![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নই যখন ধর্ম!
============
আল্লাহ পাকের পবিত্র কা’বা শরীফের গিলাফ কালো, তাই কালো গিলাফের সন্মানার্থে কালো রংয়ের জুতা, স্যান্ডেল, স্পঞ্জ ও মোজা পায়ে না দেয়া বহুত বড় আদবের কাজ। তাইতো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, হুজ্জাতুল ইসলাম রাঈসুল ওলামা হযরত মাওলানা কাসেম নানুতুবী (রহ.) কখনও কালো জুতা পায়ে দিতেন না। তাকে এই সম্পর্কে একজন জিজ্ঞাসা করলে তিনি বলেন,
-কা’বা শরীফের গিলাফ কালো, তাই কালো গিলাফের সন্মানার্থে কালো জুতা পায়ে দেই না।
তাৎক্ষনাত গায়েব হতে আওয়াজ আসলো,
-আল্লাহ পাকের ঘরকে সন্মান করার কারনে তোমার নাম ‘কুতুবের দরজায় ফাওক্বিয়াত দেয়া হলো। [সুবহান আল্লাহ (?!?)]
→তাযকেরায়ে মাশায়েখ দেওবন্দ!
!
________________
১। আল্লাহ ও তাঁর রাসুল ﷺ যা করতে বলেন নাই তা তারা গায়েব থেকে জেনে নিলেন? এর নাম কি ইসলাম?
২। আল্লাহ ও তাঁর রাসুল ﷺ আমাদেরকে পরিপূর্ণ আদব শিক্ষা দিতে পারেন নাই। কিছু বাদ রয়ে গিয়েছে! তাই কাশেম নানুতবী সেই দায়িত্ব পালন করছেন? [নাউযুবিল্লাহ!]
৩। কালো রং এ নিগ্রদের কি আল্লাহ সৃষ্টি করেন নাই? যাদের মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত কালো। কালো নিগ্রদের সৃষ্টি করার সময় মহান আল্লাহ এই আদবের কথা জানতেন না? [নাউযুবিল্লাহ]
৪। বাংলাদেশে সব চাইতে নিকৃষ্ট প্রানি কুকুর ও শুওরের গায়ের চামড়া কালো। কালো রংয়ের এমন নিকৃষ্ট প্রানী সৃষ্টি করার সময় মহান আল্লাহ কি এই আদবের কথা জানতেন না? [নাউযুবিল্লাহ]
৪। কালো স্যালোওয়ার-প্যান্ট, কালো জাইঙ্গা-প্যান্টি, কালো প্যটিকোট, কালো ব্লাউজ-ব্রা, কালো নাইটি, কালো...ওহ! আর বলতে চাচ্ছি না...., এই রকম ডজন ডজন কালো পোশাক আছে যার সাথে মানুষের লাজ-লজ্জা-শরম-হায়া জরিত। এসব ক্ষেত্রে কালো রং এর ব্যবহার বেআদবী হবে না?
২| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪২
বিপরীত বাক বলেছেন: আজাইরা ধ্যান ধারণা।
৩| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৭
মরণের আগে বলেছেন: হুম..........
ব্যপারটা জটিল
এই ব্যপারে সমালচনা করা ঠিকহবে না ,কারন অনেক বুজুর্গ ব্যক্তি বিভিন্য ধরনের কাজ বা আমল করতেন যেমন মদিনাতে রওজার আসেপাশে জুতা পরতেন না আবার কিছু বুজুর্গ নামাজের মধ্যে কাপতে থাকতেন এই রকম অনেক কিছুই করতেন আল্লাহর ভয়ে যেটা অনারা নিজেথেকে করতেন কিন্তু কাউকে করতে বলতেন না ।
১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৭
আবু আনাছ বলেছেন: আমাদের সামাজের বক্তাগণ এই সকল কিচ্ছা কাহিনী বয়ান করে
থাকেন বিভিন্ন ওয়াজ মাহফিলে।
বলুন কেন করেন?
৪| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০২
তাসাইয়ু বলেছেন: কাল রঙের জামা জুতা,প্যান্ট পড়াই উচিত।
১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৬
আবু আনাছ বলেছেন: এমন বললে বলবে, উনি কি সেটা বলেছেন?
উনি তো তো কেবল জুতা, মুজার কথা বলেছেন.
৫| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪০
খন্দকার আঃ মোমিন বলেছেন: কালো রঙের জুতা পরা না পরা নিয়া কাসেম নানুতুবির ভাষ্য কি তা আমি জানিনা , তবে যায়েজ আর আদব এক জিনিস নয় বাইতুল্লাহ কালো বলে কেউ যদি কালো রঙের জুতা না পরেন তা হলে আটা তার বাইতুল্লাহ এর প্রতি আগাধ শ্রদ্ধার কথাই সরন করে দেয় । কিন্তু এ কারনে কী যদি বলে বাইতুল্লাহ কালো বলে কালো রঙের জুতা পরিধান করা যায়েজ নয় , তা হলে এটা ভুল হবে ।
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৮
বার্তা বাহক বলেছেন: এটা চরম মূর্খতা বৈকি!