নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বলার কিছু নেই

শাহ্‌রিয়ার

আমি জিসান শাহরিয়ার।

শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

হে আল্লাহ তুমি ওদের বুকে নবিজির (স) দেশপ্রেমের মত দেশ প্রেম দাও! ওদের হেদায়াত দান কর, আমিন!!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০

দেশ প্রেম ঈমানের অঙ্গ-আল হাদিস



নবীজি(সা) মক্কা থেকে বের হওয়ার পর মক্কার দিকে মুখ ফিরিয়ে বললেনঃ প্রিয় পিতৃভূমী তোমার সন্তানরা আমাকে তোমার মাঝে থাকতে দিলনা!



আজ আমরা মুক্তিযোদ্ধা ইবনে মুক্তিযোদ্ধা!

আর ওরা রাজাকার ইবনে রাজাকার!!



প্রথম কথাটা বলতে পেরে বুকটা গর্বে ফুলে গেল

আর দ্বিতীয় কথাটা বলতে যেয়ে মনটা বিষাদে ভরে গেল!



এই সব তরুণ যুবক তো ৭১এর অনেক পরে এই স্বাধীন বাংলার বুকে জন্ম নিয়েছে তাহলে?

তাহলে কেন ওরা এভাবে মউদুদি জামাতের ফাঁদে পরে গেল?



কেন ওরা দেশ ধর্ম চ্যুত হল?



হে আল্লাহ তুমি ওদের বুকে নবিজির (স) দেশপ্রেমের মত দেশ প্রেম দাও ওদের হেদায়াত দান কর আমিন!



২।

Mr.A, Mr.B, Mr.C,



মনে করুন A'র কাছে ৩টাকা B'র কাছে ৩টাকা আর C'র কাছে ৫টাকা আছে।

এ' ও বি' দুজনই চায় সি'র সাথে পার্টনারশিপে ব্যাবসা করতে, এই নিয়ে তাদের মাঝে এক স্বামী দুই বধূ অবস্থা!



হটাত যে কোন কারনেই হোক সি'র ৫টাকা থেকে ৪টাকাই খোয়া গেল তারপর!

তারপর থেকে মিঃএ এবং মিঃবি নিজেদের মাঝে থাকা মেধা ও পরিশ্রম দিয়ে নিজেদের দক্ষ ও সফল হিসেবে তুলে ধরার চেষ্টা চালিয়ে যেতে লাগলেন।



আজ প্রজন্ম চত্বরের তরুণেরা জামাত শিবিরকে দেউলিয়া করতে মাঠে নেমেছে আর তরুণরা ওদের দেউলিয়া করে দিতে পারলে ইনশাল্লাহ বিএনপি ও আওয়ামী লীগ তাদের নিজেদেরকেই নতুন ভাবে আবিস্কার করতে পারবে!



আর এর উপর ভর করে আছে আগামির বাংলাদেশ!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

দূরবী৩২১ বলেছেন: রক্তাক্ত, ধর্ষিতা মায়ের রক্ত আজও শুকায়নি। আপনি কি পারতেন আপনার নিজের মায়ের ধর্ষককে রক্ষায় এভাবে ‘মা’ কে নগ্ন হামলা করতে? নিশ্চয়ই পারতেন না।
দেশ যদি হয় মা, তবে সেই মায়ের সম্ভ্রমহানি করেছিল তারই কিছু সন্তান।
রাজাকার তারাই যারা দেশের সন্তান হয়ে পাকিস্তানী হানাদার বাহিনীকে বাঙ্গালী নিধনে সহায়তা করেছিল।

ভাগ্যের নির্মম পরিহাস ভিডিওটি যখন বানানো হয় তখন এই রাজাকাররাই এদেশের রাস্ট্র ক্ষমতায় ছিল! আজ তারা ক্ষমতায় নেই। এদেশের মানুষ এই ঘৃন্য রাজাকারদের বিচারের ম্যান্ডেট বর্তমান সরকারকে দিয়েছে। বিচারও চলছে।
যতদুর মনে পরে এই ভিডিওটি ২০০৬/২০০৭ সালেও শেয়ার করা হয়েছিল। আজ আবার দেয়া হল শুধুমাত্র তাদের জন্য যারা বিভ্রান্ত হয়ে এই ঘৃন্য নরপিচাশদের রক্ষায় আমাদের প্রিয় মা ‘বাংলাদেশ’ কে রক্তাক্ত করছেন।রক্তাক্ত, ধর্ষিতা মায়ের রক্ত আজও শুকায়নি। আপনি কি পারতেন আপনার নিজের মায়ের ধর্ষককে রক্ষায় এভাবে ‘মা’ কে নগ্ন হামলা করতে? নিশ্চয়ই পারতেন না।

তাহলে এই দেশ টা কি আপনার ‘মা’ না? একবার ভেবে দেখবেন প্লিজ…
Click This Link

আমার মায়ের সম্ভ্রমহানির এই ভিডিওটি ১বার দেখবেন আমার মাথায় আগুন ধরে গেছে
“লাখো শহীদ ডাক পাঠালো,
সব সাথীরে খবর দে।
পুরা বাংলা ঘেরাও করে
রাজাকারদের কবর দে।“

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

অমিত বাংলা বলেছেন: লেখাটা বিভ্রান্তিকর না হলেও লেখক নিজেই বিভ্রান্তির মধ্যে আছেন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.