নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুকের ভেতর মন পাখিটা কেমন আছে কমু না, এটাই এখন আমার কাছে ভালবাসার নমুনা।

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

শাহজাহান মুনির

জীবনের নিশ্চিত পতন জেনেও আগুনে হাত দিয়েছি, দেখি আর কত পুড়াতে পারে প্রিয় আগুন আমার।

শাহজাহান মুনির › বিস্তারিত পোস্টঃ

নারীর প্রতি হৃদয় কথন

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২২

জীবনের সূচনালগ্নে যে শূন্যতা

আমাকে আচ্ছন্ন করেছিল

তারই প্রেক্ষিতে প্রেম বিখারী হয়েছিলাম

প্রীতমের প্রেমদ্বারে।

একটু ভালবাসা পাওয়ার জন্যে

বড় বেশি তাগাদা দিয়েছিলাম তাকে,

এত বেশি অনুনয় বিনয় করেছিলাম যে-

শেষান্তে নিজেই নিজের বিবেকের কাছে

ছোট হয়ে গেলাম।

ফিরে আসতে চাইনি, ফিরিয়ে দিল তবু,

একদা এক প্রকার বাধ্য হয়েই

স্ব-লাজে ফিরে আসতে হয়েছিল আমাকে।

অথচ আমি না পাওয়ার ব্যর্থতা বুকে নিয়ে

বেঁচে আছি শত কোটি ক্ষত আর ক্ষতির মাঝে।



হয়ত বা সে বলেছিল

বন্ধু হিসেবে মনে রাখার অঙ্গিকারে

আমি যেন তারে মনে রাখি।

সে যে আমার মনে প্রতিটি ক্ষণ ছিল বা আছে

এতে কোন সন্দেহ নেই।

আজ গুনে গুনে দেড়টি বছর পার হয়ে গেল

অথচ কোন আভাসও নেই

সেই বন্ধু হিসেবে মনে রাখার অঙ্গিকারের।

এতদিন একটি কথাও জুটেনি সান্ত্বনার,

হয়ত বা তার অহমিকার কারণেই।

অথচ তার জন্য আমার ভালবাসার

এতটুকু কমতি ছিল না অতীতে,

আজও যে তেমন আছি এতে কোন সন্দেহ নেই।



অথচ পাল্টে গেছে জীবন নদীর মোহনা

বদলে গেছে অনেক কিছু।

অপেক্ষার দোলায় দুলতে দুলতে

একদা অনুভুতিতে মরচে ধরে গেল,

দেখা দিল প্রগাঢ় আবেগে

বুঝে নেয়ার মত ফাটল।



আমি আর কতটুকু পারি?

এতটুকু জীবনে?

আমার মত পারেনি কেউ।

চেয়েও পাইনি যা তার প্রতিক্ষায় থাকব আজীবন।



নারী; এ হতভাগা তোকে

আত্মার আত্মীয় হিসেবে চাই

হৃদয় বিধ্বংসী কীট নয়।

চরম আকালের এ কালে হৃদ-প্রার্থনা

এসব যেন তোর মনে রয়..। ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫১

পাঠক১৯৭১ বলেছেন: আজ ছিল কবি মধুসুদন দত্তের জন্মদিন; একটা সনেট লিখেন!

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৫

শাহজাহান মুনির বলেছেন: সনেট লিখতে চেষ্টা করিনি কখনও । চেষ্টা করে দেখবো । তবে আজ নয় । ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.