নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুকের ভেতর মন পাখিটা কেমন আছে কমু না, এটাই এখন আমার কাছে ভালবাসার নমুনা।

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

শাহজাহান মুনির

জীবনের নিশ্চিত পতন জেনেও আগুনে হাত দিয়েছি, দেখি আর কত পুড়াতে পারে প্রিয় আগুন আমার।

শাহজাহান মুনির › বিস্তারিত পোস্টঃ

প্রিয় মানুষটার ভাল হোক

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৮

কেউ জিজ্ঞেস করো না

তোমার কবিতায় এতো কষ্ট কেন?

আমি কি করে বুঝাবো তোমাদের !!

"আমার প্রিয় মানুষটা ভাল নেই"।

আমার কষ্ট গুলো

আরও বেশি কষ্ট নিয়ে,

শব্দ হয়ে মিশে গেছে কবিতায় ।





আমিও ভাল নেই ।

তবু যদি কেউ আমার কবিতায় বিচরণে

কবিতার কষ্ট দেখে কিছু বুঝো,

আমাকে শুধিয়ো না কিছু

বলে যেও শুধু-

তোমার প্রিয় মানুষটার ভাল হোক ।





বিঃদ্রঃ রুদ্র গোস্বামীর "ভাল নেই" কবিতা অনূকরণে ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৫

কবীর হুমায়ূন বলেছেন: ভালো লাগলো।

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৬

শাহজাহান মুনির বলেছেন: ধন্যবাদ ।

২| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০০

তওসীফ সাদাত বলেছেন: কর
বিছরণ
যেয়ো

এই বানান গুলো ঠিক করুন।

কবিতায় ভালো লাগা জানবেন। যদিও আবেগ টা ওভাবে অনুভব করতে পারিনি কবিতা পড়ে, কিন্তু সবার অনুভূতি ও আবেগ যে বুঝতে হবে, অনুভব করতে হবে, এমন কোন কথা নেই।

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৮

শাহজাহান মুনির বলেছেন: ধন্যবাদ ভালো লাগার জন্য ।

৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৭

উদাস কিশোর বলেছেন: শুভ কামনা ।
খারাপ বলবো না , বেশ ভালই লিখেছেন । তবে মন স্পর্স করতে পারেনি কষ্ট গুলো ।

১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০৯

শাহজাহান মুনির বলেছেন: ধন্যবাদ । আরেকটু চেষ্টা করলে আরও হৃদয় স্পর্শী করা যেতো । আবার আসবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.