নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুকের ভেতর মন পাখিটা কেমন আছে কমু না, এটাই এখন আমার কাছে ভালবাসার নমুনা।

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

শাহজাহান মুনির

জীবনের নিশ্চিত পতন জেনেও আগুনে হাত দিয়েছি,দেখি আর কত পুড়াতে পারে প্রিয় আগুন আমার।

শাহজাহান মুনির › বিস্তারিত পোস্টঃ

সেই থেকে আমার আর কখনো ঘুম আসে না......

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০



হৃদয়ের সবটুকু আকুলতা নিয়ে

আমার যে স্বপ্ন দেখা

তার সুখের কাল দেখে

ঈর্ষান্বিত হই জেগে।

তোমার হাতের উপর হাত রেখে

চলছি অভিরাম,

হৃদয়ের সবটুকু শক্তি দিয়ে

ঐ হাত ধরেছি, যেন প্রতিজ্ঞা করেছি

কখনো ছাড়বনা ঐ হাত।

তুমিও যেন তায়।



শুনেছি সুন্দর একটি স্বপ্নের

কুৎসিত একটি অর্থ থাকে,

তাই তো সারা রাত জেগে

সেই সুন্দর স্বপ্নের অর্থ খুজি,

সেই সুন্দর স্বপ্নের অর্থ বুঝে

আমার ঘুম আসে না,

সেই থেকে আমার আর কখনো

ঘুম আসে না......। ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

শায়মা বলেছেন: অনেক অনেক ভালোলাগা ভাইয়া।

২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৪

শাহজাহান মুনির বলেছেন: ধন্যবাদ আপু। কেমন আছেন? অনেক দিন হল আপনার কোন পোষ্ট পাই না।



ভাল থাকুন সবসময়।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেএএক ভাল লেগেছে। শুভ সকাল।

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৪

শাহজাহান মুনির বলেছেন: ধন্যবাদ আপু। কেমন আছেন? শুভ সকাল আপনাকেও।


ভাল থাকুন।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪০

স্বাধীনচেতা মানবী বলেছেন: ভাল লেগেছে ভাইয়া ......।

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৫

শাহজাহান মুনির বলেছেন: ধন্যবাদ আপু। আমার ব্লগে স্বাগতম।


ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.