নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুকের ভেতর মন পাখিটা কেমন আছে কমু না, এটাই এখন আমার কাছে ভালবাসার নমুনা।

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

শাহজাহান মুনির

জীবনের নিশ্চিত পতন জেনেও আগুনে হাত দিয়েছি, দেখি আর কত পুড়াতে পারে প্রিয় আগুন আমার।

শাহজাহান মুনির › বিস্তারিত পোস্টঃ

যে স্বপ্ন লালন করছি বুকে

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫

যে স্বপ্ন লালন করছি বুকে এত দিন

তার একটু আধটু পূর্ণতা দেখে আপ্লুত হই প্রতিনিয়ত,

অপেক্ষা আমাকে দু'হাত ভরে দিবে ভাবিনি ।

যা কিছু আজ আমার, সবকিছু তোমাকে ঘিরেই,

তোমার এমন ভালোবাসার সাগরে

নিজেকে এক ফোটা জল মনে হয় এখন,

কই আমি তো তোমার মত করে ভালোবাসতে পারি না?

তোমার মত মমতায় ঘেরা চিঠি লিখতে পারি না,

তোমার ভালোবাসা আমাকে কাপিয়ে গেল তুমুল,

আমি এর প্রতিদান কিভাবে দিই বলো?



কাছে এসো বিশাল একখানা মুক্ত আকাশ দিবো,

যে আকাশ লালন করেছি বুকে এত দিন ।



কাছে এসো বুক পেতে দিবো,

যা কিছু লালিত বুকে, উজাড় করে দিবো তার সবই

ভালোবেসে কাঙ্গাল হবো,

তোমার হাতে হাত রেখে কাটিয়ে দিবো বাকিটা জীবন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.