নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোমিন মেহেদী

মোমিন মেহেদী

মোমিন মেহেদী৤ রাজনীতিক-কলামিস্ট-ব্লগার ও শিল্প উদ্যোক্তা হিসেবে বাংলাদেশের তরুণ সমাজের কাছে জনপ্রিয় হয়ে উঠছেন ক্রমশ৤ সত্যকে সত্য আর মিথ্যেকে মিথ্যে বলার বলিষ্ঠতা আছে তার। আর একারনেই পদে পদে প্রতিবন্ধকতা তৈরী করে কেউ কেউ। দেশের প্রধান কবি শামসুর রাহমানের স্নেহধন্য মোমিন মেহেদী বঙ্গবন্ধু লেখক পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার আন্দোলন জোটের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত। পাশাপাশি একটি বৃহৎ ছাত্র সংগঠনের শীর্ষস্থানিয় নেতা হিসেবে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনি নতুনধারা বাংলাদেশ-এনডিবি’র চেয়ারম্যান-এর দায়িত্ব পালন করার সাথেসাথে প্রচারিতব্য একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের নির্বাহী পরিচালক হিসেবেও কাজ করছেন। তিনি দৈনিক যুগান্তর, সমাচার, খবরপত্রসহ বিভিন্ন কাগজে কাজ করে অভিজ্ঞতার ভান্ডারকে সমৃদ্ধ করার চেষ্টা করেছেন। ১৯৮৫ সালের ২৮ আগস্ট ময়মনসিংহে জন্মগ্রহনকারি মোমিন মেহেদীর পৈত্রিকনিবাস বরিশালের মেহেন্দীগঞ্জে। তার প্রথম লেখা প্রকাশিত হয় ১৯৯৫ সালে দৈনিক ইত্তেফাকে। বর্তমানে তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৪৪। এরমধ্যে ডিভোর্স (২০০৫), শকুনেরা উড়ছে (২০০৬), জীবনজুড়ে যুদ্ধ (২০০৭), কাকতাড়–য়ার দেশে (২০০৭), ভুল করেছি ভালোর আশায় (২০০৯), এই চাকাটা ভালোবাসার (২০০৯), ছন্দ ছড়ায় বঙ্গবন্ধু (২০০৯), সাহসের জোস্নায় শান্তজ সুখ (২০১০), যে শহরে তুমি নেই (২০১০), আমাদের পিতা তিনি আমাদের মিতাও, দেয়ালে টাঙানো রোদ(২০১১), +ভূত –ভয়, সময়কথন, বৃত্ত ত্রিভুজ এবং ভালোবাসা, বঙ্গবন্ধু ও বাংলাদেশে নারী, কাগজের ভূত(২০১২) উলে¬খযোগ্য। তিনি ভালোবাসেন তার জীবনসাথী শান্তা ফারজানাকে আর শান্তজ গল্পকে। অনন্ত সাহসের পথে নির্ভিক পথিক মোমিন মেহেদীর মূল লক্ষ্য সাংবাদিকতা, লেখালেখি, গান, গল্প, নাটকের সাথেসাথে রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে স্বাধীনতার সুখকে প্রতিষ্ঠিত করা। তিনি সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্মাননা (২০০১), মেহেন্দীগঞ্জ ফাউন্ডেশন স্বর্ণপদক (২০০২), অর্নিবান সম্মাননা (২০০৩), বাংলাভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র সম্মাননা পুরস্কার (২০০৪), বাঁধনহারা সম্মাননা (২০০৬), কবি মাইকেল মধুসূদন দত্ত সম্মাননা (২০০৭), বঙ্গবন্ধু সম্মাননা (২০০৮), চন্দ্রিমা সাহিত্য সম্মাননা (২০০৯), আনন্দ আড্ডা সাহিত্য পুরস্কার, ভারত (২০০৯), কবি গুরু সম্মাননা (২০১০), নক্ষত্র সাহিত্য পদক (২০১০) পুন্ড্রবর্ধন সম্মাননা ও কবি আলাওল সম্মাননা(২০১১), শেরে বাংলা সম্মাননা এবং বঙ্গবীর ওসমানী স্বর্ণ পুরস্কার পেয়েছেন। দেশের প্রথম সাহিত্য-সাংস্কৃতিক ও রাজনৈতিক অনলাইন পত্রিকা banglareport24.com- এর প্রধান সম্পাদক মোমিন মেহেদী’র আশার আলোর বাস্তবায়ন নিয়ে আমাদের প্রত্যয়দীপ্ত পথ এগিয়ে যাবে আগামীর দিকে... নানাদিকের নানাকথা আর কাজের কথা ভেবে মহান বিজয়ের মাস ডিসেম্বর ২০১২ সালের ৩০ তারিখে মোমিন মেহেদীর নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে ১৮ থেকে ৫০ বছর বয়সী সাহসী জনতার রাজনৈতিক দল নতুনধারা বাংলাদেশ(এনডিবি)৤ আত্ম প্রকাশের পর এযাবৎ বিভিন্ন জেলা ও উপজেলা কমিটি গঠন নিয়ে ব্যাপক ব্যস্ততার পরও লিখে চলেছেন অবিরাম-করছেন নিরন্তর সংগ্রাম... আহমেদ কায়সার

