নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বলার কিছু নেই

শাহ্‌রিয়ার

আমি জিসান শাহরিয়ার।

শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

শরিয়া আদালতে জামাতের বিরুদ্ধে অভিযোগগুলি কেমন হতে পারে?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮

আবু জেহেলের মুখে দাড়ি ছিল, বয়সে নবিজি (স) থেকে বড় ছিলেন ও সম্পর্কে চাচা ছিলেন কিন্তু তাকে শাস্তি নবীজিই দিয়েছিলেন কারন সে ছিল নিপীড়ক!



গোলাম আজমের মুখে দাড়ি, বয়সে বয়োবৃদ্ধ তাতে কি হয়েছে শরিয়ত অনুযায়ী বিচার হলে অন্যায় ভাবে মুসলমান হত্যার দায়ে তার এক কোপে ধর থেকে মাথা আলাদা করে দেয়ার হুকুম হবে।



ইসলাম ও শরিয়ত অনুযায়ী তার বিরুদ্ধে অভিযোগ হলঃ

১।

মুসলমান হয়ে মুসলমানদের অন্যায় ভাবে হত্যা করা

২।

মুসলমানদের হিন্দু বলে মিথ্যাচার করা

৩।

মুসলমানদের সম্পত্তিকে মালে গনিমত বলে শরিয়তের হুকুম ও পরিভাষাকে বিকৃত করা

৪।

মুসলমান নারিদের মালে গনিমত বলে ভোগ করা যা শরিয়তের দৃষ্টিতে ধর্ষণ হয়েছে

৫।

ইসলামি পোশাক ও সংস্কৃতিতে ইসলামের প্রতিদন্দিদের কাছে বিতর্কের হাতিয়ার বানানোর সুযোগ তৈরি কেননা তারা ইসলামি লেবাস ধারন করেই শরিয়ত বিরোধী কর্ম কাণ্ড পরিচালনা করেছিল

৬।

মুসলমান হয়ে মুসলমানদের বিরুদ্ধেই পরিকল্পিত ভাবে মিথ্যাচার করা

৭।

একটি মুসলমান গোষ্ঠীকেই পরিকল্পিত ভাবে নির্মূলের চেষ্টা যা সরাসরি আল্লাহ ও তার রাসুলের উম্মতের প্রতি ভালোবাসার প্রতি চ্যালেঞ্জ

৮।

এতসব বিষয় বিচারিক দৃষ্টিতে এনে এই সিদ্ধান্ত সহজেই নেয়া যায় যে জামাত শিবির ও তার প্রধান ইসলামের কথা বলে ইসলাম ও মুসলমান বিলোপে মেতে উঠেছিল

যা ইসলামের ইতিহাসে শুধু মাত্র ইসলামের রাজনৈতিক ও ধর্মীয় প্রতিদন্দিরাই এতো দিন করে এসেছিল।

মন্তব্য ২০ টি রেটিং +২/-১

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

পীরসাহেব বলেছেন: জামাত আর শিবির হৈল মুনাফেকের দল।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

শাহ্‌রিয়ার বলেছেন: হক কথা

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন: ইসলামী আইন কোরআনে সিমাবদ্ধ সেটা সংবিধানের অন্তর্ভুক্ত হলে
রায় কার্যকর সহজ হত ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

শাহ্‌রিয়ার বলেছেন: জামাত হিকমা'র কথা বলে সর্বদা ইসলামকে অপব্যাবহার করে।
ইসলামের নাম ভেঙ্গে দলের ফায়দা নেই এই কারনেই ওরা মুনাফেক সেই মুনাফেকি আমাদের সংবিধানে দরকার নেই এতে খারাপ দৃষ্টান্ত স্থাপিত হবে।
মুনাফেকরা ছিদ্র খুজবে!

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬

েতপান্তর বলেছেন: ধর্ম ব্যবসায়ী জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
ফাঁসি ফাঁসি ফাঁসি চাই,রাজাকারের ফাঁসি চাই।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০

শাহ্‌রিয়ার বলেছেন: হক কথা

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

আমি ব্লগার হইছি! বলেছেন: জামাত শিবির শুধু মুনাফিকই না, ওরা হলো ধর্ম ব্যাবসায়ী ভন্ড, মিথ্যাবাদী এবং ফালতু টাইপের লোকদের একটা দল।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১

শাহ্‌রিয়ার বলেছেন: দেখুন জামাত আর শিবিরের আমলে আখলাকে কত মিল জামাত ৭১এ বুদ্ধিজীবী হত্যা করেছিল এবার শিবির ব্লগারদের উপর খড়গ হস্ত হয়েছে

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৫

ব্লগার রানা বলেছেন: karjokor post

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০২

শাহ্‌রিয়ার বলেছেন: ধন্যবাদ

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১১

মরমি বলেছেন: ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি ফাঁসি চাই
জামাত শিবির রাজাকারের ফাঁসি চাই-------------------------------------------

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৩

শাহ্‌রিয়ার বলেছেন: ফাঁসী চাই :)

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫

শিপু ভাই বলেছেন:
জামাত শিবির মুনাফেক
ফাকিস্তানের রাস্তা দেক!!!

++++++++++++++++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০২

শাহ্‌রিয়ার বলেছেন: অসাধারন বলেছেন ভাই

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

সংগ্রামী অলস বলেছেন: মজার কথা হল রাষ্টের আইনজীবিরা তার বিরুদ্ধে ৬টি অভিযোগের একটি অকাট্য ভাবে প্রমান করতে পারে নি। আর বিচারের রায় কি ভাবে হল সেটা দুই পক্ষ আর জনগনের কাছে ওপেন সিক্রেট। এমন কি রাষ্ট পক্ষের সাক্ষীরাও রাষ্টের আইনজীবিদের উপর সন্তুষ্ট নয়।
রায়তো পরের কথা ন্যায় বিচারের জন্য আগেতো অকাট্য ভাবে অপরাধ আর অভিযোগুলো প্রমান হতে হবে।
আপনার যে বিচারিক দৃষ্টি সেটা বলদকেও হার মানায়। অবশ্য সব বুঝে শুনে যদি রাম লাফা লাফান তাহলে বলতে হয় আপনি শেয়ালের চেয়েও ধূর্ত।
তবে কি জানেন অতি চালাকের ভবিষ্যৎ ভাল হয় না।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১১

শাহ্‌রিয়ার বলেছেন: ভাগ্যিস আপনি ৭১ এ ছিলেননা থাকলে আরেক জন রাজাকার বারতো!
এই দেশে না থেকে পাকিস্তানে যেয়ে বোমা ফাটান!

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

নিয়েল ( হিমু ) বলেছেন: আপ্নের ভাগ্য ভাল এখনো মুনাফেক উপাধী খান নাই পোষ্টে /:)
ইসলামি এই দলটার দোষ গুলা ইসলামি দিক থেকেই তুলে ধরতে হবে যদিও লাভ নাই তবুও ।
যাই হোক +

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

শাহ্‌রিয়ার বলেছেন: ভাই আপনি জামাত কে ইসলামি দল বলছেন কেন?
জামাত তো বাতিল ফেরকা ওদের মুসলমান বলাটা শর্ত সাপেক্ষ ব্যাপার

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

নিয়েল ( হিমু ) বলেছেন: ভাই মাফ চাই একটা গুনার কাজ করে ফেলছি । এই জারজ সংগঠন টারে ইসলামি দল বলে ফেলছি । আল্লাহ আমারে মাফ করুন ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

শাহ্‌রিয়ার বলেছেন: আমীন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.