নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বলার কিছু নেই

শাহ্‌রিয়ার

আমি জিসান শাহরিয়ার।

শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

কাঁঠাল পাতা শেষ হয়েছে, ছাগু পালার সময় নাই', 'কাঁঠাল পাতা শেষ হয়েছে, জামায়াত-শিবির পালার টাইম নাই

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৭

শিবির সরণে!



গৃহযুদ্ধের ডায়ালগ দিয়ে বাঙ্গালির জন্য নব্য রাজাকারেরা হাইকোর্টের ফাঁদ পেতেছিল এরপরই ঘুঘু তরুণদের প্রজন্ম চত্বর দেখে বগা বনে নিজেই কান্দে!



কানা বিড়াল ঝোপঝাড়ে নিজেকে বাঘ ভেবেছিল মাইঙ্কার চিপায় পড়ে এখন ভেজা বিড়াল!



পাখা কাটা পিপড়া এখন মাকড়সার জালে!



গৃহযুদ্ধ চাইনা অবলা হিসেবে বাঁচতে পারলে পাকিস্তানের নাম!



শিবুরা!বাঁশ দেখেছো ডলাতো খাওনাই আরেকবার ছাগুতোষ কাহিনী করলে কচু গাছের সাথে ঝুলিয়ে কলার ভেলায় চাপিয়ে দেব!



২।

এমেরিকার পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতিকে কি আপনি পছন্দ করেন?

না!

আপনি কি মোসলমান?

হা!

আপনি কি বাংলাদেশি?

হা!



যাদের প্রথম উত্তর না এবং পরপর দুটি উত্তর হা তাদের জন্য একটি পরামর্শ!



আপনার বাড়ি বা প্রতিষ্ঠানে যদি কোন মৌদুদি জামাত শিবিরের কর্মী সমর্থক থাকে তাহলে যত তারাতারি সম্ভব তার বা তাদের ঘাড় ভেঙ্গে বেড় করে দিন!



কেননা জামাত শিবির সর্বদা সুই হয়ে ঢুকে ফাল হয়ে থেকে যায়!

আর যখন ওরা ফাল হয়ে যায় না আপনি ওদের গিলতে পারবেন না উগরাতে!



জামাত শিবির ইসলাম ও বাংলাদেশের জন্য ক্ষতিকর হলেও এমেরিকার পক্ষে বিশ্বস্ত এবং তা প্রমানিত!



৩।

প্রজন্ম চত্বর ছাত্র দলের আগমন ছাড়া পূর্ণতা পাবেনা!

আমরা তোমাদের স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছি।



৪।

যার যার জেলায় আন্দোলন জোরদার করুন!



চত্বরে থাকার সাথে সাথে ফেসবুক ও ব্লগ সাইটে সরব থাকুন!



কলেজ বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সাথে নিয়ে আসুন, মনে রাখবেন এই আন্দোলন ফাঁসীর দাবি কোণ রাজনৈতিক আন্দোলন নয় প্রাণের আন্দোলন দেশপ্রেমের আন্দোলন ঈমানের আন্দোলন!



৫।

লক্ষ কোটি মুসলমান যখন রাষ্ট্রের কাছে ন্যায়বিচার চায় তখন তা আল্লাহর কাছেও দোয়া হয়ে যায়।

হে আল্লাহ আপনি ওদের দুনিয়ার সাথে সাথে আখেরাতেও শাস্তি দিন,আমীন!



৬।

'ঘোড়া দেখলে খোঁড়া'



শুধু ঘোড়া না গাধা বা খচ্চর দেখলেও খোঁড়া হয় যেমন সরি কারা খোঁড়া হয় তা তেমন গুরুত্বপূর্ণ নয় এখন, তাহলে?



আজ তরুণ যুবারা ঘোড়া বা গাধা নয় বরং খচ্চর শিকারে প্রজন্ম চত্বরে একত্রিত হয়েছে!



আজ যদি খচ্চরটিকে তরুণ যুবারা জবেহ দিতে পারে তাহলে আমাদের দেশে 'পা ওয়ালারা' নতুন করে অনুভব করতে শুরু করবে যে তারা খোঁড়া নয় তবে একটু অলস মাত্র!



এবার তোরা খেটে খা!



৭।

শাহবাগে ফেরেস্তা নাজিল হয়েছে!

তাইতো যেই সব তরুণেরা চঞ্চলতায় মত্ত ছিল ওরা সচেতন হয়ে উঠলো।

যারা সাধারন ছিল ওরা শাহবাগে প্রবেশ করে অসাধারন হয়ে উঠলো।



ফেরস্তা যেখানে নাজিল হয়েছে সেখানটার নাম এখন প্রজন্ম চত্বর!



ফেরেস্তাই এখন আবেগ প্রবন হয়ে পড়েছে!



বিজয় তরুণদের হবেই!



৮।

ওহে শিবিরের পথভ্রষ্ট ও দেশ বিরোধী তরুণ যুবকেরা আর কত দিন নিজেদের তোমরা নালা ডোবায় ডুবিয়ে রাখবে এসো নর্দমা থেকে হেদায়াত এবং দেশ প্রেমের কোমল শ্যামল শীতল ছায়া তলে!



আমরা তোমাদের বুকে জড়িয়ে আলোর পথে স্বাগত জানাতে অপেক্ষা করছি!



৯।

উত্তরায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তরুণ যুবকেরা সঙ্গম বটতলায় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে জমায়েত হওয়া শুরু করেছে!

শাবাশ! উত্তরা বাসী!



১০।

'কাঁঠাল পাতা শেষ হয়েছে, ছাগু পালার সময় নাই', 'কাঁঠাল পাতা শেষ হয়েছে, জামায়াত-শিবির পালার টাইম নাই- খুলনার শিববাড়ী মোড় এলাকা।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮

আখিলিস বলেছেন: তারপরেও কি এই সব ছাগু গুলার বোধ আসবে ? মনে হয় না, কারণ এরা নিজেদের মগজ বহু আগেই মেশিন আব্বার কাছে বেইচা দিছে ! :||

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

শাহ্‌রিয়ার বলেছেন: হা: হা: হা:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.