নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোমিন মেহেদী রাজনীতিক-কলামিস্ট-ব্লগার ও শিল্প উদ্যোক্তা হিসেবে বাংলাদেশের তরুণ সমাজের কাছে জনপ্রিয় হয়ে উঠছেন ক্রমশ সত্যকে সত্য আর মিথ্যেকে মিথ্যে বলার বলিষ্ঠতা আছে তার। আর একারনেই পদে পদে প্রতিবন্ধকতা তৈরী করে কেউ কেউ। দেশের প্রধান কবি শামসুর রাহমানের স্নেহধন্য মোমিন মেহেদী বঙ্গবন্ধু লেখক পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার আন্দোলন জোটের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত। পাশাপাশি একটি বৃহৎ ছাত্র সংগঠনের শীর্ষস্থানিয় নেতা হিসেবে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনি নতুনধারা বাংলাদেশ-এনডিবি’র চেয়ারম্যান-এর দায়িত্ব পালন করার সাথেসাথে প্রচারিতব্য একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের নির্বাহী পরিচালক হিসেবেও কাজ করছেন। তিনি দৈনিক যুগান্তর, সমাচার, খবরপত্রসহ বিভিন্ন কাগজে কাজ করে অভিজ্ঞতার ভান্ডারকে সমৃদ্ধ করার চেষ্টা করেছেন। ১৯৮৫ সালের ২৮ আগস্ট ময়মনসিংহে জন্মগ্রহনকারি মোমিন মেহেদীর পৈত্রিকনিবাস বরিশালের মেহেন্দীগঞ্জে। তার প্রথম লেখা প্রকাশিত হয় ১৯৯৫ সালে দৈনিক ইত্তেফাকে। বর্তমানে তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৪৪। এরমধ্যে ডিভোর্স (২০০৫), শকুনেরা উড়ছে (২০০৬), জীবনজুড়ে যুদ্ধ (২০০৭), কাকতাড়–য়ার দেশে (২০০৭), ভুল করেছি ভালোর আশায় (২০০৯), এই চাকাটা ভালোবাসার (২০০৯), ছন্দ ছড়ায় বঙ্গবন্ধু (২০০৯), সাহসের জোস্নায় শান্তজ সুখ (২০১০), যে শহরে তুমি নেই (২০১০), আমাদের পিতা তিনি আমাদের মিতাও, দেয়ালে টাঙানো রোদ(২০১১), +ভূত –ভয়, সময়কথন, বৃত্ত ত্রিভুজ এবং ভালোবাসা, বঙ্গবন্ধু ও বাংলাদেশে নারী, কাগজের ভূত(২০১২) উলে¬খযোগ্য। তিনি ভালোবাসেন তার জীবনসাথী শান্তা ফারজানাকে আর শান্তজ গল্পকে। অনন্ত সাহসের পথে নির্ভিক পথিক মোমিন মেহেদীর মূল লক্ষ্য সাংবাদিকতা, লেখালেখি, গান, গল্প, নাটকের সাথেসাথে রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে স্বাধীনতার সুখকে প্রতিষ্ঠিত করা। তিনি সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্মাননা (২০০১), মেহেন্দীগঞ্জ ফাউন্ডেশন স্বর্ণপদক (২০০২), অর্নিবান সম্মাননা (২০০৩), বাংলাভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র সম্মাননা পুরস্কার (২০০৪), বাঁধনহারা সম্মাননা (২০০৬), কবি মাইকেল মধুসূদন দত্ত সম্মাননা (২০০৭), বঙ্গবন্ধু সম্মাননা (২০০৮), চন্দ্রিমা সাহিত্য সম্মাননা (২০০৯), আনন্দ আড্ডা সাহিত্য পুরস্কার, ভারত (২০০৯), কবি গুরু সম্মাননা (২০১০), নক্ষত্র সাহিত্য পদক (২০১০) পুন্ড্রবর্ধন সম্মাননা ও কবি আলাওল সম্মাননা(২০১১), শেরে বাংলা সম্মাননা এবং বঙ্গবীর ওসমানী স্বর্ণ পুরস্কার পেয়েছেন। দেশের প্রথম সাহিত্য-সাংস্কৃতিক ও রাজনৈতিক অনলাইন পত্রিকা banglareport24.com- এর প্রধান সম্পাদক মোমিন মেহেদী’র আশার আলোর বাস্তবায়ন নিয়ে আমাদের প্রত্যয়দীপ্ত পথ এগিয়ে যাবে আগামীর দিকে... নানাদিকের নানাকথা আর কাজের কথা ভেবে মহান বিজয়ের মাস ডিসেম্বর ২০১২ সালের ৩০ তারিখে মোমিন মেহেদীর নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে ১৮ থেকে ৫০ বছর বয়সী সাহসী জনতার রাজনৈতিক দল নতুনধারা বাংলাদেশ(এনডিবি) আত্ম প্রকাশের পর এযাবৎ বিভিন্ন জেলা ও উপজেলা কমিটি গঠন নিয়ে ব্যাপক ব্যস্ততার পরও লিখে চলেছেন অবিরাম-করছেন নিরন্তর সংগ্রাম... আহমেদ কায়সার
মোমিন মেহেদী
、.`ـ☁、ヽ` 、、.`ـ☁、ヽ` 、、ヽ `、☁ヽ`、、ヽ `、☁ヽ`、`、 ヽヽ、、.`ـ☁、ヽ` 、`、 ヽヽ、、.`ـ
বৃষ্টি আসলে কখনো খুঁজিনি ছাতা অথবা ছাদ 、ヽ、 、 ヽ``、ヽ、、ヽ、ヽ`ヽ、、ヽ `ヽ`、``、ヽ`、、ヽヽヽ、``বৃষ্টি আসলে কখনো ছাড়িনি ভুলেও তোমার হাত、``、、ヽ``、、ヽ` ヽ、、、ヽ `、ヽ、ヽ`ヽ、、ヽ `ヽ`、ヽ`、、ヽ``、ヽ ` `、、 ヽヽ、、、 、ヽ`ヽ`、.``、
বৃষ্টি আসলে ভালোবাসলে মেলেছি বুকের ভাজヽ` 、ヽ`、、ヽヽ`、``、、ヽ ` `、 ヽ`、``、`ヽ`、ヽヽヽ、 ヽ`ヽ``、ヽ`、ヽ ``、ヽ `、☁ヽ`、ヽ、ヽ`☁ ヽ、、ヽ`ヽ、ヽヽ ``、ヽ、、ヽ、` `、ヽ、、ヽ `、.`ـ、ヽ` 、、ヽ``、、ヽ`ヽ、、ヽ、ヽ、``বৃষ্টি আসলো দৃষ্টি ভাসলো চোখের জলে আজ ヽヽ`、ヽ ``、ヽ `、ヽ`、ヽ、ヽ`☁ ヽ、、ヽ`ヽ``、ヽ、、ヽ、` `、ヽ、、ヽ `、.`ـ☁、ヽ` 、、ヽ、``ヽヽ``、、ヽ`ヽ、বৃষ্টি আমার বৃষ্টিতোমার ভালোবাসার গান 、ヽ、`ヽヽ`ヽ ヽ、``ヽ`、``、ヽ`、、 ``、ヽ、`ヽヽ`` `、ヽ、、ヽ、``、ヽ、、ヽ、 ヽ、、ヽ` `、ヽ、、ヽ、``、 ヽヽ、、.`ـ☁、ヽ` 、
