নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুকের ভেতর মন পাখিটা কেমন আছে কমু না, এটাই এখন আমার কাছে ভালবাসার নমুনা।

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

শাহজাহান মুনির

জীবনের নিশ্চিত পতন জেনেও আগুনে হাত দিয়েছি, দেখি আর কত পুড়াতে পারে প্রিয় আগুন আমার।

শাহজাহান মুনির › বিস্তারিত পোস্টঃ

'তোমার হৃদয় স্পর্শ করেনি'

০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

আমার চৈতন্যহীন প্রতিটি দীর্ঘশ্বাস যদি

তোমার মাঝে চেতনার সৃষ্টি না করে,

আমার অন্তরনিহিত বেদনা গুলো যদি

তোমাকে ব্যথিত না করে,

তবে বলবো-

'আমার ভালোবাসা কখনোই

তোমার হৃদয় স্পর্শ করেনি' ।



আমার অব্যক্ত কথাগুলো যদি

এক নিমিষে বুঝে নিতে না পারো,

যদি বলে দিতে না পারো;

কি চায় মন, কিভাবে চাই,

আর কতটুকু পরিচর্যা পেলে

এতটুকু মানুষ আমি প্রেমিক হয়ে যাই,

এ সব যদি তোমার ভাবনায় না রয়,

তবে বলবো-

'আমার ভালোবাসা কখনোই

তোমার হৃদয় স্পর্শ করেনি ।'



তোমার ভাবনাগুলো যদি আমাকে না ভাবায়,

তোমার সময়-অসময়ে যদি আমাকে কাছে না পাও,

তোমার প্রতিটি শোক যদি আমাকে শোকাহত না করে,

তোমার হাসি-কান্নায় আমার বুকে যদি কাপন না উঠে,

তবে বলবো-

'আমি কখনোই তোমার ভালোবাসার যোগ্য নই '।



নারী; ভালোবাসার রাজ্যে আমি

এক উম্মাদ, কাঙ্গাল প্রেমিক,

আমাকে এমন ভালোবাসা দাও

যে ভালো কখনো বাসেনি মানুষ, ভাবেনি মানুষ ।

ভালোবাসা আর প্রেমের পরিচর্যা দিয়ে,

প্রেমিষ্ঠ প্রেমিকার মত,

তোমার যোগ্য করে নাও আমাকে ।





মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

বৃষ্টিধারা বলেছেন: সুন্দর.....

০৩ রা মার্চ, ২০১৪ রাত ১:৩৬

শাহজাহান মুনির বলেছেন: ধন্যবাদ ।

২| ০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লাগল।

০৩ রা মার্চ, ২০১৪ রাত ১:৩৬

শাহজাহান মুনির বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ ।

৩| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১:৩৯

একজন আরমান বলেছেন:
আমার ভালোবাসা কখনোই
তোমার হৃদয় স্পর্শ করেনি


লাইন দুটি বেশি ভালো লাগছে।

০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

শাহজাহান মুনির বলেছেন: ধন্যবাদ আরমান ভাই ।

৪| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: আমার ভালোবাসা কখনোই
তোমার হৃদয় স্পর্শ করেনি ।' আহারে। :(


স্পর্শ করুক।প্রেমিকার হৃদয় স্পর্শ করুক।

০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

শাহজাহান মুনির বলেছেন: আহারে । হুম স্পর্শ করুক। ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.