মোমিন মেহেদী › বিস্তারিত পোস্টঃ

সহিংসতার রাজনীতি বন্ধে সেনা শাসন নতুন প্রজন্মের রাজনৈতিক প্রত্যয়...

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৪১

মোমিন মেহেদী

বাংলাদেশের রাজনীতিতে তৈরি হয়ে আওয়ামী লীগ মাঠে ছিলো সবসময়। কেননা, আওয়ামী লীগ কোন ভয়-ডর মানে না। যে কারনে ইতিহাস সময়ের সাথে সাথে ছিল এই দলটির- পক্ষে। যদিও এই দলটি মানুষের জন্য, দেশের জন্য আহামরি কোন উন্নয়ন বা মঙ্গল বয়ে আনেনি বলে বিভিন্ন মহলে বিভিন্ন সময় একাধিক সমালোচনার ঝড় উঠেছে। সেই ঝড়কে কোন তোয়াক্কাই করেনি স্বাধীনতার স্বপক্ষের এই রাজনৈতিক দলটি। বরং তারা আরো হিংস্র হয়ে উঠেছে সময়ের সাথে সাথে। শুধু এখানেই শেষ নয়; সর্বস্তরের মানুষের



অংশগ্রহণে স্বাধীনতা যুদ্ধের যে বিজয় বাঙালি অর্জন করেছে; তাকেও নিজেদের রাজনৈতিক কাজে ব্যবহারের জন্য নিজেদের দলীয় অবয়ব দেয়ার চেষ্টা করেছে স্বাধীনতা শব্দটির উপর। সে যাই হোক, এখন নতুন করে তারা ক্ষমতার রাজনীতিতে বনে গেছে শ্বাপদ। যে কারনে দেশের চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে সরকারি ও বিরোধী দলের সংলাপ জরুরি হলেও শর্তের ঘেরাটাপে আটকে আছে সে প্রক্রিয়া। ক্ষমতাসীনরা চান নিঃশর্ত সংলাপ। অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপি বলছে আলোচ্যসূচিতে নির্দলীয় সরকারের প্রসঙ্গ থাকলেই সংলাপে বসবে তারা। অন্যদিকে সঙ্কট উত্তরণে দেশের বিশিষ্টজনরা সংলাপকেই প্রধান উপায় হিসেবে বিবেচনা করছেন।



