নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুকের ভেতর মন পাখিটা কেমন আছে কমু না, এটাই এখন আমার কাছে ভালবাসার নমুনা।

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

শাহজাহান মুনির

জীবনের নিশ্চিত পতন জেনেও আগুনে হাত দিয়েছি, দেখি আর কত পুড়াতে পারে প্রিয় আগুন আমার।

শাহজাহান মুনির › বিস্তারিত পোস্টঃ

ভাবনা আমারা

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৫:৪৯

যেটুকু ভালোবাসা হলে মানুষ ভাবে

এর বেশি বোধয় ভালোবাসা যায় না,

আমার তেমন কোন ভাবনা নেই ।

যে ভালোবাসা আমাকে প্রতিনিয়ত বাঁচতে শেখায়,

বুকের কোণে জমে থাকা অজানা কষ্ট গুলোকে যে

ভালোবাসার পরশ দিয়ে প্রাণ চঞ্চল করে,

আমার এতটুকু হতাশায় যে আমাকে

আশান্বিত করে, সাহস দিয়ে যে

আমার এলোমেলো ভাবনা গুলোকে গুছিয়ে আনে, আর

যার পৃথিবী আমাকে ঘিরে,

তার এমন সব ভালোবাসা পেয়ে

আমি কেমন করে বদলাবো ?

তাই তো তার এতটুকু আকুলতা

আমাকে এত বেশি ব্যাকুল করে,

ভালোবেসে যতটুকু বিনীত হলে

তোমার আকুলতা রূপ নেবে ভালোবাসায়,

আমি আজ ততটুকু বিনীত হলাম ।





নারী; এ আমার বদলে যাওয়া নয়,

মনের অজান্তে ঘটে যাওয়া ছোট ছোট ভুল,

যেটুকু মানুষ করে ।

আমি আরও বেশি ভালোবাসতে চাই তোমাকে,

আমাকে আরও বেশি ভালোবাসতে দাও ।

তোমার মত অকৃত্রিম ভালো যেনো আমিও বাসতে পারি,

ফিরে যেতে পারি, জীবনের ঠিক যেখানটায় তুমি চাও,

আপাতত এইটুকু ভাবনা আমার ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.