নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বলার কিছু নেই

শাহ্‌রিয়ার

আমি জিসান শাহরিয়ার।

শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

সেল ফোন (পর্ব ০২ ক)

১৫ ই জুন, ২০১৪ রাত ১০:১০



সেল ফোন পর্ব ০১

Click This Link



অভি এই অভি দাওনা

অভিকঃ নাহ

কেন কি হইছে

অভিকঃ চার্জ কম আছে



চার্জ তো সব সময় কমই থাকে। পচা ব্যাটারি।

অভিকঃ তা তো তুমি জানই

একটু সাপ খেলবো

অভিকঃ তোমারটা খেল



উহু ওরা সাপটাকে আধুনিক করতে যেয়ে পচা বানিয়ে ফেলছে। যাও আমি তোমাকে একটা ব্যাটারি দিব তো বললাম

অভিকঃ টাকা কি তোমার বেশী হয়েছে উ?

না আমার পুরনো নকিয়াটার স্কিনটা ভেঙ্গে নষ্ট হয়ে গেছে

অভিকঃ ঠিক করে নাও। কত আর লাগবে।

আমার কোন টাকা লাগবেনা নিল্টু ভাইয়ের দোকানে গেলে সব ফ্রি

অভিকঃ ভালো তো যাও তাহলে



আরে না তার দোকানটা ব্যাক সাইডে ঐ খানে কোন প্রয়োজন হয় না। যেতে গেলে এই মোবাইলটার জন্যই যেতে হবে। অবশ্য নিল্টু ভাইকে কল দিলে সে নিজে এসে মোবাইল নিয়ে যাবে। হইছে এবার সেটটা দাও।



এই বলে শিখি অভিকের প্যান্টের পকেটে হাত দিতে গেলে অভিক দ্রুত নিজেই মোবাইলটা বেড় করে দেয়।



অভিক শুধু চার্জের জন্য না, শিখি আর দুটো রেকর্ড করলেই সাপের স্কোর বোর্ডে ওর নিজের রেকর্ড নাই হয়ে যাবে। সাপ খেলায় শিখি এক রকম সাপুরে। একটা রেকর্ড করে আর শিখি বলে অভি এই অভি তুমি তো ডাইনোসর হয়ে যাচ্ছ,আহা।



তখন অভিক আবার বলে হা তুমি তো আবার বেদের মেয়ে জোছনা তখন শিখি আবার বলে আহারে আমার রাজার কুমোর অভিক তখন হেসে দিয়ে বলবে আহারে বেদের মেয়ে কামার কুমোর কুমারের মাঝে ফারাকটা পর্যন্ত জানেনা এই বলে দুজনই হেসে উঠে হা হা হি হি হো হো



শিখি জোরপূর্বক সাপ খেলছে আর অভিক ভাবছে, একটা ঝারি শিখিকে দিতেই হবে, যে তুমি আমার সাথে প্রেমের কারনে দেখা কর, না এই ধব্জাভাঙ্গা সেটটায় সাপ খেলার জন্য দেখা কর? কিভাবে ঝারিটা দিবে অভিক যখন মনে মনে ভাবছে এমন সময় শিখি বলে উঠে

ছিঃ ছিঃ ছিঃ ছিঃ



অভিকঃ কি ব্যাপার সাপে কাটলো নাকি?

শিখিঃ ধর তোমার নোংরা মোবাইল! লজ্যা শরম বলতে দুনিয়ায় আর কিছু থাকলো না! এই বলে এক রকম সেটটা অভিককে ছুড়ে দেয় সে।



অভিক বোকার মত সেটটা হাতে নিয়ে স্ক্রিনে চোখ ফেলতে দেখে একটা ম্যাসেজ।



যৌন মিলনে অক্ষমতা?

অল্প সময়ে বীর্যপাত?

হস্তমৈথুনের কারনে

পুরুষাঙ্গ ছোট, বাঁকা, নিস্তেজ?



চলবে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.