নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুকের ভেতর মন পাখিটা কেমন আছে কমু না, এটাই এখন আমার কাছে ভালবাসার নমুনা।

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

শাহজাহান মুনির

জীবনের নিশ্চিত পতন জেনেও আগুনে হাত দিয়েছি, দেখি আর কত পুড়াতে পারে প্রিয় আগুন আমার।

শাহজাহান মুনির › বিস্তারিত পোস্টঃ

কবিতার অবরোধ

১২ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২২

আমি মানুষ নই, তা না হলে-
"মানুষের এমন দু:সময়ে
তোমাকে নিয়ে ভালোবাসার কবিতা লিখছি কেনো?"
মানুষের এমন হা-হা-কার দেখে
আমার বুক হা-হা-কার করে না কেনো?
কেন মানুষের চোখের অশ্রু দেখে
ভেতরকার মনুষ্যত্ব কেঁপে উঠে না?
কেঁপে উঠে না অমানুষের এই শহর, বন্দর, গ্রাম?
অন্যায়, অপযশ, আর বিগ্রহের প্রতিবাদ করতে করতে
তরুণ বালক হ্মুধিরামের মত আমার ফাসি হয় না কেন?

মানুষের এমন দু:সময়ে
একটা কিছু করতে না পারার আক্ষেপ
আমাকে তাড়সাক্ত করছে প্রতিনিয়ত।
তাইতো আমার বিশ্বাসের সাথে
অর্ণবকে যোগ রেখে,
মনের সবটুকু ঘৃণা ভরে,
মানুষের দু:সময়ের অবসান না হওয়া অবধি
আজ থেকে আমি তোমাকে নিয়ে
আর একটি কবিতাও লিখবোনা।
লিখবোনা একটি লাইনও।
কবিতার অবরোধে যদি মানুষের মুক্তি মিলে?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৪১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কঠিণ একটি কবিতা --- সুন্দর

১২ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

শাহজাহান মুনির বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

২| ১২ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: অবরোধ সফল হোক । হরতালও ডাকতে পারেন। আসলে কবিতাতে সাময়িক ব্যাপার স্যাপার ঢুকে পরে । ভাল লিখেছেন । :)

০৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩২

শাহজাহান মুনির বলেছেন: ধন্যবাদ আনোয়ার ভাই। হরতালে আর মুক্তি নাই। কি করবো আর, মানুষের জন্য কিছু করতে না পারার কষ্ট অনেক বেশি পীড়া দেয়। ভালো থাকুন সবসময়। Sorry for late reply.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.