নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বলার কিছু নেই

শাহ্‌রিয়ার

আমি জিসান শাহরিয়ার।

শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

হে আল্লাহ তুমি মাহমুদুর রহমান সাহেব সহ শিবিরের তরুণদের হেদায়াত দান কর,আমিন!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০

আমরা ৭১ এ ছিলামনা তাই আমাদের কত আফসোস!

এইজন্যই প্রজন্ম চত্বরের আন্দোলনকে আমরা সবে ধন নীলমণি মনে করছি!

যখন কেউ বলছে এই আন্দোলন হল দ্বিতীয় মুক্তিযুদ্ধ, তখন গর্ব অনুভব করি!

যেখানে আমরা এই ২০১৩ সালে সেই একাত্তুরের কাছে যেতে চাই, সেখানে মাহমুদুর রহমান সাহেবের মত মানুষ কেন ৭১ থেকে দূরে সরে যাওয়ার জন্য অস্থিরতা দেখাচ্ছেন?



মাহমুদুর রহমান সাহেব শুনুন ৭১ যদি পৃথিবী হয় তবে ১৩ হবে চন্দ্র আর চাঁদ তো পৃথিবীরই ভেঙ্গে যাওয়া টুকরা!

চাঁদকে অস্বীকার করলে পৃথিবীকেই প্রশ্নবিদ্ধ করা হয়!



৭১এর শেষ পট এই ১৩তে মঞ্চস্থ হচ্ছে,এখানেই রাজাকারদের যবনিকাপাত হবে, ইনশাল্লাহ!



হে আল্লাহ তুমি মাহমুদুর রহমান সাহেব সহ শিবিরের তরুণদের হেদায়াত দান কর,আমিন।



মনে রাখবেন 'জুলুম কেয়ামতের দিন গাড় অন্ধকার রুপ ধারন করবে'-আল হাদিস



আর যারা হিকমা'র নামে শরিয়ত নিয়ে ভয়ঙ্কর খেলায় মেতে উঠে তাদের জন্য রসুল (স) অভিশাপ আর দোজখের লেলিহান শিখা অপেক্ষা করছে!



২।

জামাত শিবির হিকমা'র নামে দাড়ি টুপি ঝেরে ফেলে সুদী ব্যাংককে আরবি শব্দের আড়ালে ইসলামি বলে চালিয়ে দেই।

মুসলিম হত্যাকে জায়েজ এবং জিহাদ বলে চালিয়ে দেই!



যেখানে একজন মানুষ চুরি করছে চুরিকে পাপ জেনেই সেখানে জামাত ৭১ এ শিবির পরবর্তী সময় থেকে মুসলমানদের হত্যা করে পুন্য বিশ্বাসে!



অথচ হাদিসে আছেঃ একজন মুসলিমকে হত্যা মানে পুরো মুসলিম জাতিকেই হত্যা করা!



মউদুদি আর জামাত হল এই যুগের ইহুদি ম্যাকিয়াভেলি!

তারা অন্যাদের বিভ্রান্ত করতে করতে নিজেরাও বিভ্রান্ত হয়ে আছে!

কারন কোন খারাপ কাজ আর তাদের হিকমা'র বদৌলতে খারাপ নেই!

সাধারন মুসলমান গন কিংকর্তব্যবিমুঢ়!

জামাতের ভালো কোনটা আর খারাপ কোনটা?



এই দোদুল্যমান অবস্থা থেকে মুসলমান জাতিকে উদ্ধার করা কার উপর ফরজ তাও কেউ সনাক্ত করতে পারছেনা জামাত শিবিরের কর্মে অপকর্মের কারনে!

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: আমিন ! ছুম্মা আমিন ।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

সামির হোসাইন বলেছেন: সুখবর...... সুখবর...... সুখবর......

দিগন্ত টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধান পদত্যাগ করেছেন...
খবরটি নিশ্চিত করেছেন দিগন্ত টিভির আরেক সাংবাদিক রিয়াদ ...
তিনি আমাদের আরও জানান, তিনি আর তার নিজের বিরুদ্ধে যুদ্ধ করতে পারছেন না । তাই তিনিও ফিরে এসেছেন জয় বাংলার পতাকা তলে ।

স্বাধীনতার ৪২ বছর পর এই নবজাগরনে বাংলার দালালেরা কি নিশ্চুপ থাকতে পারে ???
না, কখনই না ।
তারা বার বার স্লোগান তুলবে যতবার "জয় বাংলা" ধ্বনি উচ্চারিত হবে...

