| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারন নাগরিক এই নগরে আমার থাকা বা না থাকায় কারো যায় বা আসেনা!
কিন্তু যখন আমি একজন নাগরিক তখন আমারও কিছু অধিকার আছে, কিছু বলারও থাকতে পারে।
আবার যখন আমি নিজেকে সুন্নি মুসলিম বলবো তখন আমাকে কিছু আকিদা বা বিশ্বাস ধারন করে থাকতে হয়।
যদিও আমি একজন তরুণ যুবক মাত্র তাই আমার পক্ষ্যে অসিয়ত করা বাহুল্য ও হাস্যকর আর নসিহত করায় ভাব গাম্ভীর্য আসবেনা তারপরেও সাবধানতা বশত একজন নাগরিক একজন সুন্নি মুসলিম হিসেবে আমার অসিয়ত যা অন্য কারো জন্য নসিহতও হতে পারে,আর আমার সেই অসিয়ত ও নসিহত হল 'আমার জানাজায় ও কবরে যেন কোন মউদুদি পন্থি, জামাত ই ইসলামি সমর্থক ও ছাত্র শিবিরের (শিবির ইবনে পাঞ্জাবি) সদস্য অংশগ্রহণ ও আগমন না করে'
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
শাহ্রিয়ার বলেছেন: ধন্যবাদ ভাই
২|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
উদাসীফাহিম বলেছেন: valo bolsen......
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬
শাহ্রিয়ার বলেছেন: ধন্যবাদ আপনাকে
৩|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৪
সংকেত মাহমুদ বলেছেন: আমি মনে প্রাণে বিশ্বাস করি , খেলাফত ছাড়া মুক্তি নাই , ইসলামী শাষন ব্যবস্হা প্রতিষ্ঠা ছাড়া সমাজে কখনো প্রকৃত শান্তি মেলে নি , শান্তি মিলবেও না ।তবে তার অর্থ এই নয় যে নিজামী আলবদরে লিড দিছে, অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র ধর এই কথা বইলা যে মুজাহিদ গনহত্যাকারী রাজাকারদের নির্দেশ দিছে , যে গোলাম আজম তার কর্মীদের খুনী পাক হানাদার বাহিনীরে সহযোগিতা করার নির্দেশ দিছে তাদের মুক্তির জন্য রাজপথে ত্রাস করতে হবে , হামলা করতে হবে সাধারন মানুষের উপর, তাদের যানবাহনের উপর । ৭১ এ নির্বিচারে নারী –শিশু- নিরীহ সাধারন মানুষের হত্যাকারী গনহত্যাকারী দোষর বাহিনীর কয়েকটা কেন্দ্রীয় লিডারকে বাচাতে আজ শিবির যে পথে নামছে এটা সম্পূর্নভাবে একটা জঘন্য ভূল পদক্ষেপ ।তাদের উচিৎ এই পথ থেকে সরে এসে ইসলমী শাষন ব্যবস্হা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় কাজটি নিবিষ্ঠ মনে ধাপে ধাপে বাস্তবায়ন করে যাওয়া । জামায়াত যেহেতু বৈধ রাজনৈতিক দল তাদের নিয়মতান্ত্রীক আন্দোলন করারও তাদের অধিকার রয়েছে।
কিন্তু তার অর্থ এই নয় যে বাংলাদেশের স্বাধীনতার শত্রু গনহত্যাকারী রাজাকার বাহিনীর কয়েকটা কেন্দ্রীয় লিডারের বিচার ভন্ডুল করতে রাজপথ কাপানোটা সেই অধিকারের কোন স্বদব্যবহার ।এখন যদি বিশ্বজিৎ হত্যাকারী ছাত্রলীগের ক্যাডার কারাগারে আটক নাহিদের বিচার ভন্ডুল করতে যদি কোন গোষ্ঠী রাজপথে ত্রাস সৃষ্টি করে, তবে সেটা কি গ্রহনযোগ্য হবে ??অবশ্যই নয় ।বাংলাদেশের স্বাধীনতার শত্রু গনহত্যাকারী রাজাকার বাহিনীর কয়েকটা কেন্দ্রীয় লিডারকে বাচাতে স্বাধীন বাংলাদেশের জন্মগ্রহনকারী সন্তান শিবির রাজপথে নামে কোন আক্কেলে ?? কোন আক্কেলে ??
৪|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৫
সংকেত মাহমুদ বলেছেন: ছাগুদের বিশ্বাস হয় না, ধৃত ব্যাক্তিরা অরিজিনাল আলবদর- রাজাকার ।আরে হারামজাদা ছাগুর দল- ধৃত ব্যাক্তিরা তো শুধু রাজাকার বাহিনীর একজন সাধারন সদস্যই না বরং রাজাকার-আলবদর-দোষর বাহিনীর কেন্দ্রীয় লিডার ।
যে নিজামী আলবদরে লিড দিছে, "অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র ধর "এই কথা বইলা যে মুজাহিদ গনহত্যাকারী রাজাকারদের নির্দেশ দিছে , যে গোলাম আজম তার কর্মীদের খুনী পাক হানাদার বাহিনীরে সহযোগিতা করার নির্দেশ দিছে , তারা ৭১ এ নিশ্পাপ শিশু । অথচ এরা তো ছিল, গনহত্যাকারী দোষর বাহিনীর কেন্দ্রীয় লিডার ।কেননা ’৭১-এ মুক্তিযুদ্ধকালে রাজাকাররেরা যাদের হত্যা, ধর্ষণ ও নির্যাতন করেছে, তাদের সঙ্গে রাজাকারদের কোনো ব্যক্তিগত বা পারিবারিক শত্রুতা ছিল না। লাখ লাখ মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছিল দলীয় ও রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট আদর্শিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে। রাজাকার বাহিনী হত্যাযজ্ঞে মেতে উঠেছিল এই লিডারদের রাজনৈতিক আহ্ববানেই ।
বাংলার স্বাধীনতার বিরুদ্ধে অধিনস্ত রাজাকারদের অস্ত্র হাতে নিতে মুজাহিদের নির্দেশঃ
+
১৯৭১ এর গনহত্যাকারী আলবদর বাহিনীকে একশনে উৎসাহিত করতে আলবদরের নেতা নিজামীর প্রচেষ্টার নমুনাঃ ![]()
![]()
![]()
৫|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৮
হাবীব রহমান বলেছেন: আল্লাহ যেন আপনার ইচ্ছা পূরণ করে।।।।।।।।।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩২
শাহ্রিয়ার বলেছেন: আমিন!
৬|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৪
খুব সাধারন একজন বলেছেন: জামাত শিবির নিপাত যাক!
স্বাধীনতা মুক্তি পাক।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬
শাহ্রিয়ার বলেছেন: জামাত শিবির নিপাত যাক!
স্বাধীনতা মুক্তি পাক।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
অপরিচিত অতিথি বলেছেন: valo bolesen