কার (২০০৪), বাঁধনহারা সম্মাননা (২০০৬), কবি মাইকেল মধুসূদন দত্ত সম্মাননা (২০০৭), বঙ্গবন্ধু সম্মাননা (২০০৮), চন্দ্রিমা সাহিত্য সম্মাননা (২০০৯), আনন্দ আড্ডা সাহিত্য পুরস্কার, ভারত (২০০৯), কবি গুরু সম্মাননা (২০১০), নক্ষত্র সাহিত্য পদক (২০১০) পুন্ড্রবর্ধন সম্মাননা ও কবি আলাওল সম্মাননা(২০১১), শেরে বাংলা সম্মাননা এবং বঙ্গবীর ওসমানী স্বর্ণ পুরস্কার পেয়েছেন। দেশের প্রথম সাহিত্য-সাংস্কৃতিক ও রাজনৈতিক অনলাইন পত্রিকা banglareport24.com- এর প্রধান সম্পাদক মোমিন মেহেদী’র আশার আলোর বাস্তবায়ন নিয়ে আমাদের প্রত্যয়দীপ্ত পথ এগিয়ে যাবে আগামীর দিকে... নানাদিকের নানাকথা আর কাজের কথা ভেবে মহান বিজয়ের মাস ডিসেম্বর ২০১২ সালের ৩০ তারিখে মোমিন মেহেদীর নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে ১৮ থেকে ৫০ বছর বয়সী সাহসী জনতার রাজনৈতিক দল নতুনধারা বাংলাদেশ(এনডিবি)৤ আত্ম প্রকাশের পর এযাবৎ বিভিন্ন জেলা ও উপজেলা কমিটি গঠন নিয়ে ব্যাপক ব্যস্ততার পরও লিখে চলেছেন অবিরাম-করছেন নিরন্তর সংগ্রাম... আহমেদ কায়সার

মোমিন মেহেদী › বিস্তারিত পোস্টঃ

উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই...

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৮

মোমিন মেহেদী

আহমেদ রাজীব হায়দার। ব্লগার হিসেবে বাংলাদেশের অনলাইন-এ, ব্লগে যার উপস্থিতি ছিলো বাঘের মত। ক্রমশ সাহসের সাথে যিনি নির্মাণ করেছিলেন সত্যকথার স্যালুলয়েড। সেই সাহসের সূত্রধরকে সরিয়ে দিয়েছে যুদ্ধাপরাধী জামায়াত ইসলাম এবং তাদের সমর্থক গোষ্ঠী ছাত্র শিবিরের হায়েনারা।



কেননা, নিরন্তর এগিয়ে আসছিলেন নতুনধারা’র এই ব্লগার। তিনি নিজেকে কখনোই আপোষের রাস্তায় পরিচালনা করেননি। বরং রাত পৌনে ১১টায় তার মৃত্যুর নির্মম খবর প্রকাশ হওয়ার মাত্র আট ঘণ্টা আগেও তিনি ফেসবুকে ছিলেন।



সাহসের সাথে লিখেছিলেন জীবনময় যুদ্ধের কথা। বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া তার সর্বশেষ স্ট্যাটাসটিতে তিনি লিখেছিলেন, ‘কোথায় কিভাবে বর্জন করতে হবে তার রুপরেখা নির্ধারন করাটা খুব জরুরি। কারণ আমাদের দৈনন্দিন জীবনে কোথায় নেই তারা…



একটা বাদ দিয়ে অন্যটাতে যাব, সেখানেও তাদের সেবাই নিতে হবে! আজকে যে ইন্টারনেট সেবা নিয়ে আমরা অনলাইনে আন্দোলন করছি তার মধ্যেও তো জামাতি অংশ আছেৃ তার মানে কি সর্ষেতে ভূত নাকি আমরা পয়সা দিয়ে নেটের বাইটস কিনছি বলে সেটা সিদ্ধ! একটু চিন্তা করা দরকার…



একটা সুনির্দিষ্ট গাইডলাইন খুব জরুরি! কারন জামাতি প্রতিষ্ঠান বলে যাদের বয়কট করবো, তার মালিকানা রাতারাতি বদলে যেতে পারে… সিম্পল শেয়ার আদান প্রদানেই মালিকানা বদলে যাবে!



তবে আমার জায়গা থেকে একটা জিনিস আমি বলতে পারি, পরিচিত জামাত সংশ্লিষ্ট পন্য ও প্রতিষ্ঠান যার যার জায়গা থেকে বর্জন করুন, যেমন তাদের মূল কাগজ সংগ্রাম বা শিক্ষা প্রতিষ্ঠান-কোচিং ও তাদের সাংস্কৃতিক সংগঠন!’



