নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোমিন মেহেদী

মোমিন মেহেদী

মোমিন মেহেদী৤ রাজনীতিক-কলামিস্ট-ব্লগার ও শিল্প উদ্যোক্তা হিসেবে বাংলাদেশের তরুণ সমাজের কাছে জনপ্রিয় হয়ে উঠছেন ক্রমশ৤ সত্যকে সত্য আর মিথ্যেকে মিথ্যে বলার বলিষ্ঠতা আছে তার। আর একারনেই পদে পদে প্রতিবন্ধকতা তৈরী করে কেউ কেউ। দেশের প্রধান কবি শামসুর রাহমানের স্নেহধন্য মোমিন মেহেদী বঙ্গবন্ধু লেখক পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার আন্দোলন জোটের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত। পাশাপাশি একটি বৃহৎ ছাত্র সংগঠনের শীর্ষস্থানিয় নেতা হিসেবে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনি নতুনধারা বাংলাদেশ-এনডিবি’র চেয়ারম্যান-এর দায়িত্ব পালন করার সাথেসাথে প্রচারিতব্য একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের নির্বাহী পরিচালক হিসেবেও কাজ করছেন। তিনি দৈনিক যুগান্তর, সমাচার, খবরপত্রসহ বিভিন্ন কাগজে কাজ করে অভিজ্ঞতার ভান্ডারকে সমৃদ্ধ করার চেষ্টা করেছেন। ১৯৮৫ সালের ২৮ আগস্ট ময়মনসিংহে জন্মগ্রহনকারি মোমিন মেহেদীর পৈত্রিকনিবাস বরিশালের মেহেন্দীগঞ্জে। তার প্রথম লেখা প্রকাশিত হয় ১৯৯৫ সালে দৈনিক ইত্তেফাকে। বর্তমানে তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৪৪। এরমধ্যে ডিভোর্স (২০০৫), শকুনেরা উড়ছে (২০০৬), জীবনজুড়ে যুদ্ধ (২০০৭), কাকতাড়–য়ার দেশে (২০০৭), ভুল করেছি ভালোর আশায় (২০০৯), এই চাকাটা ভালোবাসার (২০০৯), ছন্দ ছড়ায় বঙ্গবন্ধু (২০০৯), সাহসের জোস্নায় শান্তজ সুখ (২০১০), যে শহরে তুমি নেই (২০১০), আমাদের পিতা তিনি আমাদের মিতাও, দেয়ালে টাঙানো রোদ(২০১১), +ভূত –ভয়, সময়কথন, বৃত্ত ত্রিভুজ এবং ভালোবাসা, বঙ্গবন্ধু ও বাংলাদেশে নারী, কাগজের ভূত(২০১২) উলে¬খযোগ্য। তিনি ভালোবাসেন তার জীবনসাথী শান্তা ফারজানাকে আর শান্তজ গল্পকে। অনন্ত সাহসের পথে নির্ভিক পথিক মোমিন মেহেদীর মূল লক্ষ্য সাংবাদিকতা, লেখালেখি, গান, গল্প, নাটকের সাথেসাথে রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে স্বাধীনতার সুখকে প্রতিষ্ঠিত করা। তিনি সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্মাননা (২০০১), মেহেন্দীগঞ্জ ফাউন্ডেশন স্বর্ণপদক (২০০২), অর্নিবান সম্মাননা (২০০৩), বাংলাভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র সম্মাননা পুরস্কার (২০০৪), বাঁধনহারা সম্মাননা (২০০৬), কবি মাইকেল মধুসূদন দত্ত সম্মাননা (২০০৭), বঙ্গবন্ধু সম্মাননা (২০০৮), চন্দ্রিমা সাহিত্য সম্মাননা (২০০৯), আনন্দ আড্ডা সাহিত্য পুরস্কার, ভারত (২০০৯), কবি গুরু সম্মাননা (২০১০), নক্ষত্র সাহিত্য পদক (২০১০) পুন্ড্রবর্ধন সম্মাননা ও কবি আলাওল সম্মাননা(২০১১), শেরে বাংলা সম্মাননা এবং বঙ্গবীর ওসমানী স্বর্ণ পুরস্কার পেয়েছেন। দেশের প্রথম সাহিত্য-সাংস্কৃতিক ও রাজনৈতিক অনলাইন পত্রিকা banglareport24.com- এর প্রধান সম্পাদক মোমিন মেহেদী’র আশার আলোর বাস্তবায়ন নিয়ে আমাদের প্রত্যয়দীপ্ত পথ এগিয়ে যাবে আগামীর দিকে... নানাদিকের নানাকথা আর কাজের কথা ভেবে মহান বিজয়ের মাস ডিসেম্বর ২০১২ সালের ৩০ তারিখে মোমিন মেহেদীর নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে ১৮ থেকে ৫০ বছর বয়সী সাহসী জনতার রাজনৈতিক দল নতুনধারা বাংলাদেশ(এনডিবি)৤ আত্ম প্রকাশের পর এযাবৎ বিভিন্ন জেলা ও উপজেলা কমিটি গঠন নিয়ে ব্যাপক ব্যস্ততার পরও লিখে চলেছেন অবিরাম-করছেন নিরন্তর সংগ্রাম... আহমেদ কায়সার

