নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুকের ভেতর মন পাখিটা কেমন আছে কমু না, এটাই এখন আমার কাছে ভালবাসার নমুনা।

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

শাহজাহান মুনির

জীবনের নিশ্চিত পতন জেনেও আগুনে হাত দিয়েছি, দেখি আর কত পুড়াতে পারে প্রিয় আগুন আমার।

শাহজাহান মুনির › বিস্তারিত পোস্টঃ

আমি হালকা হবো ?

২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩২

রি-পোষ্ট



প্রিয় মানুষটার অবহেলা যখন বুঝতে পারি,

মনের অজান্তে মনটা খারাপ হয়ে যায় অনেক ।

অজানা আশঙ্কা বুকের ভেতরটা কাপিয়ে তুলছে প্রতিনিয়ত ।

মন খুলে যদি বুকের অভিমান, কষ্ট গুলোকে

একনিষ্ট পরিচর্যা দিয়ে সুখে রুপান্তরিত করা না যায়,

বুকের ভেতর প্রতিনিয়ত যে অভিমানের জমছে পাহাড়,

তাকে যদি প্রশমিত করা না যায়,

একদিন দেখো আমার মত বোবা কান্না

তোমাকেও নিস্তার দিবে না ।

আর যদি আমার প্রচেষ্টা ব্যর্থ হয়, তবে বলবো;

এসবের যোগ্য আমি কখনোই ছিলাম না ।



শুনেছি জোরে জোরে কান্না করলে নাকি

হালকা হওয়া যায়, আমার তো জোরে কান্না আসে না ।

আমার ভেতর এ মুহুর্তে যে কান্না জমানো,

যে কান্না আমাকে উলট পালট করছে প্রতিনিয়ত,

ভিজিয়ে তুলছে মনের জমিন;

এর চেয়ে আর কত জোরে কাঁদলে

আমি হালকা হবো ?



আমার অন্তরের সবটুকু আকুলতা নিয়ে

যতটুকু বিনীত হলে মনে হবে তোমার;

মন ভাল হবে,

আমি আজ ততটুকু বিনীত হলাম ।

তোমার মুখে একটুখানি হাসি ফোটাতে

এর আরও বেশি বিনীত হতে

আমার কোন আপত্তি নেই ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৯

অদৃশ্য বলেছেন:





ভালো লেগেছে লিখাটি...


শুভকামনা...

০২ রা মে, ২০১৪ রাত ১২:০৬

শাহজাহান মুনির বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ ।



আপনার জন্যও শুভকামনা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.