জয় বাংলা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

শাহ্‌রিয়ার বলেছেন: সুবহানআল্লাহ

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

পরীবানু বলেছেন: শকুনের দোয়ায় গরু মরে না ছাগু....................................

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২০

শাহ্‌রিয়ার বলেছেন: মানুষের দোয়ার এবার ৭১এর শকুন আর হায়নারা খাক হবে, বিলুপ্ত হবে শাহ জালাল শাহ পরানের পবিত্র মাটি থেকে

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

ফোকাস-০০৭ বলেছেন: এই নাস্তিক রাজীব নাকি দ্বিতীয় মুক্তি যোদ্বের প্রথম শহীদ X( X( X( ( নাউজুবিল্লাহ ) এই নাস্তিকটারে জুতা দিয়া পিঠায় মারা উচিত ছিল .X( X( X(( সে যাই হউক বিপোক বিনুদুন পেলাম এটা দ্বিতীয় মুক্তি যোদ্ব নাম শুনে .:D :D :P :D ;) ;)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২২

শাহ্‌রিয়ার বলেছেন: মউদুদি ছিল ইসলামের শত্রু আর তার এই দেশিয় মানস জানোয়ারেরা ইসলাম ও এই দেশেরও শত্রু

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
amin

সাথে সবার শুভ বুদ্ধির উদয় হোক

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪

অাবু জাফর বলেছেন: রাজনীতি/ইসলামী রাষ্ট্র/খেলাফত ব্যাতীত কোন ইসলাম হয় না-ইসলামী রাষ্ট্র ব্যাতিত কষ্মিনকালেও দুনিয়ায় শান্তি আসবে না। !!!
নাস্তিকদের প্রতি ওপেন চ্যালেঞ্জ !!!
http://www.amarblog.com/boiragi/posts/152332
রাষ্ট্রশক্তি ছাড়া ইসলাম ইসলামই নয়
Click This Link
খিলাফত ও আমাদের অবস্থান
http://www.amarblog.com/iidob/posts/157258
মুসলিম দুনিয়ার মুশরেক নেতৃত্ব
Click This Link
পূর্ণাঙ্গ ইসলাম পরিচিতি
http://ohilibrary.blogspot.com/

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

শাহ্‌রিয়ার বলেছেন: খারেজিদের পরবর্তী প্রজন্ম মনে হচ্ছে আপনাকে

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২০

বোকামন বলেছেন: আমীন

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৪

অাবু জাফর বলেছেন: সত্য বরই নির্মম !

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭

শাহ্‌রিয়ার বলেছেন: হুম

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮

জানা বলেছেন:

পোস্ট পড়ে ভাল লেগেছে।


এই দোদুল্যমান অবস্থা থেকে মানব জাতিকে উদ্ধার করার দায়িত্ব আমাদের এই প্রজন্মের, এই তারুণ্যেরই। ধর্মকে ঢাল বানিয়ে দেশ এবং মানুষের ক্রমাগত ক্ষতিসাধন করে আসছে যারা, যারা ইতিহাসকে বিকৃত করে আসছে, তাদের বিরুদ্ধে কঠিন অবস্থান ফরজ আমাদের সবার, সব মানুষের।

জয় মানুষ
জয় মানবতা
জয় তারুণ্য
জয় মাতৃভাষা
জয় যূথবদ্ধতা
জয় বাংলা।

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

মৃত্যুপথের যাত্রী বলেছেন: আপনার পোস্ট দেখেই সিউর হলাম- জীবনেও মউদুদির একটা বইও পড়েন নি... হুদাই ফাল পারেন... যারা অপরাধী তাদের বিরুদ্ধে কথা বলেন... কিন্তু আরেকজনরে টানেন কেন... ভণ্ড হচ্ছে আপনার মত কিছু মানুষ, যারা নিজেদের দোষ না দেখে অন্যদের নিয়ে টানাটানি করে... বেশী না শুধু ইসলামের বুনিয়াদি শিক্ষা পড়ে দেখেন... তিনি কি চিন্তা করতেন?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

শাহ্‌রিয়ার বলেছেন: হ মৌদুদি সাহেবের আগে তো ইসলাম এই দেশে ছিলোনা?
তার লেখলেখির পরেই এই দেশে ইসলাম আসছে?
যতসব দাওয়াত দিবার আইসে আরেক কায়দায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.