নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুকের ভেতর মন পাখিটা কেমন আছে কমু না, এটাই এখন আমার কাছে ভালবাসার নমুনা।

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

শাহজাহান মুনির

জীবনের নিশ্চিত পতন জেনেও আগুনে হাত দিয়েছি, দেখি আর কত পুড়াতে পারে প্রিয় আগুন আমার।

শাহজাহান মুনির › বিস্তারিত পোস্টঃ

ভাবছি তোমায়

২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০২

পূবাল হাওয়া মিষ্টি লাগে

ভাবলে তোমার কথা,

তোমার হাসি মাতাল করে

ভুলে সকল ব্যথা ।

তোমার চোখে দু'চোখ রেখে

কাটাবো সারা বেলা,

মনের কথা বুঝেই নিবো

ভাসিয়ে প্রেমের ভেলা ।

ভাবছি তোমায় একলা বসে

কবে পাবো দেখা,

তুমি বিনে কাটছে না দিন

লাগছে বড় একা ।

দেখবো তোমায় হাসবে ভুবন

হবো বাঁধনহারা,

আকবো ছবি তোমার চোখেই

হবো দিশেহারা ।

তোমার ভালো চায়ছি সদা

দিন ফুরিয়ে রাত,

আকুল আমি রাখতে বুকে

তোমার দু'টি হাত ।

তোমার দু'হাত বুঝবে কি আর

আমার বুকের কাপন,

কতটা আকুল তোমার তরে

কতটা তুমি আপন ?

ভালোবাসা বাঁচতে শেখায়

ভালোবাসার তরে,

তাই মনে আর বাঁচারই স্বাদ

যাবে নাকো মরে ।



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০৮

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর

২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৯

শাহজাহান মুনির বলেছেন: ধন্যবাদ ।

২| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৮

আলী খান বলেছেন: ভাল লাগল

২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৯

শাহজাহান মুনির বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ ।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৫

একজন আরমান বলেছেন:
আশা-ভালোবাসাময় কবিতা। :)

০৩ রা মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

শাহজাহান মুনির বলেছেন: আশা ভালোবাসা নিয়েইতো বেঁচে থাকা দাদা ।






ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.