| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহজাহান মুনির
জীবনের নিশ্চিত পতন জেনেও আগুনে হাত দিয়েছি,দেখি আর কত পুড়াতে পারে প্রিয় আগুন আমার।
সোনা বউটা রাগ করেছে
মুখ করেছে লাল,
রাগ ভাঙ্গাতে চাটগাঁ যাবো
আজ নয় তো কাল ।
মিঠাই নিবো বই নিবো
নিবো গোলাপ ফুল,
বুকটা ভরে প্রেম নিবো
ভাঙ্গাতে বউয়ের ভুল ।
দেখোনা বউ বুকের ভেতর
এ কোন প্রেমের জ্বালা,
আদর করে ছোঁয়ে দাও না
পরাও প্রেমের মালা ।
ঘুম আসে না ভাবছি তোমায়
একলা নিঠুর রাত,
কাছে এসো আকাশ দেখি
দেখি সোনার চাঁদ ।
তোমার কোলে মাথা রেখে
রাত পোহায়ে ভোর,
এমন নিশি আসুক বারে
নিয়ে আপন সুর ।
এবার একটু হাসোনা বউ
এই ধরেছি কান,
লক্ষী জামাই ডাকো না বউ
ভেঙ্গে তোমার মান ।
০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৪
শাহজাহান মুনির বলেছেন: ধন্যবাদ
২|
০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০০
মুনেম আহমেদ বলেছেন: চমত্কার লিখেছেন
০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৫
শাহজাহান মুনির বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩১
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
+