মোমিন মেহেদী › বিস্তারিত পোস্টঃ

অরাজকতার দিন শেষ নতুনধারা বাংলাদেশ...

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০১

মোমিন মেহেদী

ইসির শর্তপূরণ করতে পারেনি নতুন ৪৩টি রাজনৈতিক দল। একটি দলও মানুষের রাজনীতি করে না। করে ক্ষমতার- মোহের রাজনীতি। যেভাবে বাংলদেশ আওয়ামী লীগ-জাতীয়তাবাদী দল এবং জামায়াত ইসলাম করছে। আমার দৃঢ় বিশ্বাস এই সময়ে নির্বাচন ঘোষিত হলে সাধারণ মানুষ আওয়ামী লীগ-বিএনপি-জামায়াতকে ঘৃণাভরে প্রত্যাখান করবে। প্রয়োজনে তারা নতুন কোন দলকে যোগ্যতর দলকে বেছে নেবে; যারা দেশ ও মানুষের রাজনীতি করে; ক্ষমতার নয়। আর তাই তারা আওয়ামী লীগ-বিএনপি-জামায়াতকে প্রত্যাখানের রাস্তায় হাঁটতে হাঁটতে এগিয়ে আসবে বাংলাদেশের উজ্জল আগামী। যেই আগামী অপেক্ষায় আছে নতুন নেতৃত্বের, যোগ্য মানুষের আর সৎ সাহসের।



আমি যেহেতু তরুণ প্রজন্মের রাজনৈতিক দল ‘নতুনধারা বাংলাদেশ(এনডিবি)’র আহবায়ক হিসেবে বাংলাদেশের এ প্রান্ত থেকে ওপ্রান্ত ঘুরে বেড়াচ্ছি, সেহেতু তৃণমূল মানুষের মতামত তুলে ধরছি পাঠকদেও জন্য। সম্প্রতি সাতক্ষিরায় গেলে নতুনধারা বাংলাদেশ(এনডিবি)’ জেলা কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত সমাবেশে আসেন আওয়ামী লীগ-বিএনপির বেশ কিছু নেতৃবৃন্দ। তারা তাদের বক্তব্যে যা বলেন, তা হলো- ‘আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি বাবা আর স্বামীর উত্তরসূরীদেরকে নিয়ে। উত্তরসূরী সরকার নয়; সত্যিকারের যোগ্য নেতৃত্বের জন্য নতুন প্রজন্মকে ভোট দেবো আমরা। আসছে নির্বাচনে নতুন প্রজন্মকে ভোট দিয়ে নির্বাচিত করে প্রমাণ করে দিতে চাই, জনগন নতুনধারা’র পক্ষে।’