মানুষ কতটা সাহসী হলে বলতে পারে যে, বদলে যেতে পারে মালিকানা! এতটা সাহসী একজন মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার।



কেননা, তারা চায় ক্ষমতা; জনতা নয়। যদি জনতা চাইতো, তাহলে জামায়াত-শিবিরের হরতালের পরপরই দেয়া রায়-এ কুখ্যাত কাদের মোল্লার যাবজ্জীবন হতো না। হতো ফাঁসি।



অথচ তা হয়নি। হয়েছে যুদ্ধাপরাধীদেরকে বাঁচানোর রায়। যা ব্লগাররাই প্রথম মানেনি। রাজপথে নেমেছে জোয়ারের মত। সেই জোয়ারে যোগ হয়েছে দেশের নতুন প্রজন্ম।



যাদের চোখ একাত্তর দেখেনি; কিন্তু দেখেছে তেরো, ২০১৩। সেই তেরোতেই আমরা আমাদের একজন নিবেদিত যোদ্ধাকে হারিয়েছি।



এই হারানোর মধ্য দিয়ে আমরা একাত্তরে হারানো বুদ্ধিজীবি শহিদুল্লাহ কায়সার-জহির রায়হান-মুনীর চৌধুরী প্রমুখের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। সেই সাহসী দিনগুলোতে বাংলাদেশ যেভাবে বুদ্ধিজীবি হরিয়েছিলো; ঠিক একইভাবে বর্তমানে হারাতে বসেছি…



আমি ছাত্র রাজনীতি করেছি, শ্রমিক রাজনীতি করেছি, এখন নিবেদিত আছি নতুন প্রজন্মের রাজনৈতিক দল নতুনধারা বাংলাদেশ (এনডিবি)’র সাথে। তবে সবার আগে আমার পরিচয় আমি একজন ব্লগার। পাশাপাশি সাংবাদিক-রাজনীতিক।



যেহেতু প্রথম পরিচয় আমার ব্লগার; সেহেতু ব্লগার হিসেবে; সত্য কথা লেখার খেসারত হিসেবে বাংলাদেশের রাজনৈতিক হায়েনা জামায়াত-শিবিরের নেতারা যে কোন সময় আমাকে খুন করতে পারে বলে আমি সন্দিহান।



অতএব, আমাকে নিরাপত্তা দেয়ার জোর দাবি জানাচ্ছি-শাহবাগ স্কয়ারের এই গণ আন্দোলনের সাথে লোক দেখানো একাত্মতা পোষনকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। যিনি জনতা নয়; ক্ষমতা পেতে মরিয়া হয়ে উঠছেন ক্রমশ…



এখন একটা বিষয় আরো স্পষ্ট করে বলি, কথাটি হলো- আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে সাড়ে ৪ বছর। ক্ষমতার ৪ বছর তারা বারবার চেষ্টা করেছে জামায়াতকে মহাজোটে আনার জন্য। আর অস্ত্র হিসেবে ব্যবহার করেছে যুদ্ধাপরাধী-জামায়াতের নেতাদেরকে।



কিন্তু জামায়াত-শিবির আসেনি জোটে। যে কারনে একান্তই নিরুপায় হয়ে এখন রায়-এর পথে অগ্রসর হয়। যখন রায় হতে থাকে, তখন জামায়াত-শিবির পাগলা কুকুরের মত নেমে যায় আমাদের রাজপথে-আমাদের রঙিন সকালে অন্ধকারের কালো নিয়ে। এসব দেখে ভয়ে ভীত আওয়ামী লীগ ট্রাইবুনালকে প্রভাবিত করে বিচারের রায়কে প্রভাবিত করে।



যে কারণে দেড় শতাধিক খুন-ধর্ষণের আসামি কসাই কাদেরের মত জঘণ্য পশুর বিচারের রায় হয় যাবজ্জীবন। এরপর যখন ব্লগাররা রাজপথে নামে রায়ের বিরুদ্ধে-ফাঁসির জন্য। ঠিক তখন সেই সুযোগটাও লুফে নেয় আওয়ামী লীগ।



তবে বদলে নেয় কৌশল। ব্লগাররা হয়ে যায় চেতনার ঘুড়ি। নাটাই থেকে যায় আওয়ামী লীগ পরিচালিত মহাজোট সরকারের-ই হাতে। যে কারনে নতুন প্রজন্ম প্রত্যয়ের সাথে পথ হাঁটলেও প্রত্যাশা পুরনে ঘটছে বিলম্ব।



