![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের নিশ্চিত পতন জেনেও আগুনে হাত দিয়েছি,দেখি আর কত পুড়াতে পারে প্রিয় আগুন আমার।
সারা দিনের ব্যস্ততা শেষে বাসায় ফিরে ফ্রেস হয়ে বিছানায় একটু হেলান দিলেই দুনিয়াদারি আর খবর থাকে না। অনেক বেশী ক্লান্ত হয়ে যা্ই ইদানিং। একটা সময় অনেক রাত জেগে ফ্লিম দেখেছি, নেট ব্রাউজ করেছি সারারাত । সকাল সকাল ঠিক অফিসে গিয়েছি। সারাদিন কাজ করেছি। বিকেল বেলা ক্লাস । ইদানিং আমার ঘুম বেড়ে গেছে । কারণ কি বুঝতে পারছি না । শুনেছি মানুষ বিয়ের আগে আর মরার আগে বেশী ঘুমায় । আমার কোনটা হবে ভেবে অস্হির ।
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
শাহজাহান মুনির বলেছেন: হতে পারে ।
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২০
নক্শী কাঁথার মাঠ বলেছেন: এটা ঠান্ডা আবহাওয়ার কারনে হতে পারে।