নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানের কথা নাই, শুধু মনের চাপা ব্যাথার কথা

স্বপ্নের সাথে বসবাস

মন্জুরুল আলম

আমার: উর্বর (!) মস্তিক্ব থেকে সাহিত্য রচনা বা কিছু লিখার মত কোন গুণ মহান স্রষ্টা দিয়েছে বলে মনে হয় না। পৃথিবীতে ৩টা জিনিস বড় প্রিয়: ঘুম, দিবাস্বপ্ন, রোমান্টিকঘুম আমার প্রিয় বই: এডভ্যান্স কোয়ান্টাম মেকানিকস। (যেই বই ধরলে, কিছুক্ষনের মধ্যে ঘুম আসে। প্রিয় ব্যক্তি: রিপ ভ্যান আংকেল। কারণ আংকেল একটানা ২০বছর ঘুমাইয়া কাটাইছে। প্রিয় খাবার: ভাত। আল্লাহর কি রহমত ভাত খাবার পরই একটা ঘুমের আমেজ আসে। প্রিয় কাংখিত মুহুর্ত: সূর্যোদয়; যা এখনো দেখিনি। https://www.facebook.com/monzurul.shohel

মন্জুরুল আলম › বিস্তারিত পোস্টঃ

--------------সংবিধান সমুন্নত রাখায় অভিনন্দন----------------------- !:#P !:#P

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৯

____________প্রাণঢালা অভিন্দন______________________

১০ম জাতীয় সংসদ নির্বাচনে অপ্রতিদ্বন্দি দল হিসেবে ৩০০ আসনের সবকয়টিতেই ৯৯.৯৯% ভোট পেয়ে বাংলাদশে আওয়ামীলীগ জোট নির্বাচিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী, গণতন্ত্র কণ্যা, ডিজিটাল বাংলাদেশের রূপকার, উন্নয়নের অগ্রদূত, ধানকণ্যা, ভাষাকণ্যা, গণতন্ত্র ও সংবিধানের ধারক-বাহক-সংরক্ষক, এক ও অদ্বিতীয় দেশপ্রেমিক ডক্টর শেখ হাসিনা কে জানাই প্রাণঢালা অভিন্দন। জয় বাংলা।

-----শুভেচ্ছান্তে, শেখ মুহাম্মদ সুশীল চেৌধুরী (২য় মুক্তিযুদ্ধের অনলাইন সেক্টর কমান্ডার)



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৪

নিকষ বলেছেন: বেশি প্রাণঢালা দিতে গিয়া "অভিনন্দন" হইয়া গেছে "অভিন্দন"

২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৯

মন্জুরুল আলম বলেছেন: প্রান একটু বেশি ঢেলে দিয়েছিলাম তো তাই.....:)

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:২২

আমার জীবন বলেছেন: অনলাইনের কয় নাম্বার সেক্টরে মুক্তিযুদ্ধ করতাছুই, ভ্রাতা? :!> :#> :>

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২২

মন্জুরুল আলম বলেছেন: আমি অনলাইনের "কিবোর্ড" সেক্টর কমান্ডার।

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১২

েফরারী এই মনটা আমার বলেছেন: Click This Link
কবি বলেছেন,
পাগলের সুখ মনে মনে ,
রাইত হইলে তারা গুনে ।।
কবি উপরোক্ত কবিতায় একটি বিশেষ শ্রেনীর পাগলের বৈশিষ্ট্য বর্ননা করেছেন।
কি সেই বৈশিষ্ট্য?
এদের কথাবার্তা মোটামুটি স্বাভাবিকই থাকে।শুধু তারা কল্পনার জগতে বাস করে ,আর যা দেখে মুলতঃ সবই তার দাবী করে।ভাবটা এমন গোটা দুনিয়ারই বাদশাহ্‌ সে।রাস্তায় রাস্তায় ঘুরে বেরায়। রাস্তায় ছদ্মবেশে বেড়াছ্ছে প্রজাদের অবস্হা দেখার জন্যে। এ ভাবের জগতে থাকার কারনে সারাদিন সে খুব সুখে থাকে।ভাবতে থাকে রাতের বেলা সে তার রাজপ্রসাদে ফিরে যাবে।
কিন্তু যখন রাতের বেলা হয় তখন ফুটপাতে শুয়ে আকাশের তারা গুনে।
এই হইলো Mango peaple....। আমরা ৫ বছরে একবার কোন একটা মার্কায় সীল মারার সুযোগ পেয়ে ঐ পাগলের মতো নিজেকে দেশের মালিক মনে করি।বাকি ৫ বছর রাস্তায় রাস্তায় ঘুরি।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৩

মন্জুরুল আলম বলেছেন: "পাগলের সুখ মনে মনে ,
রাইত হইলে তারা গুনে "

ভাই ঘটনা সইত্য, বাট সাক্ষী দূর্বল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.