নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানের কথা নাই, শুধু মনের চাপা ব্যাথার কথা

স্বপ্নের সাথে বসবাস

মন্জুরুল আলম

আমার: উর্বর (!) মস্তিক্ব থেকে সাহিত্য রচনা বা কিছু লিখার মত কোন গুণ মহান স্রষ্টা দিয়েছে বলে মনে হয় না। পৃথিবীতে ৩টা জিনিস বড় প্রিয়: ঘুম, দিবাস্বপ্ন, রোমান্টিকঘুম আমার প্রিয় বই: এডভ্যান্স কোয়ান্টাম মেকানিকস। (যেই বই ধরলে, কিছুক্ষনের মধ্যে ঘুম আসে। প্রিয় ব্যক্তি: রিপ ভ্যান আংকেল। কারণ আংকেল একটানা ২০বছর ঘুমাইয়া কাটাইছে। প্রিয় খাবার: ভাত। আল্লাহর কি রহমত ভাত খাবার পরই একটা ঘুমের আমেজ আসে। প্রিয় কাংখিত মুহুর্ত: সূর্যোদয়; যা এখনো দেখিনি। https://www.facebook.com/monzurul.shohel

মন্জুরুল আলম › বিস্তারিত পোস্টঃ

ক্যানাডাতে অভিবাসন Permanent Residency Application:Express Entry

০৫ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৪৯

দেশে সুখে থা্কতেও ( :) ) যাদের ভুতের কিল খাওয়ার ইচ্ছা আছে, তাদের জন্য ফার্স্ট জানুয়ারী, ২০১৫ হতে চালু হওয়া নতুন নিয়মে ক্যানাডতে অভিবাসনের জন্য আবেদন করার কিছু ইনফো এইখানে শেয়ার দিলাম:
Express Entry সিস্টেমে খুব সহজেই (কোন মাধ্যম ছাড়াই) আবেদন করা যায়। এই সিস্টেমে
১) প্রথমে একটা প্রোপা্ইল তৈরি করতে হবে,
২) যেখানে আপনার অভিজ্ঞতা, শিক্ষা, ইংলিশ স্কোর ইত্যাদির উপর ভিত্তি করে একটা পয়েন্টের ভিত্তিতে আপনাকে, ইনাবাইটেশন অফ এপ্লিকেশন দিবে অথবা দিবেনা।
৩) যদি ইনাবাইটেশন পেয়ে যান ২মাস টা্ইম দিবে এপ্লিকেশন করার । আর যদি ১২ মাসের মধ্যে ইনাবাটেশন না পান আবার নতুন প্রোপাইল তৈরি করে আবেদন করা যাবে
কিন্তু প্রোপা্ইল তৈরির পূর্বে, জানতে/থাকতে হবে
১) আপনার Job experience এর NOC : O, A or B ক্যাটাগরীর কোড নাম্বার
২) IELTS or Other Language Test score
৩) শিক্ষা এবং জবের কাগজ-পত্র (যদি এগুলো ক্যানাডা'র বাইরের কোন দেশে থেকে হয়) এর Credential assessment report থাকতে হবে। এই এজিন্সীটা এসেসমেন্ট করে

বি.দ্র.: আবেদন করার পূর্বে সবগুলো নিয়ম নিজদ্বায়িত্বে ভালভাবে পড়ে নিবেন :) । শুভ কামনা রইল।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৩

এহসান সাবির বলেছেন: আর একটু বিস্তারিত দিতে পারতেন।

২| ১৮ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল। ভালো থাকুন সব সময়।

শুভ কামনা।

৩| ১৯ শে জুলাই, ২০১৫ রাত ৩:০৫

মন্জুরুল আলম বলেছেন: ঈদ মোবারক। ভাল থাকবেন।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৫

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা।
ভালো থাকুন সুস্থ থাকুন।
শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.