তবে বাংলাদেশের চলমান এই রাজনৈতিক সঙ্কট নিরসনে সংলাপের বিকল্প নেই। বাইরের কেউ চাপ দিয়ে কাউকে সংলাপে বসাতে পারবে না। রাজনৈতিক দলগুলোকেই নিজেদের মধ্যে আলোচনা করে সংলাপের আয়োজন করতে হবে। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে জাতিসংঘসহ অনেক বন্ধুরাষ্ট্র ও সংস্থা থেকে সমঝোতা ও সংলাপের কথা বলা হচ্ছে। নাগরিক, সামাজিক, অর্থনৈতিক সেক্টর থেকে শান্তির আবেদন জানানো হচ্ছে। দুই রাজনৈতিক জোটের নেতারাও মনে করছেন রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সংলাপ জরুরি। গত ৭ মার্চ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও সংলাপের বিকল্প নেই বলে মন্তব্য করেন। কিন্তু সংলাপ প্রক্রিয়া এগিয়ে নিতে এগিয়ে আসছেন না কেউই। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সংলাপ প্রক্রিয়া আটকে আছে শর্তারোপ নিয়ে। অথচ দেশে সংঘাত-সংঘর্ষ ছড়িয়ে পড়ছে। এতে নাগরিক জীবন, সামাজিক শান্তি, অর্থনৈতিক ধারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের মনে বাসা বাঁধছে ভয়, উদ্বেগ-উৎকণ্ঠা। এই ভীতিকর অনিশ্চয়তা থেকে মুক্তি চায় মানুষ। পরিস্থিতি চলে যাচ্ছে আয়ত্তের বাইরে। শোনা যাচ্ছে উস্কানি আর অস্ত্রের ঝনঝনানি। শোনা যাচ্ছে সংঘাতের পদধ্বনি। ক্রমেই ঘনীভূত হচ্ছে সঙ্কট। এ অবস্থায় গণতন্ত্র রক্ষায় ও সহিংসতা বন্ধে প্রধান দুই দলের ঐক্য জরুরি মন্তব্য করে প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক বলেন, দেশে বর্তমানে যে অবস্থা বিরাজ করছে তা থেকে উত্তরণের প্রধান উপায় দেশের প্রধান দু’দলের মধ্যে ইতিবাচক সংলাপ হওয়া। সেটা হলেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। অন্যদিকে বিরোধীদল তত্ত্বাবধায়ক সরকারের দাবি করলেও এখনো তার রূপরেখা বলেনি। আবার সরকারি দলও অন্তর্র্বতী সরকার সম্পর্কে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি। সংলাপে বসলে নির্বাচনসহ অনেক বিষয়েই ঐকমত্যে আসা সম্ভব। সামনে যে ক’মাস রয়েছে এই সময়ের মধ্যেই ফলপ্রসূ আলোচনা করে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেন, রাজনৈতিক জট খোলার আপাতত কোনো সম্ভাবনা দেখছেন না। এভাবে চলতে থাকলে অতীতে যেমন সংঘর্ষ দেখেছেন, ভবিষ্যতেও সংঘর্ষের মধ্যেই থাকতে হবে। তবে চলমান সঙ্কট নিরসনে সংলাপের ওপর জোর দিয়ে তিনি বলেন, বাইরের কেউ বলে বলে সংলাপে বসাতে পারবে না। রাজনৈতিক দলগুলোকেই নিজেদের মধ্যে আলোচনা করে সংলাপের আয়োজন করতে হবে। আশা করেন তাদের



শুভবুদ্ধির উদয় হবে। আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ পর্যায়ের অধিকাংশ নেতাও মনে করেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিদ্যমান অচলাবস্থা নিরসনে সংলাপের বিকল্প নেই। দু’দলের মধ্যম ও শীর্ষ পর্যায়ের নেতারা সংলাপের দিকেই তাকিয়ে আছেন। কিন্তু দল দুটির শীর্ষ নেত্রীর কাছ থেকে বক্তব্য না আশা পর্যন্ত দেশবাসীকে হতাশায় থাকতে হবে। গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব দল থেকে প্রতিনিধি নিয়ে ছোট মন্ত্রিসভার প্রস্তাব দিলেও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া তা প্রত্যাখ্যান করেছেন। তারপরও নির্বাচনকালীন সরকারব্যবস্থা কেমন হবে তা নিয়ে প্রধান বিরোধী দলসহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে কোনো শর্ত মেনে আলোচনায় তারা বসতে নারাজ। ক্ষমতাসীন দলের নেতারা মনে করেন আলোচনার টেবিল থেকেই সমাধান আসবে। এখন পর্যন্ত এ বিষয়ে আলোচনা না হওয়ার পেছনে বিরোধী দলের অনিচ্ছা ও অস্পষ্ট অবস্থানকেই দায়ী করছেন সরকারি দলের নেতারা। এ ব্যাপারে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম যায়যায়দিনকে বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সরকার বাতিল করেনি। উচ্চ আদালত বাতিল করেছে। তাই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে আলোচনা করার সুযোগ নেই। আগামী নির্বাচন হবে অন্তর্র্বতী সরকারের অধীনে। এ সরকারের কাঠামো নিয়ে আলোচনা হতে পারে। এজন্য বিএনপিকে আলোচনার প্রস্তাব নিয়ে আসতে হবে। তারা আলোচনা চায় কিনা তাও বলতে হবে। তারা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারব্যবস্থা চায় নাকি জামায়াতকে বাঁচাতে চায় এটাও স্পষ্ট করেনি। তবে বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক কালো অধ্যায়ের রাস্তা ধরে রথিমহারথি রাজনীতিকগণও হাঁটতে অনিচ্ছা প্রকাশ করেছেন। এর কারন হিসেবে বলা যায়, জামায়াতের নোংরা রাজনীতি-ই দায়ি। তারা ভাড়া করা কিলার-পিকেটার আর আবাল-বৃদ্ধ-বণিতাদেরকেও ধর্মিও সেন্টিমেন্টালের মাধ্যমে সহিংসতার রাজনীতিতে তৈরি করেছে এক একজন হায়েনার মত করে। সেই হায়েনারা নিজেদেরকেই উপস্থিত করেছিলো মৃত্যুর মুখোমুখি। আর সেই দোষ চাপানোর চেষ্টা চলেছিলো সরকারের উপর। এই হলো মূল কথা যে, যে কোন মূল্যে আওয়ামী লীগ চায় ক্ষমতায় থাকতে, বিএনপি চায় ক্ষমতায় আসতে আর জামায়াত চায় ক্ষমতায় আসতে এবং যুদ্ধাপরাধীদেরকেও বাঁচাতে। এক্ষেত্রে একটু খেয়াল করলে দেখা যাবে যে, জামায়াতের চাওয়াটা সবার চেয়ে বেশি এবং রিস্কি। তারপরও তারা মাঠে আছে। এই পরিস্থিতিতে যদিও নির্বাচন হবে হবে বলে ইসি মুখে ফেনা তুলে ফেলছে; কিন্তু বাস্বতা বড়ই নির্মম। বিশেষ করে রাজনৈতিক অঙ্গণটা বড়ই অস্থিতিশীল। এখন নতুন প্রজন্মের রাজনীতিক হিসেবে আমার কাছে কেবলই মনে হচ্ছে যে, নির্বাচন নাও হতে পারে। আমার জানা মতে, শকুনি নজর রাখছে সেনাবাহিনী। তারা কেবলই পর্যবেক্ষণ করছে।



