নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুকের ভেতর মন পাখিটা কেমন আছে কমু না, এটাই এখন আমার কাছে ভালবাসার নমুনা।

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

শাহজাহান মুনির

জীবনের নিশ্চিত পতন জেনেও আগুনে হাত দিয়েছি, দেখি আর কত পুড়াতে পারে প্রিয় আগুন আমার।

শাহজাহান মুনির › বিস্তারিত পোস্টঃ

মন সে তো তোমার কাছেই জমা

১২ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০২

তোমাকে দেখবে বলে

আমার দু'চোখের পাতা বন্ধ হতে চায় না,

জেগে আছি থাকবো অনন্তকাল ।

তোমার চোখে চোখ রেখে

স্বপ্ন দেখবো বলে, স্বপ্ন দেখা হয় না বহু দিন ।

তোমার পথ চেয়ে অপেক্ষা করতে

আমার দু'টি পা আর চলতে চায় না,

থেমে থাকতে ইচ্ছে করে অনন্তকাল ।

হাত দু'টো কোন কিছু স্পর্শ করতে চায় না

তোমাকে স্পর্শ করবে বলে,

তোমার মেহেদী রাঙ্গা দু'টি হাত ধরবে বলে ।

আর তৃষ্ণার্থ ঠোট দু'টো তৃষ্ণার

জানান দেয় বার বার,

কখন মিলবে তোমার ঠোটে, বুকে, বাহুতে ।

নিঃশ্বাসে শান্তি পাই না,

তোমার নিঃশ্বাসে নিঃশ্বাস রেখে

বুক ভরাবো বলে ।

মন সে তো তোমার কাছেই জমা । ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০৯

বৃষ্টিধারা বলেছেন: হুমমমমমম

১২ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১২

শাহজাহান মুনির বলেছেন: হুমমমমম

২| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫১

অদৃশ্য বলেছেন:





দেহ খুব কাছে... মন সে তো বহুদুরের পথ...

ভালোলাগা জানিয়ে গেলাম...
শুভকামনা...

১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫৬

শাহজাহান মুনির বলেছেন: ধন্যবাদ । আপনার জন্যও শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.