নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুকের ভেতর মন পাখিটা কেমন আছে কমু না, এটাই এখন আমার কাছে ভালবাসার নমুনা।

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

শাহজাহান মুনির

জীবনের নিশ্চিত পতন জেনেও আগুনে হাত দিয়েছি, দেখি আর কত পুড়াতে পারে প্রিয় আগুন আমার।

শাহজাহান মুনির › বিস্তারিত পোস্টঃ

পথ

১১ ই জুন, ২০১৪ রাত ১১:২৯

এই পথ আর কত দূর ?

আর কতটা পথ পাড়ি দিলে

পথের শেষ না হোক অন্তত বুঝব

এই পথের অন্ত কোথায় ?

আপাতত ঐটুকু পথ আমি পাড়ি দিতে চাই ।

আমার এমন অন্তহীন পথ চলতে ভালো লাগে না ।

ভালো লাগে না বুকের ভিতর জমানো

অতৃপ্তির পাহাড়ের অট্রহাসি,

যে অতৃপ্তির পাহাড় জমছে প্রতিনিয়ত ।

কোন পথ ঠিক আর কোন পথ বেঠিক,

কোন পথে গেলে সফলতা আর

কোন পথে গেলে ব্যর্থতা ঘিরে মানুষকে,

কই কেউ তো আমাকে বলে দিলো না ?

একা একা চলতে ভাবি এই বুঝি ঝরে গেলাম ।

আমার ব্যর্থতা ভালো লাগে না ।



এই পথ আর কত দূর ?

আর কতটুকু পথ পাড়ি দিলে

অসময়ের সবটুকু উপহাস পা্যে ঠেলে

সুসময়ে স্বপ্নীল রঙে রাঙাবে জীবন ?

আজ এতটা পথ এসে বুঝে গেলাম-

আমি আর কতটুকু পারি এতটুকু জীবনে ?



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৪ রাত ১১:৫২

পংবাড়ী বলেছেন: পথ হয়তো লম্বা; তখন দরকার গণতব্যকে কাটছাট করা।

১২ ই জুন, ২০১৪ সকাল ৯:২২

শাহজাহান মুনির বলেছেন: কাটছাট করেই এতটা পথ এলাম ।


আপনার সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.