একটু খেয়াল করলে দেখা যাবে যে, বাংলাদেশে যখন অনেক হিন্দু গ্রামে জামায়াত-শিবির আক্রমণ করছে, পুড়িয়ে দিচ্ছে তখন অর্থনৈতিকভাবে সচ্ছল রাখাইন বৌদ্ধরা ওই রকম কোন হুমকিতে নেই। স্বাধীনতা যুদ্ধে যুদ্ধাপরাধের জন্য জামায়াতের নেতাদের বিচার হচ্ছে। এতে হিন্দুরা সাক্ষ্য দেয়ায় তাদের ওপর হামলা চালাচ্ছে। বাংলাদেশে যে কোন বিপ্লবী পরিবর্তনের সফলতা ও তার স্থায়িত্ব নির্ভর করে কিভাবে ধর্মীয় সংখ্যালঘু সমপ্রদায় তাতে অংশ নিচ্ছে ও জড়িত হচ্ছে তার ওপর। কেননা, সংখ্যালঘুদের রাজনৈতিক রায়-ই বলে দেয় আমাদেরকে কখন কি করতে হবে। স্বাধীনতা যুদ্ধ-ই যার উৎকৃষ্ট প্রমাণ। সংখ্যালঘুরা এখন এই সরকারের সময় ভালো নেই। আওয়ামী লীগের মত একটি তথাকথিত অসাম্প্রদায়িক রাজনৈতিক দল কেবলমাত্র সংখ্যালঘুদের রাজনৈতিক রায় নিয়েছে; বিনিময়ে দিয়েছে কেবল কষ্ট আর বেদনার নীল। এই বর্তমানের রাজনীতিকে কখনোই সহজে মেনে নেবে না বাংলাদেশের রাজনীতিতে অনাগ্রহী আপামর জনসাধারণ। আর তাদের কথা ভেবে হলেও আওয়ামী লীগ-বিএনপিকে সংশোধন হতে হবে। নিষিদ্ধ করতে হবে বাংলাদেশের রাজনীতি থেকে যুদ্ধাপরাদী জামায়াত ইসলাম-ছাত্র শিবিরসহ সকল ধর্ম ব্যবসায়ী রাজনৈতিক দলগুলোকে। যাতে করে আর আমাদের পোহাতে না হয় যুদ্ধাপরাধীদের রাজনৈতিক অরাজকতার ভোগান্তি। যদি তা না হয়; তাহলে বাধ্য হবো বলতে- স্বাগতম সেনা শাসন। কারন, সেনা শাসন আর কিছু করতে পারুক আর না পারুক বন্ধ করতে পারে রাজনীতিতে সহিংসতা…



লেখক: মোমিন মেহেদী, কলামিস্ট ও আহবায়ক, নতুনধারা বাংলাদেশ(এনডিবি)


মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.