নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুকের ভেতর মন পাখিটা কেমন আছে কমু না, এটাই এখন আমার কাছে ভালবাসার নমুনা।

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

শাহজাহান মুনির

জীবনের নিশ্চিত পতন জেনেও আগুনে হাত দিয়েছি, দেখি আর কত পুড়াতে পারে প্রিয় আগুন আমার।

শাহজাহান মুনির › বিস্তারিত পোস্টঃ

সময়

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৩

সে দিন ছিলো আমার ভালো লাগার দিন,

ক্ষণিকের নয় বরং সারাটি প্রহর

তার সাথে থেকেছি,

সে এক অজানা ভালো লাগায় সিক্ত

হয়েছি বারে বার ।

এমন ভালো পূর্বে কখন লেগেছিলো

কোথায় ঠিক মনে নেই,

তার একটুখানি স্পর্শ

আমার বিরাণ ভূমিতে

এক পশলা বৃষ্টি হয়ে ভিজিয়ে দিয়েছিলো ।

এক দিকে ভয়

অন্য দিকে জমাকৃত ভালোবাসা,

আমাকে আকুল করেছে বার বার ।

বলতে পারিনি,

বলা যাবে না;

তার ভালোবাসার কতটা কাঙ্গাল আমি,

আরও কতটা কাছে তাকে চাইছে মন,

তাকে কতটা প্রয়োজন জীবনে আমার ।



তারপরও এমন সীমাবদ্ধতাকে মানিনি,

জানিয়ে দিয়েছি কতটা আপন করে

তাকে চাই, কেন চাই ।

সেও সময়ের দোহাই দিয়ে

আমাকে অসময়ে কাঁদিয়ে গেলো স্ব-যতনে ।



নারী;

আমাকে দেখতে দাও

বন্ধনের সকল রহস্য খুলে খুলে,

ভালোবাসার একটিবার সুযোগ দিয়ে দেখো

ইতিহাস হবো,

তোমার মাঝেই কাটিয়ে দিবো

বাকিটা জীবন আমার ।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.