নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুকের ভেতর মন পাখিটা কেমন আছে কমু না, এটাই এখন আমার কাছে ভালবাসার নমুনা।

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

শাহজাহান মুনির

জীবনের নিশ্চিত পতন জেনেও আগুনে হাত দিয়েছি,দেখি আর কত পুড়াতে পারে প্রিয় আগুন আমার।

শাহজাহান মুনির › বিস্তারিত পোস্টঃ

জোৎস্না ভরা আকাশ নিয়ে বসে আছি

২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫০

এই মূহুর্তে আমি তোমাকে চাই

আমার ভাবনার আকাশ জুড়ে মিশে আছ তুমি,

এই জোৎস্না ভরা আকাশ

পুরোটা আজ আমি দখল নিয়েছি,

আকাশের সবটুকু আলো পকেটে নিবো;

তুমি এই মূহুর্তে আমার কাছে আসবে কথা দিলে ।



এই মূহুর্তে এসো নারী;

জোৎস্না ভরা আকাশ দেখি,

কোলের উপর মাথা রেখে

নতুন দিনের স্বপ্ন আঁকি,

চারটি নয়ন এক করে আজ দেখবো আকাশ ।

থরে থরে স্বপ্ন বুনে ফানুস হয়ে উড়বো দু'জন ।

এসো মোরা হারিয়ে যাবো নাম না জানা পথের বাঁকে ।

খুনসুটি আর দুষ্টামিতে মিশে যাবো

তোমার মাঝে যখন তখন ।

এসো নারী;

জোৎস্না ভরা আকাশ নিয়ে বসে আছি,

আসবে তুমি সঙ্গী হবো ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০২

আমিনুর রহমান বলেছেন:



সুন্দর +++


জোৎস্না ভরা আকাশ নিয়ে বসে আছি,
আসবে তুমি সঙ্গী হবো ।

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২২

শাহজাহান মুনির বলেছেন: ধন্যবাদ ।

২| ২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৯

হিমালয় ২৪ বলেছেন: ভালো লাগলো পড়ে । "কুলের উপর মাথা রেখে", এটা কি কোলের উপর হবে?

২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২২

শাহজাহান মুনির বলেছেন: ধন্যবাদ ভালো লাগার জন্য । ঠিক করে দিলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.