নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুকের ভেতর মন পাখিটা কেমন আছে কমু না, এটাই এখন আমার কাছে ভালবাসার নমুনা।

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

শাহজাহান মুনির

জীবনের নিশ্চিত পতন জেনেও আগুনে হাত দিয়েছি,দেখি আর কত পুড়াতে পারে প্রিয় আগুন আমার।

শাহজাহান মুনির › বিস্তারিত পোস্টঃ

"আমি আর কোন দিন সত্য বলবো না"

১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৯

মানুষের সহজ স্বীকারোক্তি যদি

মিথ্যার অপবাদে দুষ্ট হয়, তবে

দোষ দেবো কার ?

কে জানতো কোনটা সত্য

আর কোনটা মিথ্যা ?

মন খারাপের কারণ যদি হয়

এই সহজ স্বীকারোক্তি,

দুরত্ব সৃষ্টির কারণ যদি হয়

এই সহজ স্বীকারোক্ত, তবে-

"আমি আর কোন দিন সত্য বলবো না" ।

সত্য মিথ্যার লাভ ক্ষতি বুঝি না,

বুঝি না মিথ্যা আশ্বাসে

কিভাবে কষ্ট পেতে হয়, আর কষ্ট দিতে হয় ।

তবে এইটুকু বুঝি-

"আমি এক ভালোবাসার কাঙ্গাল" । ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৩

বোধহীন স্বপ্ন বলেছেন: ভালো লাগল কবিতা। একেবারে সহজ স্বীকা্রোক্তি।

১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৫

শাহজাহান মুনির বলেছেন: ধন্যবাদ ।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৯

এম এ কাশেম বলেছেন: অবশেষে সত্যটাই বললেন।

১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৫

শাহজাহান মুনির বলেছেন: ঐ সত্যটা বুকে ধারণ করি বলেই, বেঁচে আছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.