২০১২ সালের ৩০ ডিসেম্বর আত্মপ্রকাশের পর মাত্র দেড় মাসে আমরা ১৭ জেলা কমিটি করেছি, গড়েছি সারাদেশে ‘নতুনধারা বাংলাদেশ(এনডিবি)’র বলয়। যে বলয়ে আমরা পেয়েছি সৎ- যোগ্য ও মেধাবী নেতৃত্ব। এই নেতৃত্ব তৈরি হচ্ছে দেশ-মাটি ও মানুষের জন্য। আগামী এপ্রিলের মধ্যে আমরা আমাদের ‘নতুনধারা বাংলাদেশ(এনডিবি)’র ২১ জেলা ও ১০০ উপজেলা গঠন করার পর সময় বাড়ানোর প্রস্তাব দেবো ইসিকে। যদি তারা সময় বাড়ায়, তাহলে আমার বিশ্বাস এবার নির্বাচন কমিশনের সব শর্ত পূরণ করে নতুন ৪৩টি রাজনৈতিক দলের একটিও নিবন্ধনের জন্য আবেদন করতে সক্ষম না হওয়ার যে পরিচয় দিয়েছে, তা ‘নতুনধারা বাংলাদেশ(এনডিবি)’র থাকবে না। ‘নতুনধারা বাংলাদেশ(এনডিবি) আবেদন করলে সকল শর্ত পূরণ করেই দেবে, যাতে আগামী নির্বাচনে নির্বাচিত হয়ে প্রকৃত দেশ-মাটি ও মানুষের জন্য নিবেদিত থেকে কাজ করতে পারে।



