![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু বেদনা নিয়ে লেখার শুরু । আর বেদনা মাখা স্বপ্ন গুলো নিয়েই আমার পথ চলা । তাই বলতে চাই, শোনাতে চাই আমার মনের কথা গুলো ।। আমার
শীতের সকাল ঠান্ডা বাতাস,
একটুও নেই রোদের আভাস।
গা করে শিমশিম,
চারিদিকে আজ ঘন কুয়াশা পরেছে অনেক হিম।
সূর্য মামা জাগবে বলে,
মজা করি কোলাহলে।
ভাপা পিঠার মিষ্টি গন্ধে,
হৃদয় ভরে ছন্দে ছন্দে।
বসি যখন পুকুর পাড়ে,
সূর্যি মামা লুকিয়ে আড়ে।
খেলছে সে লুকোচুরি,
দিচ্ছে সে জগত পারি।
বলে এইতো আমি,
খুঁজে কি পাবে আমায় তুমি?
সময় পেলে আমার ছোট্ট সাহিত্য ব্লগে একবার ঘুড়ে আসতে পারেন।
ব্লগঃ Moner Kotha - মনের কথা
©somewhere in net ltd.