নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুকের ভেতর মন পাখিটা কেমন আছে কমু না, এটাই এখন আমার কাছে ভালবাসার নমুনা।

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

শাহজাহান মুনির

জীবনের নিশ্চিত পতন জেনেও আগুনে হাত দিয়েছি,দেখি আর কত পুড়াতে পারে প্রিয় আগুন আমার।

শাহজাহান মুনির › বিস্তারিত পোস্টঃ

এসএমএস এসএমএস খেলা

০৫ ই জুলাই, ২০১৩ ভোর ৪:২৫



-তোমার নিষ্ঠুরতা আমাকে নির্মমভাবে খুন করে,

তার চেয়ে ভাল তুমি আমাকে গলা টিপে খুন করো ।

তোমার হাতে খুন হওয়ার চেয়ে ;

নিষ্ঠুরতায় খুন হওয়া অনেক বেশী কষ্টের ।





-আমি নির্বাক তোমার এসএমএস পড়ে,

কি উত্তর দিব ভেবে পাচ্ছি না ।

মনের কোণে অজানা একটা ব্যথা অনুভব করছি এই ভেবে যে,

আমি আমার মনের মানুষটিকে এখনও চিনতে পারিনি ।

মনের অজান্তে, ইচ্ছায়-অনিচ্ছায় আমার দেয়া কষ্টের জন্য আমি দুঃখিত, লজ্জ্বিত এবং ক্ষমা প্রার্থী । আমি তোমাকে অনেক অনেক ভালবাসি... ।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৪৬

একজন আরমান বলেছেন:
আরও জমতে পারতো খেলাটা। ভালোই লাগছিল তো। :(

প্রথম অংশটুকু দারুন। :)

০৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:১৬

শাহজাহান মুনির বলেছেন: এইটুকুতেই সাইজ হয়ে গেছি ভাই । ধন্যবাদ ভাই ।

২| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আরো দিতে পারতেন X( X(

০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৫

শাহজাহান মুনির বলেছেন: আর কিছু মাথায় আসেনি ।

৩| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:

এভাবেই শেষ করে দিলেন :(

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৮

শাহজাহান মুনির বলেছেন: উপায় ছিল না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.