নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোনিম সরকার

আমি বাল্য কাল হইতে এই পৃথিবীর যে জাল আছে না তাতে ঘাটাঘাটি করতে ভালবাসি। এইচ টি এম এল কোডিং আমার প্রিয় একটা জালিয় ( জালের সাথে সম্পর্কিত )দ্রব্য। ব্লগিং ভাল লাগে তবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না বলে তেমন একটা লিখি না।

মোনিম সরকার › বিস্তারিত পোস্টঃ

Have you got any threat call from a number like 09601 XXXXXX ? No tension! This is not a serious matter...

১৬ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৪১

About BTS



BTS হল সম্পূর্ন বাংলাদেশের মালিকানাধীন একটি স্বনামধন্য IPTSP সার্ভিস প্রোভাইডার কোম্পানি। যার IPTSP কোড নাম্বার হল 09601 যা বর্তমানে BTS নাম্বার নামে পরিচিত। বাংলাদেশের কোন IPTSP কোম্পানিরই নিজস্ব ইন্টারনেট ছাড়া আর বিকল্প নেটওয়ার্কের ব্যাবস্থা নেই। বাংলাদেশে সর্বপ্রথম BTS কোম্পানিই Call Back প্রযুক্তির মাধ্যমে বিদ্যমান সকল নেটওয়ার্কেই এই IPTSP নাম্বার ব্যবহার করার সুবিধা দিচ্ছে। যার ফলে আপনি আপনার যেকোন গ্রামিন, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক ও সিটিসেল নেটওয়ার্কেই 09601XXXXXX এই রকম IPTSP নাম্বার ব্যাবহার করতে পারবেন।BTS হচ্ছে এক ধরনের IP কানেকশন। এই কানেকশনটি একটি নির্দিষ্ট IP ব্যবহার করে কল তৈরি করে, যা আরেকটি লোকাল কানেকশনের সাথে জুড়ে যেতে পারে। এ ক্ষেত্রে আরেকটি তৃতীয় পার্টি কাজ করে যারা আপনার IP ‘র পরিচয় গোপন রাখে।ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি শুধু কল তৈরির নির্দেশ দেবেন, তৃতীয় পার্টি নিজেই আপনার কলটি তৈরি করে দেবে।আপনি নম্বর টি ব্যবহার করে কথা বলতে পারবেন ঠিকই কিন্তু ওই নম্বরে কেউ কল ব্যাক করতে পারবে না। ব্যাক করলে এমনিতেই কেটে যাবে।



BTS কিভাবে কাজ করে



BTS নম্বর টা হয় এরকম 09601 XXXXXX । আপনার যদি একটা BTS কানেকশন থাকে আর আপনি যদি একটা নম্বর যেমনঃ 01764989739 ( Admin ) এই নম্বরে কল করতে চান তবে আপনাকে



১. আপনার নম্বর থেকে তৃতীয় পার্টির অফিসিয়াল ফোনে বিনা পয়সায় একটা ফোন দিতে হবে।



২. কয়েক সেকেন্ড পরে ফোনটি কেটে যাবে।



৩. আপনাকে তাদের অফিসিয়াল ফোন থেকে ফোন ব্যাক করা হবে।



৪. তারপর আপনি যে নম্বরে ফোন দিবেন সেই নম্বরটি তুলে # প্রেজ করবেন ।



৫. আপনার কলটি অটোমেটিক্যালি আপনার কাংখিত নম্বরটিকে কানেক্ট করবে।



একটা উদাহরন দিয়ে বিষয়টা পরিস্কার করি। ধরুন আপনি 01764989739 নম্বরে কল করবেন। এক্ষেত্রে প্রথমে আপনি BTS এর তৃতীয় পার্টির অফিসিয়াল নম্বরে ফোন দিবেন (অফিসিয়াল নম্বরটা এটা 09601900900) । কলটি কেটে যাবে এবং কল ব্যাক হবে। আপনি রিসিভ করার পর আপনার কাংখিত নম্বরটি তুলে # প্রেজ করবেন । আপনার বন্ধুর কাছে আপনার BTS নম্বর থেকে ( নম্বরটা 096XXXXXXXX) ফোন যাবে। তিনি রিসিভ করলে আরামছে কথা বলুন ভ্যাট সহ ৫৮ পয়সা মিনিট দেশের ভেতরে বা বাইরে যেকোনো নম্বরে।



খুশির খবরঃ আপনি আপনার নম্বর থেকে কল করতে পারবেন ঠিকই তবে আপনার BTS নম্বরটিতে কেউ কল করতে পারবে না। কল করলে এমনিতেই কেটে যাবে।



BTS কাদের জন্য



BTS কানেকশনটি তাদের জন্য যারা নিজেদের ফোন নম্বরটি গোপন রেখে কল করতে চান। যেমনঃ একজন তারকা কখনোই নিজের ফোন নম্বরটা সাধারন মানুষের মধ্যে ছড়িয়ে যাক তা চাইবেন না। তাই সাধারন কাউকে বা অপরিচিত কারো সাথে যোগাযোগ করার ক্ষেত্রে তিনি এই ধরনের নম্বর ব্যবহার করেন। আবার একজন মহিলার জন্য এই ধরনের নম্বর খুবই কার্যকর। কারনটা বলছি।



আগের লিঙ্কে নিশ্চয় পড়েছেন কানেকশনটা কিভাবে কাজ করে। অর্থাৎ আপনি আপনার BTS নম্বরটা ব্যবহার করে ঠিকই অন্য কাউকে কল করতে পারবেন কিন্তু অন্য যে কোন কেউ আপনার নম্বরে কল ব্যাক করলে এমনিতেই কেটে যাবে



আর এ জন্যই VIP, তারকা, মহিলাদের জন্য নম্বরটা খুব উপকারি। কারন তাদের কেউ বিরক্ত করতে পারবে না। বিস্তারিত পড়ুন ...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৫১

আবু জাকারিয়া বলেছেন: ভাল সুবিধা। দরকার পড়লে ব্যাবহার করা যাবে।

২| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩৯

মোনিম সরকার বলেছেন: হ্যা ভাই। এটা সাধারনত এই ধরনের কাজেই সবাই ব্যবহার করে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.