নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুকের ভেতর মন পাখিটা কেমন আছে কমু না, এটাই এখন আমার কাছে ভালবাসার নমুনা।

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

শাহজাহান মুনির

জীবনের নিশ্চিত পতন জেনেও আগুনে হাত দিয়েছি, দেখি আর কত পুড়াতে পারে প্রিয় আগুন আমার।

শাহজাহান মুনির › বিস্তারিত পোস্টঃ

প্রয়োজন

১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৩

আমি ভীষণ কষ্টে আছি, একলা এখন তোমা বিনে ।

দুপুর বেলার প্রখর রোদে একলা হাটি,

মাতাল হয়ে কষ্ট কিনি, নষ্ট হবো,

একটু ছায়ার খুব প্রয়োজন ।



আমি ভীষণ কষ্টে আছি, একলা এখন তোমা বিনে ।

রাত বিরাতে উদাস মনে আকাশ দেখি,

আকাশেরই বিশালতায় হারিরে ফিরি,

একটা নীড়ের খুব প্রয়োজন ।



আমি ভীষণ কষ্টে আছি, একলা এখন তোমা বিনে ।

তোমায় দেখার তৃষ্ণা কেবল বাড়ছে আমার,

নাকের ডগায় বিন্দু বিন্দু ঘামের ফোটার অর্থ খুজি,

বুঝতে পেরে অস্হিরতা ঘিরে আমায়,

তোমায় কসম খুব প্রয়োজন ।



আমি ভীষণ কষ্টে আছি, একলা এখন তোমা বিনে ।

এখন তোমার সকাল বিকাল,

কাটছে কেমন, এমন আকাল,

তোমার তরে দিবো উড়াল

মুক্ত পাখির ডানায়,

তোমায় দেখা খুব প্রয়োজন ।



আমি ভীষণ কষ্টে আছি, একলা এখন তোমা বিনে ।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩০

নাসিম আহমেদ সুমন বলেছেন: Awesome,ekdom amr moner kotha likhesen....

১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২০

শাহজাহান মুনির বলেছেন: ধন্যবাদ । মনের মিল আর কি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.