নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুকের ভেতর মন পাখিটা কেমন আছে কমু না, এটাই এখন আমার কাছে ভালবাসার নমুনা।

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

শাহজাহান মুনির

জীবনের নিশ্চিত পতন জেনেও আগুনে হাত দিয়েছি, দেখি আর কত পুড়াতে পারে প্রিয় আগুন আমার।

শাহজাহান মুনির › বিস্তারিত পোস্টঃ

মন ভাল করার মন্ত্র জানিস?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৭

মনটা আজ ভীষণ খারাপ,

মন ভাল করার মন্ত্র জানিস?

একটা ফু দে....

তোর ফুয়ে যদি মন ভাল হয়-

বুঝবো তোর সুন্দর একটি মন আছে।

আর তোর এমন ফুয়ে মনটা যদি

আরো খারাপ হয়, তাহলে বুঝবো-

তুই স্বার্থপরতার ঘৃণ্য আধার।



আমার এমন দুঃসময়ে যদি

আমাকে হাসাতে পারিস,

মনকে রাঙাতে পারিস রঙিন আলোয়,

তাহলে বলবো তুই একজন মমতাময়ী নারী।

আর যদি আমার এমন দুঃসময় দেখে

মুখ ফিরিয়ে নিস,

তাহলে বুঝবো.....!!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩২

বেলা শেষে বলেছেন: For মন ভাল করার মন্ত্র জানিস?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৬

শাহজাহান মুনির বলেছেন: ধন্যবাদ ।

২| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৩:৪৯

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: লেখাটা টানা বাক্যের মতো লাগসে, ডেপ্ত আনার ট্রাই করেন, ভাই আমি নিজে ভাল লিখি না, তবে বিশ্বাস করি আপনি ভাল লিখতে পারেন, তাই বল্লাম, প্লিজ অন্যভাবে নেবেন না, ভাল থাকুন শুভ কামনা থাকলো

০১ লা মার্চ, ২০১৪ সকাল ৯:৫৯

শাহজাহান মুনির বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য । আমি আসলে নিয়ম মেনে কিছু লিখি না । মন যা চায় লিখে যাই । ট্রাই করবো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.