নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুকের ভেতর মন পাখিটা কেমন আছে কমু না, এটাই এখন আমার কাছে ভালবাসার নমুনা।

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

শাহজাহান মুনির

জীবনের নিশ্চিত পতন জেনেও আগুনে হাত দিয়েছি, দেখি আর কত পুড়াতে পারে প্রিয় আগুন আমার।

শাহজাহান মুনির › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষায় থেকো না, আমি আসবো না

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫২

অপেক্ষায় থেকো না, আমি আসবো না ।

বার বার ফিরে আসে ফাগুন,

বুকে নিয়ে দারুণ আগুন,

উপহাস করে আমায় ।

এ রকম কত ফাগুন

বুকের ভেতরটা কাপিয়ে গেলো তুমুল ,

তার কতটুকু জানো ?

এ সব অনূর্বর ফাগুন

এখন আর মুখরিত করে না আমায়,

এমন ফাগুন এলে

এখন ক্ষত আর ক্ষতির কথা মনে করে

আতকে উঠি, ভাবি-

এই বুঝি ঝরে গেলাম ।

তুমি অপেক্ষায় থেকো না, আমি আসবো না ।



যে দিন আমি অপেক্ষায় থাকতে থাকতে

অপেক্ষার মুলে গজিয়েছিলো শেখর,

মেলেছিলো ডালপালা,

ভালোবাসা দিতে ও নিতে

প্রতিনিয়ত অপেক্ষা আমার ।

কই সে দিন তো

কোন অবধি মিলেনি আমার?

এড়িয়ে গেলে স্বযত্নে ।

অপেক্ষার দোলায় দুলতে দুলতে

একদা অনুভুতিতে মরচে ধরে গেলো,

দেখা দিল প্রগাঢ় আবেগে

বুঝে নেয়ার মত ফাটল।

আমিও বুঝে নিলাম

না বুঝা এতো দিনের অর্থহীন অপেক্ষার সারাংশ ।

সেই থেকে আমি আর কোন দিন

অপেক্ষায় থাকি না ।

তুমিও আর অপেক্ষায় থেকো না,

আমি আর আসবো না ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭

এহসান সাবির বলেছেন: ফাগুনের কবিতা ভালো লেগেছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯

শাহজাহান মুনির বলেছেন: ধন্যবাদ ভালো লাগার জন্য ।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: সুন্দর হইছে ভাই :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৩

শাহজাহান মুনির বলেছেন: ধন্যবাদ ভাই ।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৩৬

অপ্রচলিত বলেছেন: সুন্দর কবিতা। শুরুটা দারুণ ছিল, তবে কবিতা আরও অনেক ভালো হওয়ার সম্ভাবনা ছিল।

নিরন্তর শুভ কামনা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

শাহজাহান মুনির বলেছেন: ধন্যবাদ । চেষ্টা করবো ভালো করতে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.