নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুকের ভেতর মন পাখিটা কেমন আছে কমু না, এটাই এখন আমার কাছে ভালবাসার নমুনা।

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

শাহজাহান মুনির

জীবনের নিশ্চিত পতন জেনেও আগুনে হাত দিয়েছি, দেখি আর কত পুড়াতে পারে প্রিয় আগুন আমার।

শাহজাহান মুনির › বিস্তারিত পোস্টঃ

আকুলতা

২৩ শে মে, ২০১৪ দুপুর ১২:৩৮

আমি তো ভালোবেসে কাঙ্গাল হতে চেয়েছিলাম,

আজ এতটা পথ পাড়ি দিয়ে

বুঝে গেছি কতটা কাঙ্গাল আমি হয়েছি, আর

কতটা কাঙ্গাল হলে মনের মানুষটি

বুঝে নিবে একজন মানুষ

কতটা ভালোবাসলে সন্নাসী হয় ।



প্রতিনিয়ত যার ভালোবাসা আমাকে বাঁচতে শেখায়,

আকালের কালে যার সংস্পর্শ আমাকে প্রেরণা দিয়েছে,

প্রতিটি সুখে অসুখে যে আমার সুখে সুখী,

আর আমার অসুখে অসুখী হয়েছে,

তার এতটুকু নিরবতা

আমাকে অস্তির করছে প্রতিনিয়ত ।



নারী; যতটুকু অভিমান হলে

মানুষ তার মনের মানুষটাকে দূরে ঠেলে না দেয়,

ঠিক ততটুকু অভিমান আমিও পুষছি মনে ।

তাই তো তোমার মত মনোকষ্টে

আমিও পুড়ছি এখন, ঠিক যতটুকু পুড়ছো তুমি । ।











মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৪ দুপুর ২:১৩

একজন আরমান বলেছেন:
নারী; যতটুকু অভিমান হলে
মানুষ তার মনের মানুষটাকে দূরে ঠেলে না দেয়,
ঠিক ততটুকু অভিমান আমিও পুষছি মনে ।
তাই তো তোমার মত মনোকষ্টে
আমিও পুড়ছি এখন, ঠিক যতটুকু পুড়ছো তুমি । ।


দুর্দান্ত মুনির ভাই।

২৩ শে মে, ২০১৪ দুপুর ২:৫৪

শাহজাহান মুনির বলেছেন: অনেক ধন্যবাদ আরমান ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.