নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুকের ভেতর মন পাখিটা কেমন আছে কমু না, এটাই এখন আমার কাছে ভালবাসার নমুনা।

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

শাহজাহান মুনির

জীবনের নিশ্চিত পতন জেনেও আগুনে হাত দিয়েছি, দেখি আর কত পুড়াতে পারে প্রিয় আগুন আমার।

শাহজাহান মুনির › বিস্তারিত পোস্টঃ

আমার কিছু যায় আসে না

২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৭

আশা আর নিরাশার যন্ত্রণায়

কাটে যদি রাত্রি গভীর,

হতাশার যাতাকলে যদি পিষ্ট হয়

তামাটে শরীর,

অন্তর নিঃশ্বাসে পুড়ে যদি

অস্তির বাসনা

দোষ দেব কার?



সামান্যটুকু মনের তুষ্টির জন্য

স্মৃতির পেখম মেলে

শুধু শুধু দুঃখ বাড়িয়ে কি লাভ?

তারচে বরং কষ্টের প্লাবনে

নষ্ট হয়ে যাওয়া

জীবনের ইতিহাস ভুলে

ভেবে নেব গিয়ে থাকলে আমার গেছে

কার কি তাতে?

এক জীবনে সকল আশার মরণ হলে

কি আসে যায়?



এখনো অপ্রাপ্তির প্রাচীর

দাড়িয়ে আছে কালের স্বাক্ষী হয়ে,

ছোঁতে পারি না ভাঙ্গতে পারিনা

বার বার ফিরে আসি আহত মনে,

পারি, যা অমানিশার আড়ালে লুকিয়ে থাকা

ভালবাসার অস্বচ্ছ মন্দির।



আমরা তামাটে জাতি;

ভালবাসার ছলনায় হারিয়ে যেতে ও

হারিয়ে দিতে ভালবাসি,

ভালবাসি অরূপের রূপে পুড়িয়ে

স্বচ্ছকে অস্বচ্ছের আদলে গড়ে তুলতে।

ভালবাসি- মিথ্যের বুলি উড়িয়ে

সত্যের হিমালয়কে চূর্ণবিচূর্ণ করতে।

আমরা ভালবাসি-

নিহত মনকে ফুলের মালা দিয়ে

বার বার উপহাস করতে,

যে মন লজ্জায় ঘৃণায়

আবার সে আত্মহত্যা করবে।



নারী; এ আমার কষ্ট নয়

কষ্টের আদলে লুকিয়ে থাকা

অনাবিল সুখের অট্রহাসি।



আমার এমন দুঃসাহসে কে কি ভাবল

তাতে আমার কিছু যায় আসে না। ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪২

টুম্পা মনি বলেছেন: নারী; এ আমার কষ্ট নয়
কষ্টের আদলে লুকিয়ে থাকা
অনাবিল সুখের অট্রহাসি।

অসাধারণ!!!!

২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫২

শাহজাহান মুনির বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.