নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুকের ভেতর মন পাখিটা কেমন আছে কমু না, এটাই এখন আমার কাছে ভালবাসার নমুনা।

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

শাহজাহান মুনির

জীবনের নিশ্চিত পতন জেনেও আগুনে হাত দিয়েছি, দেখি আর কত পুড়াতে পারে প্রিয় আগুন আমার।

শাহজাহান মুনির › বিস্তারিত পোস্টঃ

ঠিক যেমনটি তুমি চাও

১৬ ই মে, ২০১৪ দুপুর ২:৫৮

স্বপ্ন দেখতে কার না ভাল লাগে?

তাইতো আমার স্বপ্নের মাঝে তোমার আসা যাওয়া প্রতিনিয়ত,

ঘুমহীন রাত, তোমার ভাবনায় অস্তির মন,

তোমাকে দেখার তরে অধীর আগ্রহে পথ চাওয়া,

ভাল আছি ভাল থেকো ধ্বনিতে আর কত কাল

এইভাবে দেখব না তোমাকে?

আমি তোমাকে দেখতে চাই নারী,

দেখাতে চায় আমার সকল কষ্টের দাগ।

আমি কেন এমন হলাম, যেমনটা হয় চাতক পাখী;

জানাতে চায় তোমাকে।



নারী; তোমার পবিত্র হাতের ভালবাসার খঞ্জর দিয়ে

ক্ষত বিক্ষত করে ফেলো আমাকে,

আমি এক তিল পরিমাণও নড়ব না।

তোমার ক্ষত বিক্ষত করা এই আমাকে

সাজিয়ে নিব তোমার প্রয়াস মত,

ঠিক যেমনটি তুমি চাও...। ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.