![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহাবাগ স্কয়ার এর উত্তরসুরী দেরকে পূর্বসুরীর অভিনন্দন: আমি সেই প্রজন্মের কথা বলছি যারা ৭১ এর ফেব্রুয়ারীতে ঠিক এমনি ভাবে স্বাধীনতা যুদ্ধের সূচনা ঘটিয়ে ছিল, আমিই সেই প্রজন্মের মানুস যারা তোমাদের মত করেই দেশকে ভালবেসেছি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমিই সেই প্রজন্মের সাক্ষী যে পরবর্তিতে ৮৯ এ বার্লিনের প্রাচীর ভেঙ্গে তসনস করে দুই জার্মান এর একীকরণ বিপ্লবে অংশ নিয়েছি। তোমরাও পারবে আবার সেই বাংলায় রাজাকার মুক্ত সমাজ তৈরী করতে। বলিষ্ট কন্ঠে ঘোষণা করে দাও "আমরা বিশ্বের অন্য সভ্য নাগরিকের মত রাজাকার মুক্ত বাংলাদেশে মাথা উঁচু করে বেঁচে থাকতে চাই"
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৫
মোনাজ হক বলেছেন: ধব্ববাদ তোমাকে হে যুবক, তোমরাই হবে নতুন প্রজন্মের ইতিহাস, এক তরুণ রিকশা চালক যখন বলে ‘শাহবাগে এলে রিকশা ভাড়া ফ্রি‘ তখন আমিও বিপ্লবের গন্ধ খুঁজে পাই তাতে, এমনি করেই ৭১ এ রিস্কা চালক রা ও স্বাধীনতা যুধ্হে শরিক হয়ে যায়
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০০
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আপনারা আমাদের অহংকার।
শুভেচ্ছা।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১১
পীরসাহেব বলেছেন: ধন্যবাদ বার্লিনের ভাইবোনেরা।
৪| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২২
পাঠক১৯৭১ বলেছেন: শাহবাগ এর ভুমিকা এখনো পরিস্কার নয়!
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
যোগী বলেছেন: সালাম বীর মুক্তিোদ্ধা আপনাকে
চল চল শাহাবাগে চল...........বাংলাদেশ রাজাকার মুক্ত কর