‘নতুনধারা বাংলাদেশ(এনডিবি) তো এখনো পাটার তলে মরিচ। যারা রাজনীতিতে রাঘববোয়াল হিসেবে ব্যাপক পরিচিত, সেই মুরুব্বীদের রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে থেকে দুই দফায় নিবন্ধনের জন্য মোট ৪৩টি দলের আবেদন জমা পড়েছে। নিবন্ধন কমিটি এরই মধ্যে সব আবেদনপত্র যাচাই-বাছাই করে একটি তালিকা তৈরি করেছে। প্রতিটি দলের নামের পাশে দলগুলো শর্তপূরণের সপক্ষে যেসব কাগজপত্র বা দলিল জমা দিয়েছে, তার একটি তালিকা তৈরি করা হয়েছে। এ তালিকায় প্রায় প্রতিটি দলের নামের পাশেই অনেকগুলো 'না' রয়েছে। এমন অনেক দল আবেদন করেছে, যারা আবেদনপত্রের সঙ্গে কোনো ইশতেহার জমা দেয়া হয়নি। দলটি নিবন্ধন ফিও জমা দেয়নি। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও দেয়নি। তহবিল আছে কি নেই, তা জানায়নি। জেলা ও উপজেলায় প্রয়োজনীয়সংখ্যক অফিস থাকার কথা উল্লেখ করেনি। এমনকি উপজেলা পর্যায়ে দলটির ২০০ সমর্থক আছে কি না, তা-ও জানায়নি। পিপলস পার্টির আবেদনপত্রের সঙ্গে দলের সাংগঠনিক কাঠামো সংযুক্ত করা হয়নি। জেলা ও উপজেলার প্রয়োজনীয় শর্তও পূরণ করেনি দলটি। মুসলিম লীগের আবেদনপত্রের সঙ্গে গঠনতন্ত্র, কেন্দ্রীয় কমিটি, ফি জমা দেয়ার সপক্ষে রসিদ এবং দলের তহবিল সম্পর্কে কোনো তথ্য দেয়া হয়নি। নিউ সংসদ লীগ দলটি ইশতেহার, কেন্দ্রীয় কমিটির তথ্য সংযুক্ত করেনি। নাজমুল হুদার বিএনএফ অফিস কমিটি থাকার তথ্য দিলেও অফিসের ঠিকানা দেয়নি। দলটি তহবিল সম্পর্কেও কোনো তথ্য দেয়নি। বাংলাদেশ তৃণমূল লীগ, বিএনডিপি, গণশক্তি পার্টি, বামফ্রন্ট, কৃষক শ্রমিক পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি অফিস কমিটি থাকার দাবি করলেও ঠিকানা জানায়নি। এ রকম ৪৩টি দলই কোনো না কোনো শর্ত অসম্পূর্ণ রেখে আবেদনপত্র জমা দিয়েছে। পত্রিকার মাধ্যমে জানা যায় ইসি থেকে বলা হয়েছে, নতুন দলগুলোর আবেদন যাচাই-বাছাই চলছে। কমিশনের দেয়া শর্ত যেসব দল সঠিকভাবে পূরণ করবে, তাদেরই নিবন্ধন দেয়া হবে। এর আগে মাঠপর্যায়ে এসব দলের তথ্য অনুসন্ধান করা হবে। ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, কোনো দল নিবন্ধন পেতে তাৎক্ষণিকভাবে অফিস ভাড়া নিয়েছে কি না, সংশ্লিষ্ট জেলায় ওই দলের রাজনৈতিক তৎপরতা আছে কি না, তা একাধিকবার অনুসন্ধান করা হবে। যেসব দল প্রতারণার মাধ্যমে সাংগঠনিক অফিস খুলে নিবন্ধনের চেষ্টা চালাচ্ছে, তাদের বিষয়ে অনুসন্ধান চালানো হবে। নিবন্ধন পেতে হলে ২১ জেলায় এবং ১০০টি উপজেলায় অবশ্যই অফিস থাকতে হবে। প্রতিটি উপজেলায় দলের সক্রিয় ২০০ সদস্য থাকা বাধ্যতামূলক। কমিশনের নতুন দলগুলো সদস্যের যে তালিকা জমা দিয়েছে, তারা আসলে ওই রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কি না, তা-ও যাচাই করা হবে। তিন মাস অনুসন্ধানের পর নতুন দলগুলোকে চূড়ান্ত নিবন্ধনের আওতায় আনবে নির্বাচন কমিশন। কমিশন থেকে নিবন্ধন শাখাকে জানিয়ে দেয়া হয়েছে, একটি শর্ত বাদ পড়লে কোনো দলকে এবার নিবন্ধন দেয়া হবে না। কারণ, ২০০৮ সালে বেশ কিছু নামসর্বস্ব দল নিবন্ধিত হয়েছে। নিয়ম-নীতি না মানলেও সহজে এদের নিবন্ধন বাতিল করতে পারছে না ইসি। নামসর্বস্ব এসব দল নিয়ে অনেকটা সমালোচনার মুখে রয়েছে কমিশন। এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, চাইলেই নিবন্ধিত কোনো দলের নিবন্ধন বাতিল করা সম্ভব নয়। এ জন্য এবার নিবন্ধন দেয়ার আগে থেকেই সতর্ক অবস্থান নিয়েছে ইসি, যাতে কোনো নামসর্বস্ব দল নিবন্ধিত হতে না পারে। ইসির গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা শর্ত অনুযায়ী, নিবন্ধনে ইচ্ছুক রাজনৈতিক দলগুলোকে নিজ দলের প্যাডে দরখাস্ত করতে হবে। একই সঙ্গে দলের গঠনতন্ত্র, নির্বাচনী ইশতেহার (যদি থাকে), দলের বিধিমালা (যদি থাকে), লোগো, দলীয় পতাকার ছবি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি বা সমমানের কমিটির সব সদস্যের পদবিসহ নামের তালিকা, দলের নামে রক্ষিত ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও ব্যাংকের নাম এবং ওই অ্যাকাউন্টের সর্বশেষ স্থিতি, দলের তহবিলের বিবরণ, নিবন্ধনের দরখাস্ত করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির অনুকূলে প্রদত্ত ক্ষমতাপত্র, নিবন্ধন ফি, স্বাধীনতার পর থেকে দরখাস্ত দাখিল করার তারিখ পর্যন্ত সময়ের মধ্যে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের যেকোনো একটিতে দলীয় নির্বাচনী প্রতীক নিয়ে কমপক্ষে একটি আসন লাভের সমর্থনে প্রামাণিক দলিল অথবা সংসদ নির্বাচনের যেকোনো একটিতে দরখাস্তকারী দল কর্তৃক নির্বাচনে অংশগ্রহণ করা নির্বাচনী এলাকায় প্রদত্ত মোট ভোটের শতকরা ৫ ভাগ ভোট লাভের সমর্থন। এ ছাড়া কমিশন বা কর্মকর্তা কর্তৃক ইস্যু করা প্রত্যয়নপত্র অথবা কেন্দ্রীয় কমিটি, একটি সক্রিয় কেন্দ্রীয় দপ্তর, অন্যূন এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর জেলা দপ্তর এবং অন্যূন ১০০টি উপজেলা বা ক্ষেত্রমতে, মেট্রোপলিটন থানায় কার্যকর দপ্তর এবং প্রতি উপজেলায় বা ক্ষেত্রমতে, থানায় অন্যূন ২০০ ভোটার সদস্য হিসেবে দলের তালিকাভুক্ত থাকার সমর্থনে প্রামাণিক দলিল সংযুক্ত করার শর্ত দেয়া হয়। আমার দৃঢ় বিশ্বাস সুষ্ঠ বিবেচনা হলে ‘নতুনধারা বাংলাদেশ(এনডিবি)’র নিবন্ধন অবশ্যই হবে এবং বাংলাদেশের মানুষের রায় নিয়ে ‘নতুনধারা বাংলাদেশ(এনডিবি) একটি স্থান তৈরি করবেই। যেই স্থানে দাঁড়িয়ে অন্তত বলতে পারবে বাংলাদেশের রাজনীতিকে সুন্দর-স্বচ্ছ করার কথা। বলতে পারবে জনগনের ভোট ও ভাতের অধিকারের কথা। অতএব, বাংলাদেশকে বাঁচাতে তৈরি হোন নতুন প্রজন্ম; ঐক্যব্ধ হোন ‘নতুনধারা বাংলাদেশ(এনডিবি)’র সাথে। যাতে করে রাজনীতি হয় আপামর জনসাধারনের জন্য; নিজের-বাবার-স্বামীর বা সন্তানের জন্য নয়...



