![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইদানিং বাংলাদেশের টিভি টক্`শো গুলোতে তুমুল আলোচনা চলছে, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক আরাফাতের এক যুক্তি নিয়ে, বিএনপি নেতা আখতারুজ্জামানের সঙ্গে কথোপকথন দিয়ে। দুই মাস আগে অঞ্জন রায়ের একটা টক শোতে আরাফাত বলছিলেন 'যারা জয় বাংলাকে আলিঙ্গন করতে পারেন না আমার কষ্ট হয় তাদের মুক্তিযোদ্ধা বলে মানতে' যথেষ্ঠ বিনয়ের সঙ্গে আরাফাত বলছেন যে আমি কাউকে হার্ট করতে বলছি না, কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, এটা আমার বিশ্বাসের জায়গা থেকে বলছি। এরপর আখতারুজ্জামানের হাউকাউ শুরু, অ্যাজ ইফ আরাফাত মুক্তিযোদ্ধাদের গালি দিছেন। ব্লগার অমি রহমান পিয়াল ও দারুন স্বরব এব্যপারটি নিয়ে।
১৯৭১ সনের মুক্তিযুদ্ধের পটভূমিতে আমারও মতামত হলো : মুক্তি যুদ্ধের একমাত্র ইনসপিরেসন ছিল "জয়বাংলা" স্লোগান এই স্লোগানকে ধারণ করেই আমরা যুদ্ধ করেছি, ঝাঁপিয়ে পরেছি শত্রুদের ঘাঁটিতে, আম্বুশ এর পরে রেইড করেছি জয়বাংলা বলেই. এই স্লোগান বন্দুকের গুলির মতই কাজ করেছে সেসময় আমাদের চেতনায়, ১৯৭৫ এর পরে বাংলাদেশ জিন্দাবাদ কে জাতীয় স্লোগানে পরিনত করার মিথ্যা চেষ্টা চলেছে ২১ টি বছর, আমরা আমাদের ইনসপিরেসন আবার ফিরে পেয়েছি, এই স্লোগান কে লালন করার দায়িত্ব আরাফাতের মত আমাদের সবার।
ফাল্গুনের রক্তিম শুভেচ্ছা রইলো।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:০৬
রাফা বলেছেন: কত অগণিত মুক্তিযোদ্ধা শেষ নিশাঃস ত্যাগ করেছে জয় বাংলা বলতে বলতে।
আমিও দেখেছিলাম অনুস্ঠানটি।আরাফাত যথেস্ট বিনয়ের সাথে বলার পরও আখতারজ্জামানের উগ্রতা দেখে আমি হতবম্ভ।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:০৭
হাসিব০৭ বলেছেন: চারিদিকেই দেখি জয়ের জয়কার দেখা যাচ্ছে।
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৭
গোল্ডেন গ্লাইডার বলেছেন:
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৪
৪০৪ পাওয়া যায়নি বলেছেন: 'জয় বাংলা' কোনো দলের একক বা বাপের সম্পত্তি না। যারা মুক্তিযুদ্ধ করেছেন তার মানে যে তারা সবাই আওয়ামী লীগ করতেন। জয় বাংলা আমাদের মুক্তিযুদ্ধের মৌলিক প্রেরণা।
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২১
মো কবির বলেছেন: জয় বাংলা, জয় কুত্তালিগ আর কুত্তার দল
হাইগা আইছি যা গিয়া খাইয়া লঅ।
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৬
হাসান কালবৈশাখী বলেছেন:
সঠিক কথা বললে জিন্দাবাদি আবালদের গা জালা করবেই।
আরাফাত বা ইমরান কে দেখলে অনেকেরই গা জালা সুরু হয়ে যায়। যদিও এরা কাউকে কখনো গালি দেয় না বা ঢিলও ছুড়ে না, রগও কাটে না।
জয় বাংলা' কি দলিয় স্লোগান, না মুক্তিযুদ্ধের স্লোগান?
এই আবাল মেজর আকতার, সালাম, এরা কোথাকার চ্যাটের মুক্তিযোদ্ধা যে 'জয় বাংলা' উচ্চারণ করলে তার জাত যাবে?
যারা মুক্তিযুদ্ধের মুল স্লোগান "জয় বাংলা" অস্বীকার করে তার কোন পক্ষের মুক্তিযোদ্ধা?
দেশ কে নব্য পাকিস্তান বানানোর স্বপ্নে বিভোর জিন্দাবাদিদের গদাম দিন।
৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৭
মোনাজ হক বলেছেন: কুরুচিপূর্ণ মন্তব্য করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে যারা ব্যঙ্গ করে, তাদের কে আর যাই বলুন বাঙালি বলা যায় না তাদের স্থান আস্তাকুড়ে অথবা পাকিস্থান নামক এক ভূখন্ডে। জয় বাংলা স্লোগানকে যারা আওয়ামী লীগের স্লোগান ভেবে খাটো করে সস্তা কমেন্ট করছেন, প্রকারন্তে তারা নিজেদেরকেই পরীহাশ করছেন। যুক্তি পূর্ণ সমালোচনা আশা করেছিলাম, আলোকিত নতুন প্রজন্মের কাছ থেকে।
৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩১
সাবাব ইকবাল বলেছেন: "বাংলাদেশ জিন্দাবাদ" কে জাতীয় স্লোগানে পরিণত করার মিথ্যা চেষ্টা !!! স্লোগানে "বাংলাদেশ" নামটা থাকলে আপনাদের পশ্চা"তদেশে চুলকানি ওঠে। ওয়াও হোয়াট এ লজিক। ভারত-পাকিস্তানের দালালী বাদ দিয়ে একটু বাংলাদেশের দালালী করেন।
১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৮
েশখ েসিলম বলেছেন: মোনাজ হক, জয় বাংলা নয় জয় হিন্দ বলুন। তা'হলে আনিসুজ্জামনের মত সম্মান পেতে পারেন।
২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪৭
মোনাজ হক বলেছেন: @েশখ েসিলম, আমি ১৯৭১ সনের ২৬ শে মার্চেই জয় বাংলা বলেই যুদ্ধ শুরু করেছি তখন হয়ত আপনি আঁতুর ঘরে ছিলেন। এখনো যখন সেই দিনগুলির কথা বিভিন্ন পত্র পত্রিকায় লিখি জয় বাংলা দিয়েই শুরু করি। আপত্তি আছে কিছু?
১১| ২৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১৪
মুদ্দাকির বলেছেন: জয় বাংলা মানে আওয়ামিলিগের জয়, বাংলাদেশের নয় , কালের বিবর্তনে এটাই সত্য
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:০৩
েশখ েসিলম বলেছেন: জয় বাংলা না বলে জয় হিন্দ বললে আরও বেশী উৎসাহ পাবেন। অতএব এখন হতে জয় বাংলা নয় জয় হিন্দ বলুন।