নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুকের ভেতর মন পাখিটা কেমন আছে কমু না, এটাই এখন আমার কাছে ভালবাসার নমুনা।

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

শাহজাহান মুনির

জীবনের নিশ্চিত পতন জেনেও আগুনে হাত দিয়েছি, দেখি আর কত পুড়াতে পারে প্রিয় আগুন আমার।

শাহজাহান মুনির › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা পেতে

২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৮

ঘুমা তুই

তোর ঘুমের ভেতর দেখিস

আমি ঠিক ছুয়ে যাবো তোর হৃদয়, মন,

তোর নিষ্পাপ দুটি হাত ।

তোর কানের কাছে গিয়ে দেখিস

ফিস ফিস করে বার বার বলবো-

আমি তোকে অনেক অনেক ভালোবাসি ।

যেমনটা সুযোগ পেলেই মাতিয়ে রাখি তোর চারপাশ ।

আমার অদ্ভুদ সব কান্ড দেখে হাসবি না হারামী !!!

তুই তো জানিস

তোর কতটা ভালোবাসার কাঙ্গাল আমি ।

আমাকে এভাবে অস্থিরতায় রেখে

তুই এমন করে নিষ্পাপ শিশুর মত

কেমন করে ঘুমোস হারামী??!!

আমি জেগে আছি, থাকবো অনন্তকাল ।

ভালোবাসা পেতে

জানিস এভাবে অনন্তকাল জেগে থাকতে

আমার কোন আপত্তি নেই ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২০

এম এ কাশেম বলেছেন: জেগে থাকুন
প্রেম যেন পালাতে না পারে ,

শুভ কামনা।

২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৮

শাহজাহান মুনির বলেছেন: পালিয়ে আর যাবে কোথায়?

ধন্যবাদ ।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২২

পাঠক১৯৭১ বলেছেন: এগুলো কবিতা হচ্ছে না, এগলো চিঠিপত্র

২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫২

শাহজাহান মুনির বলেছেন: কি জানি কি হচ্ছে । ধন্যবাদ ।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৩৪

অপ্রচলিত বলেছেন: তুই-তোকারির মিষ্টি ভালোবাসাময় পোস্টে ভালো লাগা। +++
ভালো থাকবেন নিরন্তর।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

শাহজাহান মুনির বলেছেন: ধন্যবাদ । আপনিও ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.