মোমিন মেহেদী, কলামিস্ট ও আহবায়ক, নতুনধারা বাংলাদেশ।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১০

রবি_জল বলেছেন: ছবিটা কি আপনার? বেশ সুন্দর। আশা করি ‘নতুনধারা বাংলাদেশ(এনডিবি)’ ও আপনার মতনই হবে। ;)

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৬

বড় ভাই বলেছেন: আওয়ামী লীগ-বিএনপি-জামায়াতকে প্রত্যাখানের রাস্তায় হাঁটতে হাঁটতে এগিয়ে আসবে বাংলাদেশের উজ্জল আগামি। আমিও হাটব সেই পথেই। যারা দেশকে ভালবাসে। ধন্যবাদ লেখক কে।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৯

মোমিন মেহেদী বলেছেন: ভাই রবি, আপনার প্রত্যাশা পূরণ হোক সততা-দক্ষতা ও যোগ্যতার রাস্তায়...

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪০

মোমিন মেহেদী বলেছেন: বড় ভাই, ভালো লাগলো অাপনার উৎসাহে...

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৩

মো কবির বলেছেন: আমরা আছি ভাই, আপনাদের পাঁশে।

তবে আপনাদের দলের ইশতেহার বা মূলনীতি গুলো জনসম্মুখে উন্মুক্ত করে দিলে সে গুলো দেখে আপনাদের প্রতি মানুষের আকর্ষণ আসত।

এগিয়ে যান।
আমরা আপনাদের মতো এমন কিছু করার আশা নিয়ে ফেইসবুকে একটি গ্রুপ খুলেছি,
ইচ্ছে করলে দেখতে পারেন

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৮

মোমিন মেহেদী বলেছেন: কবির ভাই, ধন্যবাদ৤ মাত্রতো দেড়মাস হলো আত্মপ্রকাশের৤ তৈরি হলে অবশ্যই জানতে পারবেন সবকিছু৤ আর একটি ওয়েবসাইটের কাজ চলছে৤ হয়ে গেলে লিঙ্ক দেব৤ সঙ্গে থাকুন-আঁকুন নতুন ছবি...

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৬

সাহিিতযক েপ্রািটন বলেছেন: চুন খেয়ে মুখ পুড়েছে, এখন দই দেখলে ভয় লাগে। ভাই, আপনি নির্বাচন করবেন? যদি এমন হত দেশের সুন্দর সুন্দর মাথা গুলো রাজনীতিতে আসতো, তাহলে মানুষ গুলো আবার স্বপ্ন দেখত। কিন্তু ভাই, যত যাই করেন বিকল্প ধারার তিনটা ভবিষ্যৎ হতে পারে-
১। আপনাকে তৃতীয় শক্তি হিসেবে চিহ্নিত করে, আপনার বিরুদ্ধে মাইনাস টু ফরমুলা ব্যাবহার করে আপনার যাত্রা কে এখানেই শেষ করে দেয়া হবে। [৯.৯৯%]
২। আপনি বিপুল ভোটের বেবধানে হেরে যাবেন। (১৪ কোটি মানুষের মনে এখনও মুজিব/জিয়া খেলা করে, এটা দূর করতে আরও কিছু দিন সময় লাগবে, হুট করে হবে না) [৯০%]
৩। মানুষ বড় দুই দল কে পরিত্যাগ করবে এবং নতুন কে ভোট দিবে। [০.০১%]