অথচ হওয়া উচিত ছিলো- ট্রাইবুনাল সংশোধন করে সাথে সাথে ফাঁসির রায় বাস্তবায়ন। কিন্তু না, তা হচ্ছে না। যা হচ্ছে, তা হলো আঁতাত।



আমি এর আগেও একটি লেখায় বলেছিলাম যে, আওয়ামী লীগ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শ থেকে সরে ক্ষমতার রাজনীতি এবং আদর্শে দাড়িয়েছে। যে কারণে নিতান্তই ক্ষমতার জন্য আঁতাত করছে দেশ বিরোধীচক্র-যুদ্ধাপরাধী-জামায়াত-শিবিরের সাথে।



যদি তাই না হবে বাংলাদেশে কেন এখনো ইসলামী ব্যাংক-এর কার্যক্রম নিষিদ্ধ হচ্ছে না; পাশে আবারো বিশ্বকাপসহ বিভিন্ন বড় বড় আয়োজনে ইসলামী ব্যাংকে মুনাফা (চড়া সুদের) র টাকা থেকে উত্তোলিত অংশ স্পন্সর হিসেবে নেবে বলে বলে?



কেন ইসলামী ব্যাংক হাসপাতাল-ইবনে সিনা হাসপাতাল বন্ধ ঘোষণা করা হচ্ছে না; এসব হাসপাতালে ছাত্রলীগ-যুবলীগ-সেচ্ছাসেবক লীগ ঠিকাদারি করে বলে?



কেন আল মানারাত-বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়-ইসলামী ব্যাংক স্কুল এন্ড কলেজ বন্ধ হচ্ছে না; আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এখান থেকে উৎকোচ পায় বলে?



কেন রেটিনা-ফোকাসসহ শতাধিক শিবির পরিচালিত কোচিং এখনো সচল রয়েছে; ছাত্রলীগ মোটা অংকের চাঁদা পায় বলে? কেন এখনো আধুনিক-পাঞ্জেরী-সিদ্দিকীয়া-প্রীতি-আমীর-মদীনা-ঐতিহ্য-পাঞ্জেরীসহ শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান নিষদ্ধ করা হচ্ছে না; আওয়ামী লীগের অনেক নেতার বই এরা প্রকাশ করে বলে?



কেন মিশন-কেয়ারী সান-রোজ সিটি-নাসিম সিটি-আল ফালাহ সিটি-আদর্শ সিটি-সুরমা সিটি নিষিদ্ধ হচ্ছে না; আওয়ামী লীগ নেতারা এইসকল জামায়াতি ডেভলপার ও জমির কোম্পানি থেকে প্লট ও ফ্যাট পাচ্ছে বলে?



কেন দিগন্ত টিভি-ইসলামী টিভি বন্ধ হচ্ছে না; আওয়ামী লীগের বড় বড় রাঘব বোয়ালরা এই টিভিতে শেয়ার আছে বলে?



কেন নয়া দিগন্ত-সংগ্রাম-সোনার বাংলা-সত্যের আলো-নতুন কিশোর কন্ঠ-ছাত্র সংবাদ-কানামাছি-সংস্কার-নতুন কলম-ফুলকুঁড়ি-ডাকপিয়ন-লাটাই-ফররুখ একাডেমী পত্রিকা, লাল সবুজের দেশ-টিনএটটিন নিষিদ্ধ করা হচ্ছে না; আওয়ামী লীগ নেতাদের কাভারেজ বন্ধ হবে বলে?



যদি তাই হয়; তাহলে আর এত নাটক করার কি প্রয়োজন বাংলাদেশ আওয়ামী লীগকে পরিবর্তন করে বাংলাদেশ জামায়াত লীগ বানিয়ে নিলেই পারে। তাতে করে প্রতিষ্ঠানগুলোও নিজেদের দখলে থাকলো; সাথে সাথে শিবির-জামায়াতের হায়েনারা থাকলো ফ্রী…



এত দুঃখ, এত কষ্ট, সে কেবল আওয়ামী লীগের কারনেই ঝুলে আছে বাংলাদেশের কপালে-বাংলাদেশের মানুষের কপালে। প্রশ্ন আসতে পারে কিভাবে? উত্তরে বলবো সব ভাবেই।



যেমন- একাত্তরের পর ক্ষমার রাজনীতি, পঁচাত্তরের পর ভয়ের রাজনীতি, আশির পর আপোষের রাজনীতি, ছিয়াশির পর মোহের রাজনীতি, নব্বইয়ের পর দুর্নীতির রাজনীতি এবং এরপর থেকে বর্তমান পর্যন্ত কেবলমাত্র ক্ষমতার রাজনীতি।



