![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিএনপির এখন দারুন দুর্দিন চলছে হয়ত যে কোনো সময় একটা রাজনৈতিক দল এনজিও তে পরিনত হবে তাই ঝট পট করে ওয়েবসাইট আপডেট করার কাজ চলছে। তাদেরই ওয়েবসাইটে লেখা ছিল, জিয়া ছিল দেশের ৭ম প্রেসিডেন্ট, এখন ধরা খেয়ে ওয়েবসাইটটিই তারা বন্ধ রেখেছে আপডেট করার জন্য।
মিথ্যা দিয়েই যদি ইতিহাস লেখা যেত তাহলে হিটলার অনেক আগেই সেই কাজটি সেরে ফেলতে পারত। বিএনপির ভন্ডামীর ইতিহাসে যোগ হলো আরেকটি প্রমাণ। বিএনপির ইতিহাস মানে ভন্ডামী, মিথ্যাচার, চক্রান্ত আর ষড়যন্ত্রের ইতিহাস। মানুষের কল্যাণের ইতিহাসের যোগ্যতা থাকলে তাদের এই ভন্ডামী করতে হতো না।
ইতিহাস ওয়েবসাইট নয় যে যখন যেমন চাও আপডেট কর, ইতিহাসের জন্য ত্যাগশিকার করতে হয়। বিএনপির নেতারা ধানমন্ডি, গুলশান অভিজাত এলাকায় এবং লন্ডনে বসবাস করে বাংলাদেশের রাজনীতিতে আল কায়েদা স্টাইল এ প্রচার ছড়াচ্ছে। দেশের গণমানুষের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই, এটা কোনো রাজনৈতিক নেতাদের আচরণ হতে পার না, এর্রেস্ট হওয়ার ভয়ে পলিয়ে বেড়ানো, বঙ্গবন্ধু তার ৫৫ বছর জীবনে ১৯ বছর জেলে কাটিয়েছে, এমনকি ২৫ ডিসেম্বর ১৯৭১ সেই কালো রাতেও পাকিস্তানিদের ভয়ে পলিয়ে যায়নি, একেই বলে নেতা ।
তাই বিএনপি কে বলতে হচ্ছে, এখনো সময় আছে হয়ত ভালো রাজনৈতিক দর্শন নিয়ে জনগনের কাছে গেলে ১০ বছর পরে হলেও আবার হালেপানি পেতে পারেন, তবে ওয়েবসাইট আপডেট করে ইতিহাস পাল্টাবার চেষ্টা করবেন না। মনেরাখবেন মীরজাফরকে ও ইতিহাস ক্ষমা করেনি।
©somewhere in net ltd.