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৩

মো কবির বলেছেন: @সাহিিতযক েপ্রািটন,


আপনার কথা ঠিক আছে, বাঙালি হুজুগের বসে চলে বেশি আর তাদের পুরোনো অভ্যেস সহজে ছাড়তে পারে না।

তবে চেষ্টা করতে তো দোষ নেই।
অবশ্য আমিও এই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, কারন এই দেশে হুট করে কিছু করা অনেক কঠিন।

তবে, কেউ যদি এখন থেকেই প্রচারনায় নামে এবং তাদের মূলনীতি গুলো জনসম্মুখে তুলে ধরে তবে সবচেয়ে বড় একটা সুযোগ আছে এ বার।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৩

মোমিন মেহেদী বলেছেন: হা হা হা, ভাই প্রোটিন(ছদ্মনাম) যার প্রকাশটাই হয় ছদ্মবেশে; সে এত বড় বড় বুলি আউড়ালে কি চলে? যাক তারপরও আপনার জন্য নিবেদন এই যে, জীবন নিয়ে আমরা সবাই-ই চিন্তিত; তবে বাংলাদেশ-মাটি-মা-মানুষ নিয়ে নয়৤ যে কারনে নিরাপত্তার জন্য ছদ্মনামের আশ্রয় নিচ্ছেন অনেকেই৤ কিন্তু একবার কি ভেবে দেখেছেন আপনি বদলে গেলেই, একজন বদলে গেলো? আর এভাবে বদলে যেতে থাকলে, দিতে থাকলে আপনার থিউরি ( মানুষ বড় দুই দল কে পরিত্যাগ করবে এবং নতুন কে ভোট দিবে। [০.০১%]) মিথ্যে প্রমাণিত হবে৤ অতএব, বাংলাদেশকে নিয়ে ভাবতে ভাবতে তারুণ্যের রঙে রঙিন হয়ে বদলে যাবার প্রকৃত শুরুটা আপনাকে দিয়েই হোক...
বি:দ্র: এই বদলে যাওয়া মানে প্রথম আলোর বদলে যাওয়া নয়; প্রকৃত পরিবর্তন; বোঝা গেছে ভাইয়া? আপনার উত্তরের আশায় থাকবো-

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৪

সাহিিতযক েপ্রািটন বলেছেন: ভাই, বেশি হতাশার কথা বলে ফেললাম। এই বার ভাল কিছু কথা বলি-
১। বিচ্ছিন্ন ভাবে করলে কিছুই হবে না, আপনার মনের কথা, দলের কথা ( আইন কানুন শেষ হলে) ফেসবুক এবং ওয়েবসাইট এ ছেড়ে দেন, আমরা সবাই একসাথে লড়বো।
২। @মো কবির, আপণাডেড় মতো এই ধরনের যারা উদ্যোগ নিয়েছে তাদের সবাইকে একসাথে করার চেষ্টা করেন
৩। দরকার হলে শাহবাগ থেকে একটা ঘোষণা দিয়ে নতুন তরুনের দলের জন্য কার্যকরী পদক্ষেপ নেয়া যেতে পারে।
এবং আরও অনেক কিছুই করা যেতে পারে।

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩১

মোমিন মেহেদী বলেছেন: না, ভাই, শাহবাগে গড়ে তোলা হয়েছে বাম আর ছাত্র লীগ-এর বলয়৤ সেখানে নতুনধারা বাংলাদেশ(এনডিবি) নিয়ে কোন কথা শুরু থেকে এখনো বলিনি৤ আগামতেও নয়৤ আমি ওখানে একজন ব্লগার হিসেবে ছিলাম, আছি থাকবো৤ যাই হোক প্রোটিন+কবির ভাই যোগাযোগ রাখলে খুশি হবো নিরন্তর৤ আমার একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে প্রেসক্লাবের সামনে৤ আসলে খুশি হবো৤ আসার আগে প্লিজ একটু জানাবেন৤ কিভাবে যোগাযোগ হবে? ফেসবুকে লায়ন মোমিন মেহেদী নামে একটি একাউন্ট রয়েছে রিকোয়েস্ট পাঠালে এড করে নেবো৤ তবে প্রোটিন ভাই, আপনার বেলা সমস্যা হতে পারে-ইনবক্সে লিখে দেবেন যে, প্রোটিন... হা হা হা দারুণ- প্রোটিন...

