নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুকের ভেতর মন পাখিটা কেমন আছে কমু না, এটাই এখন আমার কাছে ভালবাসার নমুনা।

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

শাহজাহান মুনির

জীবনের নিশ্চিত পতন জেনেও আগুনে হাত দিয়েছি, দেখি আর কত পুড়াতে পারে প্রিয় আগুন আমার।

শাহজাহান মুনির › বিস্তারিত পোস্টঃ

"অপেক্ষা "

৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯

জ্যোৎস্না ভরা আকাশ নিয়ে
বসে আছি
আসবে তুমি সঙ্গী হবো।
এক করে আজ চারটি নয়ন
দেখবো আকাশ,
গুনবো তারা।
কোন তারারা তোমায় পেয়ে
হাসছে কেবল
আমার মতো?
আর কোন তারারা
আমার মতো আকুল হয়ে
দেখছে কেবল,
তোমার ডাগর ঐ দুটি চোখ?
গুনেই কেবল কাটবে নিশি।

ছুটে এসো বুক পেতেছি
বসতে দিবো।
হাতের পরে গুজিয়ে দিবো
এই দুটি হাত,
হাত বাড়ালেই গুজিয়ে দিবো
এক ফালি চাঁদ।
ছুটে এসো
জ্যোৎস্না ভরা আকাশ নিয়ে
বসে আছি
আসবে তুমি সঙ্গী হবো।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৭

কল্লোল পথিক বলেছেন: বেশ হয়েছে কিন্তু

৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১১

শাহজাহান মুনির বলেছেন: পাঠে অশেষ ধন্যবাদ জনাব।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১১

নুরএমডিচৌধূরী বলেছেন: ভাল লাগল

++

৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১২

শাহজাহান মুনির বলেছেন: ভালো লাগায় অশেষ ধন্যবাদ ভাই।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১২

মোঃ আসাদুজ্জামান মিঠু বলেছেন: ছুটে এসো বুক পেতেছি
বসতে দিবো



এই লাইনটা চরম ছিলো

৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪

শাহজাহান মুনির বলেছেন: পাঠে অশেষ ধন্যবাদ ভাই।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৮

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব ভালো হয়েছে।অধমের উপদেশঃ কবিতায় তথ্য, তত্ত,ও রহস্যের গন্ধ থাকলে আকর্ষন বাড়ে ।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

শাহজাহান মুনির বলেছেন: পাঠে অশেষ ধন্যবাদ জনাব। চেষ্টা করছি ভালো করছি।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩০

পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: কখনই
চাই না আপনার মতো লেখকের
লিখা মিস করি, একরাশ ভালোলাগা রেখে গেলাম,

৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

শাহজাহান মুনির বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই। শুনে খুশি হলাম।

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪১

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: উপসংহারঃ আসবে তুমি সঙ্গী হবো
হয়ে যাবো চকোর চকোরী। অথবা

হয়ে যাবো মানিকজোড়পাখি । অথবা.....হয়ে যাবো দুজনে জ্যোৎস্নাপ্লুত নাগ নগিনী ।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

শাহজাহান মুনির বলেছেন: সুন্দর বলেছেন জনাব। ভালো থাকুন প্রতিনিয়ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.