বৃষ্টি মানে সবাই জানে নতুন দিনের তান `ヽ、、ヽ、`` ヽ、``、ヽ、、ヽ、 ヽ`、ヽ` `、ヽ、、ヽ、``、 ヽ、、ヽ、ヽ、、ヽ``、ヽ、、 ヽ、` `、ヽ、、ヽ、ヽবৃষ্টি আসো দৃষ্টি ভাসো কারন আমি একা `、ヽ、 ヽ、 、``、ヽ、、ヽ、ヽ、 、 ヽ``、ヽ、、ヽ、ヽ`ヽ、、ヽ `ヽ`、``、ヽ`、、ヽヽヽ、`、``、、ヽ``、、ヽ` ヽ、、、ヽ `、ヽ、ヽ`ヽ、、ヽ `ヽ`、ヽ、、ヽ``、ヽ `、বৃষ্টি জানো? খুব প্রয়োজন আজকে হওয়া দেখা 、ヽ、 、 ヽ``、ヽ、、ヽ、ヽ`ヽ、、ヽ `ヽ`、``、ヽ`、、ヽヽヽ、``、``、、ヽ``、、ヽ` ヽ、、、ヽ `、ヽ、ヽ`ヽ、、ヽ `বৃষ্টি তোমায় আজ প্রয়োজন ভিজতে হবে জলেヽ` 、ヽ`、、ヽヽ`、``、、ヽ ` `、 ヽ`、``、`ヽ`、ヽヽヽ、 ヽ`ヽ``、ヽ`、ヽ ``、ヽ `、☁ヽ`、ヽ、ヽ`☁ ヽ、、ヽ`ヽ、ヽヽ 、.`ـ☁、ヽ` 、``、ヽ、、ヽ、` `、ヽ、、ヽ বৃষ্টি আমায় আজকে তুমি দাও না ঠিকানা বলে ヽヽ`、ヽ ``、ヽ `、ヽ`、ヽ、ヽ`☁ ヽ、、ヽ`ヽ``、ヽ、、ヽ、` `、ヽ、、ヽ `、.`ـ☁ বৃষ্টি দৃষ্টি বৃষ্টি সৃষ্টি 、ヽ、`ヽヽ`ヽ ヽ、``ヽ`、বৃষ্টি কৃষ্টি বৃষ্টি মিষ্টি``、ヽ`、、 বৃষ্টি আসুক কখনো কখনো তখনো রবো এমন ヽ``ヽ、、ヽ `、.`ـ☁、ヽ` 、、ヽ、、ヽ `、.`ـ☁、ヽ` 、 `বৃষ্টি এলে দৃষ্টি মেলে চেয়ে থেকেছি 、.`ـ☁、ヽ` 、যেমন、ヽ、、ヽ...`、ヽ ``、ヽ `、ヽ`、ヽ、ヽ`☁ ヽ、、ヽ`ヽ``、`、ヽ ``、ヽ `、ヽ`、ヽ、ヽ`☁ ヽ、、ヽ`ヽ``、`、ヽ ``、ヽ `、ヽ`、ヽ、ヽ`☁ ヽ、、ヽ`ヽ``、`、ヽ ``、ヽ `、ヽ`、ヽ、ヽ`☁ ヽ、、ヽ`ヽ``、বৃষ্টি আমার মায়ের আদর বৃষ্টি ভালোবাসা`、ヽ ``、ヽ `、ヽ`、ヽ、ヽ`☁ ヽ、、ヽ`ヽ``、`、ヽ ``、ヽ `、ヽবৃষ্টি মানেই স্নিগ্ধ পরশ সত্যি আলো আশা`、ヽ ``、ヽ `、ヽ`、ヽ、ヽ`☁ ヽ、、ヽ`ヽ``、`、ヽ ``、ヽ `、ヽ`、ヽ、ヽ`☁ ヽ、、ヽ`ヽ``、`、ヽ ``、ヽ `、ヽ`、ヽ、ヽ`☁ ヽ、、ヽ`ヽ``、、.`ـ☁、ヽ` 、、.`ـ☁、ヽ` 、、.`ـ☁、ヽ` 、、.`ـ☁、ヽ` 、、.`ـ☁、ヽ
২| ১৬ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৯
সেজুতি_শিপু বলেছেন: অপূর্ব ! অভিনব !!
দারুন বৃষ্টি-- ভিজিয়ে দিল ভাললাগা ধারায়....
আসো দৃষ্টি ভাসো কারন আমি একা `、ヽ、 ヽ、 、``、ヽ、、ヽ、ヽ、 、 ヽ``、ヽ、、ヽ、ヽ`ヽ、、ヽ `ヽ`、``、ヽ`、、ヽヽヽ、`、``、、ヽ``、、ヽ` ヽ、、、ヽ `、ヽ、ヽ`ヽ、、ヽ `ヽ`、ヽ、、ヽ``、ヽ `、বৃষ্টি জানো? খুব প্রয়োজন আজকে হওয়া দেখা 、ヽ、 、 ヽ``、ヽ、、ヽ、ヽ`ヽ、、ヽ `ヽ`、``、ヽ
সত্যি-ই দারুন ।
৩| ১৬ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫০
তোমোদাচি বলেছেন: দারুন!
৪| ১৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১০
মোমিন মেহেদী বলেছেন:
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৪
খাটাস বলেছেন: সেইরাম কবতে, ফতু ডা ও সেইরাম।
©somewhere in net ltd.
১| ১৬ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৮
খেয়া ঘাট বলেছেন: বৃষ্টিতে তো আপনি নিজেই ভিজে যাচ্ছেন। ছাতা কই।