নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুকের ভেতর মন পাখিটা কেমন আছে কমু না, এটাই এখন আমার কাছে ভালবাসার নমুনা।

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

শাহজাহান মুনির

জীবনের নিশ্চিত পতন জেনেও আগুনে হাত দিয়েছি, দেখি আর কত পুড়াতে পারে প্রিয় আগুন আমার।

শাহজাহান মুনির › বিস্তারিত পোস্টঃ

আমার দূরত্ব ভালো লাগে না

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:২৯

আজ অনেক দিন হলো আমি ভালো নেই,

তোমাকে ছেড়ে এ বিষন্ন শহরে নিঃশ্বাস নিতে কষ্ট হয়,

তোমার এমন প্রাণ উজাড় করা ভালোবাসা বিনে

আমি কিভাবে ভালো থাকি বলো ?

যখন থেকে চোখের আড়াল হলে

মনে হলো এ আমার বেঁচে থাকার মিথ্যে অভিনয়,

আর কত এভাবে মিথ্যে অভিনয় করে যাবো ?

আমার এমন মিছেমিছি অভিনয় ভালো লাগে না ।



আমার প্রতিটি মুহুর্ত জুড়ে যেখানে তোমার বিচরণ,

সেখানে চোখের আড়াল অনেক বেশি কষ্ট দেয় ।

এমন নির্ঘুম রাত, তোমাকে ভেবে ভেবে কাটছে না আর,

স্বপ্ন জুড়ে তুমি আসবে কথা দিলে

এখনিই ঘুমিয়ে যাবো, কখনোই জাগবো না আর,

স্বপ্নে তোমার দু'হাত বুকে নিয়ে

কানে কানে ফিস ফিস করে বলবো;

অনেক অনেক ভালোবাসি তোমায়, ছেড়ে যেও না ।

বাচঁতে যেহেতু শিখিয়েছো, আমাকে বাচঁতে দাও,

তোমার ভালোবাসা পেতে

আমি অনন্তকাল বাচঁতে চাই ।



নারী; ভালোবেসে দূরে থেকো না,

কাছে এসো বুক পেতে দিবো,

যা কিছু জমা বুকে উজাড় করে দিবো তার সবই,

আমার দূরত্ব ভালো লাগে না ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:৩০

ফারদীন নিশ্চিন্ত বলেছেন: এসো এসো মুনির ভাইয়ের কাছে এসো

১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৯

শাহজাহান মুনির বলেছেন: তবে তাই হোক । ধন্যবাদ ।

২| ১৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: বাচঁতে যেহেতু শিখিয়েছো, আমাকে বাচঁতে দাও,

১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৯

শাহজাহান মুনির বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ ।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০২

বকুল০৮ বলেছেন: নারী; ভালোবেসে দূরে থেকো না,
কাছে এসো বুক পেতে দিবো,
যা কিছু জমা বুকে উজাড় করে দিবো তার সবই,
আমার দূরত্ব ভালো লাগে না ।

........................................
চমৎকার!

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০৫

শাহজাহান মুনির বলেছেন: ধন্যবাদ ।

৪| ২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৭

অদৃশ্য বলেছেন:





খুব ভালো লেগেছে লিখাটি...


শুভকামনা...

২৫ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১২

শাহজাহান মুনির বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।




আপনার জন্যও শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.