নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুকের ভেতর মন পাখিটা কেমন আছে কমু না, এটাই এখন আমার কাছে ভালবাসার নমুনা।

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

শাহজাহান মুনির

জীবনের নিশ্চিত পতন জেনেও আগুনে হাত দিয়েছি,দেখি আর কত পুড়াতে পারে প্রিয় আগুন আমার।

শাহজাহান মুনির › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৭

অপেক্ষায় থাকলাম, যেমনটা থাকে ঐ বৃক্ষ

তার পথিকের পথ চেয়ে,

এ রকম যুগ যুগ অপেক্ষায় থাকতে

আমার কোন আপত্তি নেই ; তুমি আমার হবে কথা দিলে ।

তোমার সরলতা আর ভালোবাসা ভরা

একটুখানি বার্তা আমাকে স্বর্গে পৌছে দেয়,

তোমার মুখের একটুখানি হাসি আকুল করে আমায়,

ব্যাকুল করে একটুখানি কষ্টে ।



তোমার পথ চেয়ে থাকলাম,

এ রকম যুগ যুগ তোমার পথ চেয়ে থাকতে

আমার কোন আপত্তি নেই; তুমি এই পথে আসবে কথা দিলে ।

তোমাকে কাছে পেয়ে দিশেহারা হবো,

রাজ্য জয়ের সুখ বুকে নিয়ে, তোমাকে রাণী বানাবো ।

আহা তোমাকে তুমুল বাজাবো ।



তোমাকে দেখার অপেক্ষায় থাকলাম,

এ রকম যুগ যুগ তোমাকে দেখার

অপেক্ষায় থাকতে আমার কোন আপত্তি নেই;

তুমি দেখা দিবে কথা দিলে ।

তোমার জন্য অপেক্ষা আমাকে বাঁচতে শেখায়,

আমি এভাবেই অনন্তকাল বাঁচতে চাই,

আরও বেশি ভালোবাসতে চাই তোমাকে ।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.