নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুকের ভেতর মন পাখিটা কেমন আছে কমু না, এটাই এখন আমার কাছে ভালবাসার নমুনা।

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

শাহজাহান মুনির

জীবনের নিশ্চিত পতন জেনেও আগুনে হাত দিয়েছি, দেখি আর কত পুড়াতে পারে প্রিয় আগুন আমার।

শাহজাহান মুনির › বিস্তারিত পোস্টঃ

প্রত্যাশা

২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৮

মানুষ মানুষের কাছে
কত কিছুই তো প্রত্যাশা করে,
আমার প্রত্যাশাটা বোধয়
এর চেয়ে ঢের বেশি ছিলো,
আর না হয় ছিলো গুরুতর অন্যায়,
তা না হলে অপ্রত্যাশিত সব
অপবাদের বোঝা মাথায় নিয়ে
নিদ্রাহীন রাত পেরিয়ে ভোর হতো না!!

মানুষ মানুষের কাছে
কত কিছুই তো প্রত্যাশা করে,
আমি হয়তো মানুষ নই, তা না হলে
হৃদয়ের সামান্য দাবিটুকু এভাবে
প্রশ্নবাণে জর্জরিত হতো না!!

প্রত্যাশা যদি দূরত্ব সৃষ্টির কারণ হয়,
মনের দাবি যদি আখ্যায়িত হয় ভিন্নভাবে,
তবে আমার সবটুকুন প্রত্যাশার জলাঞ্জলি দিয়ে জানিয়ে দিতে চাই-
"তোমার ইচ্ছের জয় হোক"!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২১

জেন রসি বলেছেন: সকলের শুভ প্রত্যাশা পূর্ণতা পাক :)

২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

শাহজাহান মুনির বলেছেন: হুম সকলের প্রত্যাশার পূর্ণতা পাক। আপনাকে অশেষ ধন্যবাদ।

২| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৬

সুফিয়া বলেছেন: ভাল লেগেছে। ধন্যবাদ।

২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

শাহজাহান মুনির বলেছেন: আপনার ভালো লাগলো জেনে খুশি হলাম। আপনাকেও অশেষ ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.