না জনতার, না কল্যাণের; কেবলমাত্র খাই খাই, দাও দাও করতে করতে তৈরি হয়েছে আওয়ামী অন্যরকম হায়েনার দল হিসেবে। যাদের মিশন টাকা-ভীশন ক্ষমতা। আর এ কারণেই আজ জন্ম নিয়েছে শাহবাগ স্কয়ার; জেগেছে জনতা-তারুণ্য-নতুনধারা… এই জাগরনের প্রথম শহীদ আহমেদ রাজীব হায়দার।



আমি মনে করি অনলাইনে যে যুদ্ধ চলছে; সে যুদ্ধে অন্যতম এই যোদ্ধার জীবন কেড়ে নেয়ার পর আর কারো বসে থাকার সুযোগ নেই। নামতে হবে বাংলাদেশের প্রতিটি তরুণকে। যাদের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করার দায়িত্ব থাকলেও। সরকার সেই দায়িত্ব থেকে সরে এখন নিজেদের রাজনীতি আর ক্ষমতার তপস্যায় নিয়োজিত হয়েছে। এই কারনে অবশ্য সমস্যার রাস্তায়ও এগিয়েছে আওয়ামী লীগ।



আজ দেশের মূল স্থানটি বন্ধ করে যুদ্ধাপরাধী-জামায়াত নেতাদের ফাঁসির সাথে সাথে ধর্ম নিয়ে ব্যবসা বন্ধের দাবীতে আন্দোলন চলছে; কাল হয়তো তৈরি হবে বাংলাদেশ বাঁচানোর আন্দোলন; সেই আন্দোলন আওয়ামী লীগের পতনও নিয়ে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস।



আমি দেখেছি, ব্লগার বন্ধুর নৃশংসভাবে খুনের খবর ছড়িয়ে পড়ালে মধ্যরাতেই উত্তাল হয়ে উঠে শাহবাগ স্কয়ার শ্লোগান ধরা হয়, ‘খুন হয়েছে আমার ভাই, জামায়াত-শিবির রক্ষা নাই’, খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই’। মঞ্চ থেকে খুনিদের গ্রেফতারে আল্টিমেটাম ঘোষণা করা হয়।



এদিকে তার মৃত্যুতে প্রজন্ম চত্বরে শোকের ছায়া নেমে এসেছে। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রাত ১১টা ২২ মিনিটে এক মিনিট নীরবতা পালন করা হয়।



খুনিরা এতটাই পরিকল্পিতভাবে ঘটনাটা ঘটিয়েছে যে, জীবনের একটি টার্নিং পয়েন্টে থাকা রাজিবকে কোন সুযোগ-ই দেয়নি বেঁচে থাকার।



স্থপতি ও অনলাইন অ্যাক্টিভিস্ট রাজিবকে প্রথম থেকেই শাহবাগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণআন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকতে দেখেছি। সেই সাহসী তরুণের লাশ বাসার কাছেই পলাশনগর প্রধান সড়কের পাশে পড়ে ছিল। পাশে পড়ে ছিল তার ল্যাপটপ। তাঁর মাথা আলাদা, দেহ আলাদা করা লাশটি যতবার দেখেছি মনে হয়েছে সবটুকু সাহস সঞ্চয় করে বলি- ‘আমাদের একজন ব্লগার রাজিবকে খুন করা হয়েছে। কী করে জামায়াত-শিবির এতো সাহস পায়। আমরা মরি আর বাঁচি রাজপথ ছাড়বো না। আমরা গত ১১ দিন থেকে এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা কোনো বিপ্লব চাই না। আমরা আমাদের দাবি পূরণ করেই বাড়ি ফিরবো। নয় মাস যুদ্ধের পর দেশ স্বাধীন হয়েছে, প্রয়োজন হলে নয় মাস কেনো নয় বছর রাস্তায় থাকবো। দরকার হলে রাস্তায় মরে যাবো। কিন্তু দাবি আদায় না করে রাজপথ ছাড়বো না। আমাদের আন্দোলন চলতেই থাকবে…



[লেখক : ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট, কলামিস্ট ও আহবায়ক, নতুনধারা বাংলাদেশ।]





মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪০

মোঃ সিরাজুল হক বলেছেন: যেমন- একাত্তরের পর ক্ষমার রাজনীতি, পঁচাত্তরের পর ভয়ের রাজনীতি, আশির পর আপোষের রাজনীতি, ছিয়াশির পর মোহের রাজনীতি, নব্বইয়ের পর দুর্নীতির রাজনীতি এবং এরপর থেকে বর্তমান পর্যন্ত কেবলমাত্র ক্ষমতার রাজনীতি।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

মোমিন মেহেদী বলেছেন: ধন্যবাদ ভাই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.