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩১

সাহিিতযক েপ্রািটন বলেছেন: ভাই, ছদ্মনাম টা প্রথম যখন আই, ডি খুলি তখন দিয়েছিলাম ( তখন এত কিছু বুঝতাম না, তার পর আর পরিবর্তন করতে পারি নাই), তবে একটা জিনিস হয় তো স্বীকার করবেন, বাংলাদেশ যে এখনও টিকে আছে তা সেই সব কিছু মানুষের জন্য যারা নিজেকে জাহির করতে চায় না- ওরা আসলে ছদ্মবেশী।

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪০

মোমিন মেহেদী বলেছেন: অস্বীকার কোন সুযোগ নেই, সুযোগ নেই না বলার যে, দেশের বারোটা বাজার পেছনেও রয়েছে সেই সব কিছু মানুষের জন্য যারা নিজেকে জাহির করতে চায় না- ওরা আসলে ছদ্মবেশী। অতএব, বেরিয়ে আসতে হবে সরলতার রাস্তায় আগামী গড়তে...

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪১

মো কবির বলেছেন: @সাহিিতযক েপ্রািটন,আপনার মন্তব্য দেখে এটা স্পষ্ট আপনি জ্ঞানী মানুষ, কিন্তু একটু থুবড়ে থাকেন। :)

যাইহোক, আসলে আমি এখনও ঠিক নিজের পায়ে দাড়াতে পারিনি, তাই আমার লক্ষ্যটাও অনেক বড় তাই আমি একটু সময় নিয়ে করতে চাই, কারন হুট করে এই দেশে কিছু করার খুব কঠিন,কারন এই দেশের মানুষের রক্তে মিশে গেছে আওয়ামীলীগ, বিএনপি, কমিউনিস্ট,জামায়াত এই সব, অবশ্য তারমধ্যে নতুন কেউ কাজ শুরু করলে আমি তাকে সাহায্য করতে প্রস্তুত আছি।

আর ভাই শাহবাগ ইস্যু টা প্রথমে আমার পছন্দ হয়েছিল, মনে করেছিলাম, এর মাধ্যমে নতুন কিছু করার সম্ভব, যত দিন যাচ্ছে ততই এর ভিতরের ছবিটা সকলের নিকট স্পষ্ট হচ্ছে।ইচ্ছে করলে আমার একটা পোস্ট আছে সামুতে দেখতে পারেন ।
Click This Link

আর আমি আগে একটু ভিন্নভাবে শুরু করতে চাচ্ছি, ইচ্ছে করলে দেখতে পারেন, কোন পরামর্শ থাকলে দিতে পারেন।

এই হল গ্রুপ লিংক

১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৬

সাহিিতযক েপ্রািটন বলেছেন: @ মেহেদি ভাই, ধন্যবাদ, আমি আপনার সাথে অবশ্যই যোগাযোগ রাখব, যারা দেশকে নিয়ে স্বপ্ন দেখে আর স্বপ্ন দেখায় আমি তাদের দলেই একজন, কাজেই আমি আপনার দলের একজন।
@ মো কবির ভাই, আপনার উদ্যোগ সত্যিই ভাল, তবে আমি বলব দেশ কে গড়তে হলে আগে নিজেকে গড়তে হবে, নিজে ভাল ভাবে পড়াশুনা করেন; আর তার পর যদি পরবর্তীতে এই জাতি কে শিক্ষিত করে তুলতে পারেন তাহলে আপনার আমার আমাদের মত স্বপ্ন এই দেশের ১৪ কোটি মানুষ দেখবে, নিজের ভাল তারা নিজেরাই বুঝতে পারবে।

১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৫

জাহাঙ্গীর জান বলেছেন: আপনার সােথ সহ মত না হেয় বলেত চাই ।আপিন নতুন দল িনেয় সুসংগিঠত হওয়া আেগই আওয়ামী িব এন. িপর ঁসরকার আপনার cross fire কের েযফলেব। এর েচেয় এর েচেয় এরশাদেক িনেয় ভাবা যায় না ?

১৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

খাটাস বলেছেন: আপনি নিজেই মোমিন মেহেদি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.